![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।
বিবেক ঘুমিয়ে ছিল কিছু দিন আগে
মুখ ছিল তালা মারা, দুচোখ উন্মুক্ত,
রাজনীতি মাঠ জুড়ে- দমন পীড়ন
জুলুম বিদায় নিয়ে, হলো অনুতপ্ত।
এবার শান্তি নামবে এই বাংলাদেশে
সবুজ নিঃশ্বাস থেকে থাকবে না দুঃখী,
এমন স্বপ্ন ছুঁইবে জাগ্রত জনতা
নেই হয়রানি কোনো, নির্দোষ যে মুখী।
ছাত্র সংগ্রাম হয়েছে! সাধারণ ঘরে
বেরিয়ে এসেছে লোক, দলবল ভুলে,
মুক্তি পেয়েছে বাংলার যা ছিল অসুখ
নতুন বাংলাকে দেখা অপেক্ষার কূলে।
তারা যে জালেম ছিল! তুমিও জালেম
তাহলে পার্থক্য কিসে? ক্ষমতা কায়েম,
ময়লার স্তূপ কভু সাদা হয় নাকি?
স্বভাব পাল্টে যায়না খেলে যারা গেম।
অন্যায় করছে বলে পতন হয়েছে
আপনি ফের অন্যায় করবেন কেন?
আপনার চোখে আমি স্বচ্ছতা খুঁজেছি.
৩০ শে আগস্ট, ২০২৪ রাত ১১:৫২
এম ডি মুসা বলেছেন: ধন্যবাদ আপনাকে।।
২| ৩১ শে আগস্ট, ২০২৪ রাত ১:৩৫
কামাল১৮ বলেছেন: ভুল যায়গায় খুঁজছেন।
©somewhere in net ltd.
১|
৩০ শে আগস্ট, ২০২৪ রাত ১০:৫৬
বাংলাদেশ টাইমস বলেছেন: সুন্দর