নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানী লোকের কাছে প্রতিনিয়ত শিখছি। অজ্ঞের থেকে শেখার কিছু নেই। সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশে ভাষণ যৌক্তিকতা সাধারণ মানুষের স্বস্তি ফিরবে।

২৬ শে আগস্ট, ২০২৪ রাত ১:৪৪

প্রাধান উপদেষ্টা ডক্টর মুহম্মদ ইউনু সাহেব যে রূপরেখা দিয়েছেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ হয়েছিল তখনকার স্বপ্ন ছিল ।২০২৪ সালে ছাত্র আন্দোলনে জাগ্রত জনতার। দেশের সাধারণ মানুষের আবার স্বপ্ন জেগেছে। বাস্তবায়ন হোক। রাজনীতি দল হিসেবে আওয়ামীলীগ সরকার যে বৈষম্য সৃষ্টি করছে। দেশটা এক সময় পাকিস্তানের বৈষম্য ছিল, বাংলাদেশ সৃষ্টির পরে দুই দলের হয়ে, সাধারণ মানুষের জীবন অসহায় হয়ে কাটে।


দেশের মানুষের উপর বাঁশ দিয়ে তেলের দাম বাড়লো। এই ভর্তুকি অন্যভাবে দূর করা যেতো। দমন পীড়ন দলীয় প্রভাব, দেশটা মনে হয়েছে আওয়ামীলীগ এর, তখন বঙ্গবন্ধুর আদর্শ কে ভুলে গেছেন। আবার একটা দল আসবে আবার তাদের উদ্দেশ্য যদি আওয়ামীলীগ সরকার মত হয়। ক্ষমতাসীন দলের ভয়ে বলতে পারিনি। তবুও আমি বঙ্গবন্ধু আদর্শ মনে করিয়ে দিয়েছিলাম। আওয়ামী লীগ সেটা কি ভুলে গেছেন নাকি??

রাজনীতি করতে বাংলাদেশ সৃষ্টি হয়নি। বাংলাদেশ সৃষ্টি হয়েছে জনগণের অধিকার নিশ্চিত করতে, ক্ষমতা কায়েম করে জনগণের কথা ভুলে গিয়ে, রাজনীতির কর্মীদের দিয়ে দেশ পরিচালনার নাম কিন্তু গনতন্ত্র বলে আমি বিশ্বাস করি না। গনতন্ত্র নামে পরে রাজনীতি তন্ত্র হয়ে যায়।
গনতন্ত্র হবে জনগণের অধিকার সবার আগে নিশ্চিত করা। প্রধান উপদেষ্টার ইচ্ছা পূরণ হোক সংস্কার হোক। মুছে যাক আগাছা ।এই দেশের মুখ বন্ধ জনগণের অধিকার কখনো নিশ্চিত হবে না। দেশের মানুষের জন্য দেশের স্বাধীনতা হয়েছে। রাজনীতির জন্য নয়।

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০২৪ ভোর ৪:৩০

প্রহররাজা বলেছেন: নিজের মতের সাথে মিলে গেলে পাগলির গালিও ভালো লাগে।

২| ২৬ শে আগস্ট, ২০২৪ ভোর ৫:০৬

আলামিন১০৪ বলেছেন: দেশের মানুষের কাছে মাফ চেয়ে আওয়ামী দৈত্য ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল। আওয়ামী দুঃশাসন-খুনের রাজনীতি যারা দেখেছেন তারা আর কখনো এদের ভোট দিবেনা।

৩| ২৬ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:৫২

নতুন বলেছেন: আফচুচলীগেরই এই সরকারের কাজ ভালো লাগবেনা। ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.