নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানী লোকের কাছে প্রতিনিয়ত শিখছি। অজ্ঞের থেকে শেখার কিছু নেই। সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

গানের পাতা ব্লগে আপনি চাইলে এখানে গান প্রকাশ করতে পারেন।

২৩ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:৪৯

জনপ্রিয় এবং বিশুদ্ধ গানের পাতা ব্লগে আমি ছয় বছরেরও বেশি সময় ধরে আছি। যে কেউ এখানে শুদ্ধ গানের কথা প্রকাশ করতে পারেন। বাংলা একাডেমির পুরস্কারপ্রাপ্ত, মুক্তিযুদ্ধা কবি আবিদ আনোয়ার প্রধান অ্যাডমিন হিসেবে রয়েছেন। এডমিন হিসেবে দায়িত্ব পালন করছেন; এ বছরের স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত মোহাম্মদ রফিকউজ্জামান। বাংলা একাডেমির পরিচালক প্রধান বিচারক হিসেবে তপন বাগচীও আছেন । উল্লেখযোগ্য তপন বাগচী তিনিও এবারের বাংলা একাডেমি পুরস্কারের প্রাপ্ত । আমি দীর্ঘদিন ধরে সম্পাদক হিসাবে কাজ করছি এবং এই বছর মডারেটরের দায়িত্ব পেয়েছি। এই সাইটে গান লেখার নিয়মও পাবেন, লিরিক্স সহ অনেক গান শুনতে পারবেন। গানের পাতা
আপনার স্বরচিত গান প্রকাশ করতে পারেন! অবশ্য গানের কাঠামো মাপিক গান হতে হবে! ছন্দ আপনার জানা উচিত তবে বাধ্যতামূলক নয়। আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন করে একটা গান পাঠাতে হবে ।



মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০২৪ রাত ৮:৩২

ইসিয়াক বলেছেন: চমৎকার পোস্ট। আমার কাজে লাগবে।
ধন্যবাদ।

২৩ শে মার্চ, ২০২৪ রাত ৯:২৭

এম ডি মুসা বলেছেন: আমি ও ভালো গান লিখতে পারি না, তবে আমি চেষ্টা করতেছি, তবে অনেক ভালো ভালো লোক গান প্রকাশ করে তা আমাকে মুগ্ধ করে। আমি নতুন ভালো গান পেলে দ্রুত প্রকাশ করি যদি নিয়ম অনুসারে হয়।

২| ২৩ শে মার্চ, ২০২৪ রাত ১০:১৩

সোনাগাজী বলেছেন:



চাকুরীর জন্য আপনি নতুন কিছু শিখছেন?

২৪ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:২৫

এম ডি মুসা বলেছেন: জনাব গাজী সাহেব এ ব্যাপারে আমি দুঃখিত। জনসম্মুখে কিছু বলতে চাচ্ছি না আপাতত পরে এক সময় বলবো।

৩| ২৩ শে মার্চ, ২০২৪ রাত ১০:৩৫

জিনাত নাজিয়া বলেছেন: আমি মাঝে মাঝে গান লিখতে চেষ্টা করি, আমি কি দিতে পারি?

২৪ শে মার্চ, ২০২৪ সকাল ৮:৩৪

এম ডি মুসা বলেছেন: ওখানে নিয়ম কানুন আছে লেখার ,, আলোচনা পাতায়,, আপনি চাইলে শিখতে পারবেন. গান লেখার জন্য কিছু বই আছে,, বাংলা গান রচনা কৌশল রফিকউজ্জামান এর বই।

৪| ২৩ শে মার্চ, ২০২৪ রাত ১১:১৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমি গান শুনি, লিখতে পারি না।

২৪ শে মার্চ, ২০২৪ সকাল ৮:৩৯

এম ডি মুসা বলেছেন: একটু চেষ্টা করলে কিন্তু পারে মানুষ, ওই ব্লগে গানের কিছু নিয়ম আছে. ফ্রি থাকলে দেখতে পারেন

