নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানী লোকের কাছে প্রতিনিয়ত শিখছি। অজ্ঞের থেকে শেখার কিছু নেই। সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

পারিশ্রমিক

১১ ই মার্চ, ২০২৪ রাত ৮:৪৭



কাজ মেহনতে বেতন পেয়েছে মসজিদের সে ইমাম
কাজ করছেন বেতন পেয়েছে তার কেন এত নাম?
বিনা পয়সায় তারাবি পড়েনি নিয়েছে বেতন তার
তার কী আবার সাওয়াব আছে আল্লার নাম কাম?

পাবলিক জুড়ে পাপিষ্ট বলে দমক দিয়েছে মোল্লা,
খোদার দিদার পাইবেন বলে জনতা বেতন দেয়
ইমামে খাটুনী বেতন পেয়েছে সাওয়াব আছে তার
বেতন পাবার পরেও আবার আখেরাতে কিছু রয়?

মন্তব্য ১৭ টি রেটিং +০/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০২৪ রাত ১১:১৯

শূন্য সারমর্ম বলেছেন:


ধর্ম ইহকাল/পরকালেই দুভাবেই এভাবেই উপকার করে।

১২ ই মার্চ, ২০২৪ সকাল ৯:১৫

এম ডি মুসা বলেছেন: এই ব্লগ নিরাপদ নয়। পরিবেশ দূষণ করার জন্য। আবহাওয়া তারতম্য ঘটে। আমার জন্য নিরপরাধ নয়। আমি ইতিমধ্যে জানিয়েছি।আরো জানাতে চাচ্ছি।

২| ১১ ই মার্চ, ২০২৪ রাত ১১:৪৫

মোহাম্মদ গোফরান বলেছেন: 'ধমক ' বানান ঠিক করুন।


আর ইউ ভাই কে আপনার ধন্যবাদ দেয়া উচিৎ। বানান ভুল ও টাইপো অনেক উন্নতি হচ্ছে।

১২ ই মার্চ, ২০২৪ সকাল ৮:৫০

এম ডি মুসা বলেছেন: নিজের আভিজাত্য মানুষ কখন প্রকাশ করে। আর ইউ নিজের বানান প্রমাণ লিখতে পারে না, প্রমান লিখে আমি তাকে শেখালাম, এখন আপনার পরিচয় টা নিজে একটু চিনে নেন। সবাইকে নীল সাধু আর আপনি, জলঘোলা সবখানে চলে না

১২ ই মার্চ, ২০২৪ সকাল ৯:০৭

এম ডি মুসা বলেছেন: আমি মনে হয় নতুন বানান ভুল করছি,পাঁচ সাত বছরে কেউ বলেনি বানান ভুল, তখন সবাই কি অজ্ঞ ছিল। আমার বানান ধরতে পারে নাই। আর ইউ শিক্ষিত লোক এসে বানান ভুল ধরিয়ে দিয়েছে। আর একটা কথা বাংলা একাডেমি নতুন বানান নীতিমালা থেকে, প্রাণী =প্রাণি , নারী= নারি , এইভাবে অনেক বানান আছে নতুন সংস্করণ আছে। অল্প বিদ্যায় ভয়ংকরী। এটা অনেক আগেই পড়ছি। স্কুল লাইফ থেকেই।

৩| ১২ ই মার্চ, ২০২৪ সকাল ৮:৫৯

এম ডি মুসা বলেছেন: এই দমক বানান অবশ্যই আমার ঠিক আছে অজ্ঞ লোকেরা যখন, নিজে জানে না তখন জলঘোলা করে এদের নিজেই বেইজ্জত হয়ে পালিয়ে যায়।

৪| ১২ ই মার্চ, ২০২৪ সকাল ৯:৪৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: ইমামের বেতন হলো হাদিয়া। হাটে দোকানদারি করে, মাঠে কাজ করে সময়মত ইমামতি করা কঠিন। সেজন্য মুছল্লি ইমামকে হাদিয়া দেয় বিবেকের তাড়নায়। এটা নিয়ে উত্তেজিত হওয়ার কিছু নাই।

১২ ই মার্চ, ২০২৪ সকাল ১০:১৯

এম ডি মুসা বলেছেন: ধর্ম হতে হবে নিঃস্বার্থভাবে কাজ করা। নাহলে স্বার্থের বিনিময়ে কিছু করতে গেলে সমস্যা।

৫| ১২ ই মার্চ, ২০২৪ দুপুর ১২:০১

মহাজাগতিক চিন্তা বলেছেন: ইমামের পরিবার কি হাওয়া খেয়ে বাঁচবে? সেজন্য বিবেকবান ইমামকে হাদিয়া দেয়। আপনি তাতে অহেতুক আপত্তি তুলছেন কেন? আপনার কি খেয়ে দেয়ে কোন কাজ নেই?

