নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানী লোকের কাছে প্রতিনিয়ত শিখছি। অজ্ঞের থেকে শেখার কিছু নেই। সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

সমাজের ক্যান্সার ধর্ম বর্ণের বা দলের নয়।

২৮ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:৩৮


যারা সমাজের রক্তচোষা তারাই সমাজের ক্যান্সার। তাদের বিরুদ্ধে কথা বলতে গেলে, নিজের অস্তিত্ব হারিয়ে যায়।
প্রতিবাদ করাও যায় না, মুখ তুলে কথা বলা যায় না। ওদের বিরুদ্ধে কথা বললে তার খেসারত দিতে হয়। এরা হলো সমাজের ক্যান্সার।ক্ষমতার অপব্যবহারে জুলুম নির্যাতন করে। নিরপরাধ মানুষের সর্বনাশ করে। কৌশলে মানুষের অধিকার কেড়ে নেয়। কৌশলে সবার অজান্তে শত্রুতা উদ্ধার করা। সমাজের ক্যান্সার হিসেবে পরিচিত। সমাজের ক্যান্সার হিসেবে পরিচিত এইসব মানুষ নামে দানবের নির্মূল দরকার।একটি শান্তিপূর্ণ সমাজে একটা উৎশৃঙ্খল মানুষ রূপি অমানুষ সমাজের ক্যান্সার। একটা অপরাধী কোনো ধর্মে যদি ঠাঁই দেয়, উক্ত ধর্মের বদনাম হয়। একটি সন্ত্রাসকে যদি কোন দলে ঠাঁই দেওয়া হয় উক্ত দলের কলঙ্কিত হয়। একটি অপরাধী কখনো ধর্ম বর্ণ গোত্রের হতে পারে না। অপরাধীদের কোনো ধর্ম বর্ণ,দল নেই।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:০৬

নাহল তরকারি বলেছেন: আপনি কি নকল ধার্মকদের কথা বলছেন?

২৮ শে আগস্ট, ২০২৪ রাত ১০:১৭

এম ডি মুসা বলেছেন: আগে মত প্রকাশের স্বাধীনতা ছিল না। সুযোগে পেয়েছি এখন বলছি।

২| ২৮ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৪৬

কামাল১৮ বলেছেন: আইনের শাসন ফিরিয়ে আনতে হবে।

২৮ শে আগস্ট, ২০২৪ রাত ১০:১৭

এম ডি মুসা বলেছেন: নিরাপদ বাংলাদেশ চাই। দলীয় রাজনীতির বাংলাদেশ চাই না।

৩| ২৮ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৪৯

শূন্য সারমর্ম বলেছেন:


শরীরের ক্যান্সার ও সমাজের নীতিবিরোধী কাজের ফলে ক্যান্সার সবই বাড়ছে,বাড়বেই।

২৮ শে আগস্ট, ২০২৪ রাত ১০:১৬

এম ডি মুসা বলেছেন: মির্জা ফখরুল সাহেব বলেছেন। তার দলের অপকর্ম জড়িতদের বহিস্কার করা হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.