নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে জানে জ্ঞানী গুণী তার কাছে শেখার আছে। মাথামোটার কাছে আমার কিছু শেখার নাই। আচরণে তার বংশের এবং ব্যক্তিক আভিজাত্য প্রকাশ পায়।সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

ভণ্ড মুসলমান

২০ শে মে, ২০২৪ দুপুর ১:২৬

ওরে মুসলিম ধর্ম তোমার টুপি পাঞ্জাবী মাথার মুকুট,
মনের ভেতর শয়তানি এক নিজের স্বার্থে চলে খুটখাট।
সবই যখন খোদার হুকুম শয়তানি করে কে?
খোদার উপর চাপিয়ে দিতেই খোদা কি-বলছে?

মানুষ ঠকিয়ে খোদার হুকুম শয়তানি তার পাকা,
হয়রে ভণ্ড তুইতো জালেম খোদার দুয়ারে আঁকা।
অবিচার তাই কিসের হাশর খোদার হুকুম হলে,
ওরে বদমাশ তোর ঈমানের ষোল আনা যায় জলে।

মাথায় উপর টুপির সুরত খোদায় করেনি জোর,
সত্য ন্যায়ের ঈমানের শাখা মজবুত দেখে তোর।
মানুষকে তুই বোকামি করেই লিখছিস নাম সাধু,
খোদার সাথেই চালাকি করাটা যায়না সোনার জাদু।

খোদার দুয়ারে মিজান পাল্লা হয়না এদিক ওদিক,
তোর মস্তক কোরআন বলে ভণ্ড তো ঠিক।
তোর ঈমানের কোন দাম নেই কানাকড়িও করে,
সাক্ষী খোদায় সাক্ষী কোরান মুনাফিক এই তরে।


মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০২৪ দুপুর ১:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ আমাদের ঈমান ঠিক রাখার তৌফিক দান করুন

২০ শে মে, ২০২৪ দুপুর ১:৫৮

এম ডি মুসা বলেছেন: আল্লাহ।

২| ২০ শে মে, ২০২৪ দুপুর ১:৫২

সেলিম আনোয়ার বলেছেন: আল্লাহ তায়ালা আমাদের মুনাফেকি থেকে রক্ষা করে যেন ।

২০ শে মে, ২০২৪ দুপুর ১:৫৮

এম ডি মুসা বলেছেন: আল্লাহু আমিন।

৩| ২০ শে মে, ২০২৪ দুপুর ১:৫২

শূন্য সারমর্ম বলেছেন:


মুসলমানরা সারাদিন শয়তান"শব্দটা উচ্চারণ করতে করতে কখন যে নিজেই শয়তান হয়ে যায়, টের পায় না।

২০ শে মে, ২০২৪ দুপুর ১:৫৭

এম ডি মুসা বলেছেন: মানুষের কাজ আর শয়তানের কাজ আলাদা, কখনো নিশ্চয়ই মানুষের কাজকে শয়তানের কাজ বলে কেউ প্রচার করে না, শয়তানের কাজ করে থাকেন সে অবশ্যই শয়তানের বন্ধু। আপনার কথায় যুক্তি নেই। সেটার অর্থ ও নেই। আমার উত্তর পেয়ে গেছেন আশা করি।

৪| ২০ শে মে, ২০২৪ দুপুর ২:৩২

আলমগীর সরকার লিটন বলেছেন: আল্লাহ আর শয়তন দেখা যায় তবে মানুষের মধ্যে অনুভব করা যায় কবি

২০ শে মে, ২০২৪ বিকাল ৩:৪২

এম ডি মুসা বলেছেন: ধন্যবাদ অনেক অনেক ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.