নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানী লোকের কাছে প্রতিনিয়ত শিখছি। অজ্ঞের থেকে শেখার কিছু নেই। সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

মির্জা ফখরুল সাহেব একজন উচ্চপদস্থ জনপ্রিয় ব্যক্তিত্ব উচ্চ নেতা

১৩ ই আগস্ট, ২০২৪ রাত ১১:০৪

তাকে আমি আগে থেকেই পছন্দ করি, তিনি সঠিক সত্য কথা বলতে পারেন। শেখ হাসিনা সরকার তাকে অনেকবার কারাবন্দি করে ভুল করেছন। মির্জা ফখরুল ইসলাম সাহেব অনেক আগেই একবার বলেছিলেন, যে আওয়ামী লীগের হাত ধরে স্বাধীনতা এসেছে। সেই আওয়ামী লীগ এই আওয়ামী এক নয়। তিনি অনেক বার বলেছেন, বঙ্গবন্ধুর- দেশের স্বাধীনতার !অবদান রয়েছে। তার আঞ্চলিক এবং সাধারণ নেতাদের আপনি বঙ্গবন্ধু নাম কে কতটুকু সম্মান দিচ্ছে বুঝতেই পারছেন। তিনি আজকেও বলেছেন তিনি আমাদের নেতা, মানে দলবল নির্বিশেষে।
আজকের বক্তব্য করতে গিয়ে, তিনি বললেন যে তার খুব খারাপ লাগছে বঙ্গবন্ধু মূর্তি ভেঙেছে তিনি তো আমাদের নেতা, তার মুক্তিযুদ্ধের বিরাট ভূমিকা ছিলো। এই মানুষটি কে শেখ হাসিনা সরকার ছোট করছে। আসলেই মির্জা ফখরুল সাহেব আবার প্রমাণ দিলেন তিনি বড় মন মানসিকতার ভালো মানুষ। দলের দুর্দিনে তিনি লড়াই চালিয়ে গেছেন। আমি মনে করি তার দল যদি ক্ষমতায় আসে তাকে প্রধানমন্ত্রী করা হোক। বিএনপির দলের অনেক নেতা-কর্মী বঙ্গবন্ধু অবদান স্বীকার করে না। যেভাবে অস্বীকার করেছেন মেজর জিয়ার অবদান শেখ হাসিনা সরকার। এই জন্য বলে সত্য বলার জন্য আগে মানুষ হতে হয়। সত্য চাপিয়ে রাখা যায় না।




খবরের লিংক সময় টিভি

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০২৪ রাত ১১:১২

ঊণকৌটী বলেছেন: মির্জা ফখরুল সাহেব অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব কমপক্ষে উনার উপরে ভরসা করতে পারেন, দেশটাকে ডুবে যেতে দেবে না

২| ১৩ ই আগস্ট, ২০২৪ রাত ১১:১৯

সোনাগাজী বলেছেন:








সমস্যা হলো রাজনীতি বুঝে না; উনি তারেকের পালকির বাহক, বেহারা; উনিও শেখ হাসিনাকে ১ দফা দিয়েছিলেন, ঈদের পরে উনার আন্দোলন করার কথা আছে।


৩| ১৩ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৩১

ঊণকৌটী বলেছেন: কমপক্ষে উনি দেশটাকে চিনেন, মানুষের অবস্থা বা পরিস্থিতি টা বুঝতে পারবেন মনে হয়

১৩ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৩৪

এম ডি মুসা বলেছেন: তিনি তার দলীয় নেতা কর্মীদের আদর্শ শিক্ষা না দিলে ভালো কিছু হবে না.. নেতাদের আদর্শ কর্মী ভিতরে থাকতে হয়, এই দেশের ক্ষণস্থায়ী ক্ষমতা দাপট আর ক্ষমতা হীন দৌড়ে উপর চলে।

৪| ১৩ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৩৫

ঊণকৌটী বলেছেন: বাংলাদেশ এর অবস্থা দিনে দিনে আরো ভয়ঙ্কর হবে এই পরিস্থিতিতে অভিজ্ঞতার দরকার, যারা দেশ তাকে চিনে

৫| ১৩ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৪৪

ঊণকৌটী বলেছেন: যারা স্কুল বা কলেজ থেকে পড়াশোনা করে দেশকে আগেই নিয়া যাইবো তারা যদি দেশ শাসন এর দায়িত্ব নিয়া নে তবে সেই দেশের আর আছে টা কি, জনগণ সবাই সিম্পল কলাগাছ

৬| ১৪ ই আগস্ট, ২০২৪ সকাল ৮:৫০

আহলান বলেছেন: তার বক্তব্যে রাজনীতি থাকলেও এটাকে কোয়লিটিফুল বলতে হবে! যা অন্য নেতাদের মধ্যে নাই। হিপোক্রেটিক রাজনীতিই করে সবাই।

৭| ১৪ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:৪৯

এস.এম.সাগর বলেছেন: সোনাগাজী বলেছেন:
সমস্যা হলো রাজনীতি বুঝে না; উনি তারেকের পালকির বাহক, বেহারা; উনিও শেখ হাসিনাকে ১ দফা দিয়েছিলেন, ঈদের পরে উনার আন্দোলন করার কথা আছে


আপনিতো বিরাট রাজনিতিবীদ, একটু শিখিয়ে দিয়েন কেমন!

৮| ১৪ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:২৮

বাকপ্রবাস বলেছেন: হাসিনার জন্য ফালতু মার্কা লোক দরকার, তারেক জিয়া কিছুটা সেই মার্কা। তবে হাসিনার চাইতে বড় ফালটু কেউ নেই হবেওনা

৯| ১৪ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:১৩

এম ডি মুসা বলেছেন: আমি সত্য ন্যায়ের পক্ষে আমি কোনো দলের নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.