নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।
নয়নে তোমারি কিছু দেখিবার চায়,
চলে আসো ভাই এই ঠিকানায়।
ফুলে ফুলে মাঠ সবুজ শ্যামলে বন
চারদিকে নদী আর চরের জীবন।
প্রকৃতির খেলা ফসলের মেলা ভারে
মুগ্ধ হয়েই তুমি ভুলিবে না তারে,
নীল আকাশের প্রজাতি উড়ে যায়,
তোমারি উড়ার ইচ্ছা ও যদি পায়।
দেখিতে দেখিতে নয়ন জুড়িয়ে গেলে
হাতটা বাড়াও খামার বাড়িকে পেলে,
নদী খাল বিল তুমি দেখবার পরে,
কুকরিমুকরি চলে যাও যে সকাতরে।
সবুজের বুকে মাথা তুলে আছে এক-টাওয়ার,
উঠে গিয়ে দেখো সবুজের পিঠ দূর হাওয়ার।
আছে ফুরফুরে সবুজ ঘাসের বন,
চলে যাও ভোলা উপজেলা চরফ্যাশন।
১৬ ই মে, ২০২৪ বিকাল ৫:১৯
এম ডি মুসা বলেছেন: ছবি আপা ভালো লাগছে মন্তব্য করছেন।
২| ১৬ ই মে, ২০২৪ সকাল ১১:২৯
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: দিন দিন কবিতার গঠন আরো সুন্দর হচ্ছে। অসাধারন লেখনী।
১৬ ই মে, ২০২৪ বিকাল ৫:১৯
এম ডি মুসা বলেছেন: সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপু।
৩| ১৬ ই মে, ২০২৪ সকাল ১১:৪২
আলমগীর সরকার লিটন বলেছেন: বাহ বাহ সুন্দর আমন্ত্রণ
১৬ ই মে, ২০২৪ বিকাল ৫:১৮
এম ডি মুসা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আলমগীর হোসেন ভাই।
৪| ১৬ ই মে, ২০২৪ দুপুর ১২:৪২
মহাজাগতিক চিন্তা বলেছেন: ভালো হইছে
১৬ ই মে, ২০২৪ বিকাল ৫:১৮
এম ডি মুসা বলেছেন: ভাই মন্তব্য করার জন্য। ধন্যবাদ।
৫| ১৬ ই মে, ২০২৪ বিকাল ৫:১৯
মরুভূমির জলদস্যু বলেছেন:
- এখনো দেখা হয় নাই
১৬ ই মে, ২০২৪ বিকাল ৫:২৩
এম ডি মুসা বলেছেন: ছুটি পাইলে চলে আসেন বেতুয়া লঞ্চে করবেন, কোথায় আমার সাথে যোগাযোগ করবেন। ভোলা অনেকে আসে তো ভোলার পরিবেশ আগের চেয়ে অনেক সুন্দর হয়েছে।
৬| ১৭ ই মে, ২০২৪ সকাল ১০:২৫
রানার ব্লগ বলেছেন: ভাই আপনি কি ভোলার মানুষ?!
১৭ ই মে, ২০২৪ রাত ১০:৪৩
এম ডি মুসা বলেছেন: জ্বী, চরের প্রকৃতির কাছাকাছি মানুষ
©somewhere in net ltd.
১| ১৬ ই মে, ২০২৪ সকাল ১১:১৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: কী সুন্দর লিখা আর জায়গাটাও সুন্দর