১২ ই মার্চ, ২০২৪ দুপুর ১২:২৩

এম ডি মুসা বলেছেন: নবীর ( স) সাহাবায়ে কেরাম কিভাবে সংসার চালাতেন সেটা অনুযায়ী হবে। তারা কি মসজিদ থেকে বেতন নিতেন? এখানে বিবেকের মৃত্যু হয়েছে। নাকি নবীর আদর্শ সাথে তাদের মিল ছিন্ন রয়েছে?

৬| ১২ ই মার্চ, ২০২৪ দুপুর ১২:৩৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: নবি (সা) ইমাম ছিলেন। তিনি হাদিয়া নিয়ে সংসার চালাতেন। তিনি অনেক হাদিয়া পেতেন। আমাদের ইমামকে মুছল্লী সরাসরি হাদিয়া দেয় না। এখন মুছল্লী মসজিদে দান করে। সেখান থেকে কমিটি ইমামকে বেতন দেয়। কোন লোক যদি হাদিয়া না নিয়ে ইমামতি করে তাতে তাকে কেউ বাধা দেয় না। যারা অবস্থা সচ্চল নয় সে হাদিয়া নেয়। হাদিয়া নেওয়া পাপ নয়। আপনি যা ভাবছেন তা’ এখন অবাস্তব। এমন করলে কোন মসজিদে ইমাম পাওয়া যাবে না। এদিকে মুছল্লিও ইমামতি করতে পারে না। সেজন্য মুছ্ল্লী ইমামকে হাদিয়া দিয়ে তার জামায়াতে নামাজ পড়ার ব্যস্থা করে। একাজ খেতে আপনি মুছল্লীকে বিরত রাখতে পারবে না। আপনি হুদাই চিল্লাচ্ছেন।

৭| ১২ ই মার্চ, ২০২৪ দুপুর ১:১৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

ইমামতি কোন পেশা হতে পারে না।
এটা একটা ধর্মীয় দায়িত্ব মাত্র।
সমাজের জ্ঞানীগুণী ও বয়োজ্যেষ্ঠদের কাঁধে এ দায়িত্ব এসে পরে।
এটা তারা আনন্দের সাথে পালন করবেন।

আরে মিয়া, নবীজি ও তো ইমামতি করতেন। তিনি কয়টাকা বেতন নিয়েছেন?
খলিফারা কত টাকা বেতন নিতেন।
আর আপনারা ইমাকে চাকর বানিয়ে ছেড়েছেন।
ভাগেন।

৮| ১২ ই মার্চ, ২০২৪ দুপুর ১:২১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



ইমাম সাহেবের কি আত্নসম্মানবোধ নেই ।
তিনিকেন মানুষের অনুগ্রহ আর দান নিয়ে সংসার চালাবেন?

১২ ই মার্চ, ২০২৪ দুপুর ১:৫৮

এম ডি মুসা বলেছেন: ইমাম হলো বাদশা। আমি সম্মান জানাই। কিন্তু এটা বেতন কাঠামো তৈরি করেছে। এখন পেশা ইমাম মিশিয়ে বর্তমান সমাজ। আমি মনে করি ইমাম সাহেব ভিন্ন কিছু করা উচিত। এলাকার মুসল্লির তাকে একটি কর্মক্ষেত্র সৃষ্টি করা। আল্লাহ কাজের বিনিময়ে বেতন নেবেন এটা আমি মানতে রাজি নয়।

৯| ১২ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:৩৬

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

১২ ই মার্চ, ২০২৪ রাত ৮:১৫

এম ডি মুসা বলেছেন: ঠিক আছে। জনাব নুর সাহেব।

১০| ১৩ ই মার্চ, ২০২৪ সকাল ১১:৩৮

এম ডি মুসা বলেছেন: ধর্ম দিয়ে জীবিকা নির্বাহের কোন বিধান নবী চালু করেছে কি না আমাদের জানা আবশ্যক
আমি জানতে চাই। এটা আমার জানা নেই সঠিক হাদীস থাকলে জানান , না জানতে পারলে ইসলাম এটাকে কখনো সমর্থন করে না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.