নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।
শিক্ষার্থীদের আন্দোলনের পর পর বন্যা সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের আন্দোলনে ফলে ব্যক্তিগত স্বার্থের ফায়দা হাসিল হয়নি। বন্যার জন্য বিনা স্বার্থে শিক্ষার্থী মাঠ পর্যায়ে কাজ করছেন। তাদের জন্য পাশে দাঁড়িয়েছেন, আবহমান বাংলার সাধারণ জনতা। দেশটা তো ভালোই চলছিল দেশের স্থিতিশীলতা অবস্থা ফিরে আসুক। রাজনীতি দলগুলো এত অল্প সময়ে নির্বাচন নিয়ে উঠে পড়ে লেগেছে কেনো? দেশের উদ্দেশ্যে কী নির্দিষ্ট ক্ষমতা দখল নাকি? জনগণের অধিকার নিশ্চিত করা। জনগণের কল্যাণ নিশ্চিত করা। জনগণের পাশে দাঁড়ানো। জনগণের কথা বুঝতে পারা। ১৫ বছর ধরে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় ছিল। দমন পীড়ন ছিল। আমার বাসায় আমার বড় ভাই শশুর ছিল আওয়ামীলীগ, আমার ভাই বিএনপির ইউনিয়নের বড় নেতা। এতদিন আওয়ামীলীগ তার শশুর বাড়ির হেল্প তার বউয়ের দাপট দেখিয়ে নিজের স্বার্থ হাসিল করছে। এখন নিজের ক্ষমতায় চলবে। এই সব এর অর্থ কেউ কি বলতে পারেন??
আস সুন্নাহ ফাউন্ডেশনের ১০০ কোটি টাকার অনুদান দেখে। আমার কাছে আকাশ পরিমাণ স্বস্তি লেগেছে। এই বানভাসীদের জন্য আস সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগ এবং ভিন্ন ধর্মের মানুষের সাহায্য। আমরা তো এমন বাংলাদেশ চাই যেখানে ধর্ম বিভাজন নাই। শায়েখ আব্দুল্লাহ কে আমার কাছে যথেষ্ট সময় উপযোগী শ্রেষ্ঠ মানুষ মনে হয়েছে।
আমি বিশ্বাস করি এই রকম জনাব শায়েখ আব্দুল্লাহর মত আলেমকে বিএনপি,আওয়ামীলীগ, বা কোন রাজনীতির দল হেনস্থা করার ক্ষমতা নেই। তিনি মানবতার জন্য কাজ করছেন। তিনি শান্তিতে পদক পাওয়ার যোগ্য।
বর্তমানে জামায়াত আমীর কথা যথেষ্ট সুন্দর, জন কল্যাণ কাজ করবে বলে তারা আশ্বস্ত করেছেন। ইতিবাচক দিক উন্মোচিত হচ্ছে। ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে মানবতার জন্য নিজেকে উৎসর্গ করুন। আপনার চেষ্টা আপনার মঙ্গল ও জনগণের অধিকার নিশ্চিত হবে। মানুষ মানুষের জন্য। কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছেন পায় তাই বলে কী? কুকুরকে কামরানো মানুষের শোভা পায় ??
০১ লা সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৩৯
এম ডি মুসা বলেছেন: যে মানুষের বিপদ দেয় , আল্লাহ তার বিপদ বাড়িয়ে দেয়। বাড়াবাড়ির আরেক নাম জুলুম নির্যাতন, এই গুলো আল্লাহ ও পছন্দ করেন না।
২| ০১ লা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৪৩
মোহামমদ কামরুজজামান বলেছেন: ভাই, দেশের সেবা করব বলে, আমরা আছি (আইছি) দলে দলে। - আহা দেশ সেবা মানেই @ নিজের পকেট ভরা ।
তবে আমরা আশায় আছি - এবার হয়ত আমরা সত্যিকারের দেশ প্রেমিক তথা দেশ সেবকদের পেতে পারি, যারা নিজের আখের নয় - দেশ ও জনগনের কল্যাণে কাজ করবে।
০১ লা সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:১৬
এম ডি মুসা বলেছেন: তবে ভালো কাজ করতে হলে সবার আগে দলের লোকের সংস্কার। দলের আগাছা পরিষ্কার। না হয় পুরো দলকে তাদের কারণে ক্ষতিগ্রস্ত হয়।
৩| ০১ লা সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৩১
জ্যাক স্মিথ বলেছেন: দেশের সেবা আসলে কেউ করে না, সবাই মূলত ক্ষমতার প্র্যাকটিস করে। রাজনীতিবীদের কাছে সাধারণ মানুষের মূল্য একটি পিপিলিকার সমপরিমাণও না।
ক্ষমতা মানুষকে আমূল পরিবর্তন করে দেয়।
০১ লা সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৩৭
এম ডি মুসা বলেছেন: ঠিক ভাই ঠিক। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের এই দেশ। কোন অপরাধ কারীকে পছন্দ করি না। এছাড়া সকালে বাঙালি।
©somewhere in net ltd.
১| ০১ লা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:০৭
সেলিম আনোয়ার বলেছেন: বন্যা মানবসৃষ্ট দুর্ভাগ্য অথবা রাজনীতি ।