নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানী লোকের কাছে প্রতিনিয়ত শিখছি। অজ্ঞের থেকে শেখার কিছু নেই। সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

যার আচরণ পশুর সাথে মিলে

১৯ শে মার্চ, ২০২৪ দুপুর ২:৩১


জঙ্গল থেকে আসছে/ এক জনগোষ্ঠী/ অদ্ভুত মুখের ভাষা
মস্তষ্ক বিকৃত যেন/ পাগল ছাগল/ ঘুরে বেড়ায় সমাজে,
বস্তির থেকে বেরিয়ে/ শিক্ষা দীক্ষা ছাড়া/ অনুগামী সর্বক্ষেত্র
এদের থেকে বাঁচাতে/ হ্যামিলিউনের /বাঁশি ওয়ালাকে খুঁজি।

বাংলার দোরে সম্ভব/ চোরের একতা/ একজোট হয়ে থাকা
মুখে ভালো কথা বলে / কাজে শয়তানি/ দেহটা নষ্টে নির্মাণ
বাংলার কুকুর দেখো?/ কেমন স্বভাব/ তারচেয়ে মানুষের।
যত হিংস্র রূপরেখা/ দেখবে আড়ালে/ হার না মানা বুদ্ধির।

অনেক রকম লোক/পৃথিবীর বুকে/ দেখতে পাওয়া যায়
পার্থক্য রয়েছে যেন / আকাশ পাতাল/ চিন্তা চেতনার কাছে
দিনশেষে শয়তান/ একজোট হয়/ লেজ গোঁজার কুকুরে
যেভাবে হয়েছে এক/ আশ্বিন মাসের/ পাগলা কুত্তার মত

সমাজে অনেক আছে/ ভদ্রের সমাজ/ দেখায় উত্তম কেউ
যখন মাথাটা বিগ্রে / আসল চরিত্র/ ঢেউ তুলে যায় মুখে
এই মানুষের ছবি/ নাকি অভিশপ্ত/ একদল জনগোষ্ঠী।
নম্র ভদ্রতা যখন / ভালো আচরণ/ বিচরণ হয়ে যায়
বনের পাখি একদা/ কাছে ঘেঁষে রয়/ মানুষের আশেপাশে।

তুমি মিশতে পারোনি?/ নাকি আচরণ/ ময়লা পচার গন্ধে
তোমার থেকে সরতে/ পথে বেড়া দেয়/তোমাকে করছে ভয়
যদি উত্তম হইতে/ তুমি হয়ে যেতে/ সবচেয়ে সেরা বন্ধু
তোমাকে করছে ভয়/ মানুষ নয়তো/ কবে মানুষ হবেন?

এই কবিতা কাউকে উদেশ্য করে লেখা নয়!
কাল্পনিক চরিত্র লেখা। কারো চরিত্র সাথে মিলে যায় আন্তরিক ভাবে দুঃখিত।

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০২৪ দুপুর ২:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ আমাদের সবাইকে হিদায়েতের পথ দেখান

১৯ শে মার্চ, ২০২৪ বিকাল ৩:০৯

এম ডি মুসা বলেছেন: আমিন

২| ১৯ শে মার্চ, ২০২৪ বিকাল ৩:১২

আলমগীর সরকার লিটন বলেছেন: বাহ সুন্দর ভাবনা

১৯ শে মার্চ, ২০২৪ বিকাল ৩:২১

এম ডি মুসা বলেছেন: ধন্যবাদ আলমগীর সরকার লিটন।

৩| ২০ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:১২

রাজীব নুর বলেছেন: সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.