নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানী লোকের কাছে প্রতিনিয়ত শিখছি। অজ্ঞের থেকে শেখার কিছু নেই। সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

এই দেশ মুক্তিযোদ্ধার

২৭ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১:৫০


দেশটা কারো একার? বাকি ছিল কি দেখার
মনগড়া নীতি করে, দেখাবে কঠিন নীতি,
বৈষম্য, দুর্নীতি থেকে আছে নাকি যে শেখার
ক্ষমতা আর দাপটে দেখেছি স্বজন প্রীতি।

এই দেশ শহীদের ও একাত্তরে যোদ্ধার
মুক্তিযু্দ্ধের সংগ্রামী সেই বীর বাঙালির,
এই দেশ সাধারণে সততা রেখেছে যার
মানি না এছাড়া কোনো, শক্তিধর শমসের।


কবিতা নং দুই
য়েছে নাকি সোনার বাংলা?
চলোনা দেশের ঘরে দেখি,
মুখে বলে চেতনা আমার
তার কাজের বেলায় মেকি।


বঙ্গবন্ধুর স্বপন ছিল
একটা সোনার বাংলা হবে
গরীব দুঃখীর দুঃখ মুছে
আর আসবে সুদিন তবে।


চাষার সন্তান চাষা হচ্ছে
হ্যালো কোটার বৈষম্য সুরে,
দুর্নীতি আর ক্ষমতা যার
তার সুখের পায়রা উড়ে ।


সততা এখন আস্থা হীন,
স্বাধীন দেশে যায়কি মানা,
শত্রু গেছে এই দেশ ছেড়ে
কারাই এখন দিচ্ছে হানা।











মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০২৪ দুপুর ২:৪৯

এম ডি মুসা বলেছেন: কবিতা আমার পড়তে হবে না,
শুধু দেখে যাও এই অক্ষর।
আমিও করেছি সতত সন্ধি
দেবো না এমন টক্কর।

কবিতা আমার পড়তে হবে না
দূর্বল সব ছন্দ,
বিষয় আমার বড় মজবুত
মন্তব্য ঘর বন্ধ।

কবিতা আমার পড়তে হবেনা
দেখে যাও সব বাক্য,
কবি নই আমি কবিদের মত
নেই এতে কারো সাক্ষ্য।

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.