নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।
মানুষে মানুষে দ্বন্দ্ব বিবেক পচার গন্ধ।
উল্কা ভেবে থেঁতো হয়ে,নাকের ডগায় ভাসে,
নির্দোষ হারায় ছন্দ ভালোকে বানায় মন্দ
অপরাধী পায় পাড় যেনো বাংলা ছাড় খার।
এই বাংলাদেশে জন্ম নিরুপায় কেন ধর্ম
যুদ্ধবাজের ছোবল শকুনি দুচোখ ধরে,
জালেম পাচ্ছে নিস্তার এমন সত্য বিস্তার
সন্ত্রাস নির্মূলে নেই নিজ দলে সাধু দেই।
প্রতিহিংসার শিকার কেমন আইনে সাধু
নির্দোষ লোক সর্বস্ব কেমন সাধুর মোড়?
দলীয় প্রভাব মুক্ত স্বাধীন বাংলা উন্মুক্ত
কবে হবে বাংলাদেশ কবে হবে তোর??
কিছু বিবেক জাগ্রত যেনো নোংরা ডাস্টবিন
কুত্তার মুখের লালা লেলিয়ে রেখেছে জাতে
বিষাক্ত লালায় ভিজে নিভে গেল জাতিগোষ্ঠী
যেভাবে নিভেছে যেনো যুগ যুগ হাতেনাতে।
ফ্যাসিবাদী কায়দায় মানুষ মারার খেলা,
একি হিংস্রতা বনের মানুষের মাঝে ধরে
মানুষ হয়ে জন্মালে মানুষ হয়না আরে...
©somewhere in net ltd.