নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।
(নিউজ সুত্র)Channel 24।
সংবিধানের মূল চেতনার পরিপন্থী বেশিরভাগ সংশোধনী; পুনর্লিখনে গণপরিষদের তাগিদ
০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:০৫
এম ডি মুসা বলেছেন: গনতন্ত্র ক্ষমতা পেলে দলীয় তন্ত্র হয়ে যায় এটা সংস্কার কোন উপায় নেই??
২| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:২৫
নতুন বলেছেন: সময়ের সাথে সংবিধান পরিবর্তন করা যায়। যাতে দেশে দূনিতি বন্ধ হয়, রাজনিতিকদের জবাবদিহিতি থাকে, জনগনের জন্য শিক্ষা, চিকিতসা নিশ্চিত হয়, সমাজে বৈশম্য না থাকে, সবাই ন্যায় বিচার পায়।
০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:২৭
এম ডি মুসা বলেছেন: যদি দেশের এবং মানুষের মঙ্গল হয়। হোক।
৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৫৫
জুল ভার্ন বলেছেন: সংবিধান হতে হবে সময়োপযোগী।
৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:২৩
হাবিব ইমরান বলেছেন:
৫০ বছর আগের চেতনাকে পুঁজি করে দেশকে পিছিয়ে রাখা বোকামি। সংবিধান পরিবর্তন হোক। সংবিধান হবে আধুনিক, সময়োপযোগী। আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে আধুনিক সংবিধান হোক। দেশের উন্নয়নের ব্যাপারে কোন অলসতা নয়।
০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৪
এম ডি মুসা বলেছেন: যুক্তরাষ্ট্রের স্বাধীনতা অনেক পুরাতন এটা কি যুক্তরাষ্ট্রের জাতি স্বাধীনতা ভুলে গেছে। বাংলাদেশের জাতির মত নিজ দেশের ও জাতির বিরোধিতা করেছে এমন দৃষ্টান্ত পৃথিবীর কোথাও আর নেই। নিজের দেশের স্বাধীনতা বিরোধী শক্তি থাকে এটার মত নীচু বাক্য আর নেই। সংবিধান পুনলির্খনে জাতির কল্যাণ হোক। মুক্তিযুদ্ধের অস্বীকার করা মানে বাংলাদেশ কে অস্বীকার করা।
৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:০৩
হাবিব ইমরান বলেছেন:
লেখক বলেছেন: যুক্তরাষ্ট্রের স্বাধীনতা অনেক পুরাতন এটা কি যুক্তরাষ্ট্রের জাতি স্বাধীনতা ভুলে গেছে। বাংলাদেশের জাতির মত নিজ দেশের ও জাতির বিরোধিতা করেছে এমন দৃষ্টান্ত পৃথিবীর কোথাও আর নেই। নিজের দেশের স্বাধীনতা বিরোধী শক্তি থাকে এটার মত নীচু বাক্য আর নেই। সংবিধান পুনলির্খনে জাতির কল্যাণ হোক। মুক্তিযুদ্ধের অস্বীকার করা মানে বাংলাদেশ কে অস্বীকার করা।
- বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের সাথে মিলিয়ে যুক্তরাষ্ট্রকে অপমান করে দিলেন।
যুক্তরাষ্ট্রের মতো সভ্য হতে ১ লক্ষ বছর লাগবে। দয়া করে অন্য কোন দেশের উদাহরণ দেন।
আওয়ামী লীগ বিগত ১৬ বছরের ক্ষমতা দেখিয়েছে মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে। শেষ পর্যন্ত ৮৫% নাগরিক তাদের ঝেঁটিয়ে বিদায় করেছে। এইবার আপার মত বলেন ৮৫% জনগণ সব রাজাকার আর মুক্তিযুদ্ধের বিপক্ষের লোক।
সবজায়গায় মুক্তিযুদ্ধকে টেনে আনতেছেন কেন?
মুক্তিযুদ্ধ সম্মানের জায়গা। সেটাকে জনগণের উপর জোর করে চাপিয়ে দিচ্ছেন কেন? মুক্তিযুদ্ধের জন্য ভালোবাসা সবার মধ্যেই আছে।
নিজেকে একটু বেশিই আলাদা প্রমাণ করতে গেলেই সমস্যা।
©somewhere in net ltd.
১| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:৫৭
আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: বর্তমান আওয়ামী সংবিধানে বেশ কিছু বিষয় আছে যা মোটেও গণতান্ত্রিক নয়। অথচ সংবিধানের প্রথমেউ গণনতন্ত্রের কথা বলা হয়েছে। আসলেই সংবিধান সংশোধন করতে হবে।