৫| ২৪ শে মার্চ, ২০২৪ রাত ১২:২০

ইফতেখার ভূইয়া বলেছেন: আমি ও আমার বন্ধুর প্রচেষ্টায় বেশ ক'বছর ধরে প্রকাশনী নামক একটা সাইটে কাজ করছি। আমাদের মূল উদ্দেশ্য অবশ্য আর্কাইভিং করা। সময় করে ঘুরে দেখে আসতে পারেন। লোকবল থাকলে হয়তো আরো এগিয়ে যেতে পারতাম তবে চেষ্টা অব্যাহত আছে। ধন্যবাদ।

২৪ শে মার্চ, ২০২৪ সকাল ৮:৩৮

এম ডি মুসা বলেছেন: কবিতা প্রকাশের একটা সাইট রাখতেন, কবিতা প্রকাশ করতাম

৬| ২৪ শে মার্চ, ২০২৪ রাত ৩:১৩

রোকসানা লেইস বলেছেন: আমার অনেক গান লেখা আছে কিন্তু সুর করে গাওয়ানোর কোন উদ্যোগ নেয়া হচ্ছে না।
অনেক আগে আমার লেখা ফোক ধরনের গান গেয়েছিলেন খালিদ হাসান মিলু
জুয়েল।
বেবী নাজনিনের সুরে।
একটা গান পোষ্ট করেছিলাম ব্লগে

২৪ শে মার্চ, ২০২৪ সকাল ৮:৩৬

এম ডি মুসা বলেছেন: আপু ব্লগে গানটির পোস্ট লিংক দেখাবেন, িএকটু দেখে আসব।

৭| ২৪ শে মার্চ, ২০২৪ সকাল ৮:৩৫

এম ডি মুসা বলেছেন: গান লেখার নিয়ম

৮| ২৪ শে মার্চ, ২০২৪ সকাল ১১:০৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


ভালো তো।

২৪ শে মার্চ, ২০২৪ দুপুর ২:৩৯

এম ডি মুসা বলেছেন: ঠিক আছে দেখে আসতে পারেন ব্লগটি, গুণীদের ব্লগ আমি দায়িত্ব পেয়েছি,, আমি দীর্ঘ দিন কাজ করছি ওখানে।

৯| ২৪ শে মার্চ, ২০২৪ রাত ৮:০৩

ইফতেখার ভূইয়া বলেছেন: লেখক বলেছেন: কবিতা প্রকাশের একটা সাইট রাখতেন, কবিতা প্রকাশ করতাম

আমরা মূলত বই আকারে ইতোমধ্যে প্রকাশিত প্রতিথযশা লেখকদের সাহিত্যকর্মগুলো সংরক্ষণ করছি আগামী প্রজন্মের জন্য।

১০| ২৫ শে মার্চ, ২০২৪ রাত ৩:২৮

রোকসানা লেইস বলেছেন: আজ একটি নতুন বিষয়

লিঙ্ক যোগ করায় আমি খুব একটা পারদর্শি না। দিলাম আসল কিনা প্রকাশের পর বুঝব। ঠিক না হলে মুছে দিবেন প্লিজ।

২৫ শে মার্চ, ২০২৪ দুপুর ১২:৩২

এম ডি মুসা বলেছেন: পেয়েছি, আপনার গানটি অনেক বছর আগে প্রকাশ হয়েছে, ইউটিউবে দেখলাম প্রায় ১২ বছর। আপনার গানটি আবার নতুন করে আপলোড দেন আপনি আবার গান নিয়ে কাজ করেন। ইনশাল্লাহ সাকসেস হবে

১১| ২৫ শে মার্চ, ২০২৪ সকাল ১১:৫৪

রাজীব নুর বলেছেন: জানলাম।

২৫ শে মার্চ, ২০২৪ দুপুর ১২:৩২

এম ডি মুসা বলেছেন: ধন্যবাদ আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.