নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানী লোকের কাছে প্রতিনিয়ত শিখছি। অজ্ঞের থেকে শেখার কিছু নেই। সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

সি আইডি নিযুক্ত করে দেশের নিরাপত্তা নিশ্চিত করেন।

০৪ ঠা অক্টোবর, ২০২৪ সকাল ৯:১৯


প্রতিটি গ্রাম থেকে শহরে গোপন সি আইডি নিযুক্ত করে দেওয়ার জন্য অনুরোধ করছি। এই গোপন তদন্ত সংস্থার সদস্য নিরপেক্ষভাবে কাজ করে যাবেন। কোথাও অন্যায় অবিচারের আলামত সংগ্রহ করবেন। ছদ্মবেশে থাকবেন, জন নিরাপত্তা নিশ্চিত করার জন্য। কোন দ্বন্দ্ব সংঘাত সৃষ্টি হওয়ার আগেই; আইনের আওতায় চলে যাবেন। এতে মানুষ অন্যায় কী! অবিচার করতে সাহস পাবে না। কোথায় দুর্নীতি হচ্ছে কোথায়, জোর জবরদস্তি হচ্ছে, কোথায় জুলুম হচ্ছে, সব সঠিক খবর সংগ্রহ করবেন। সাধারণ প্রান্তিক জনগোষ্ঠীর ভিতরে দ্বন্দ্ব সংঘাতেও অভিযুক্ত ব্যক্তি গ্রেফতার হবেন। বিচার বিভাগ স্বাধীন স্বচ্ছতা ফিরে আসবে। এই দেশ শান্তিপূর্ণ বাসযোগ্য হবে।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০২৪ সকাল ৯:৩৩

কামাল১৮ বলেছেন: এখানে কি ফেরেস্তা নিয়োগ দিবেন, চৌকিদার দাফাদার এই কাজটি করতে পারে এবং করছে।সিআইডি নিয়োগ দেয়া হয় বিশেষ কোন কাজে।পুলিশ যেখানে ব্যর্থ হয়।

০৪ ঠা অক্টোবর, ২০২৪ সকাল ১০:০৯

এম ডি মুসা বলেছেন: দেশটা এখন বিশেষ হয়েই গেছে।

২| ০৪ ঠা অক্টোবর, ২০২৪ সকাল ১০:১১

সোনাগাজী বলেছেন:




ভোলাতে কি ফ্রি ইলিশ মাছ পান?

০৪ ঠা অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:০৮

এম ডি মুসা বলেছেন: পাই

৩| ০৪ ঠা অক্টোবর, ২০২৪ সকাল ১০:২৬

সৈয়দ কুতুব বলেছেন: বাংলাদেশ মনে হয় না সঠিক পথে আর এগুতে পারবে। সেপ্টেম্বর মাসে ৩৩ টি গণপিটুনির ঘটনায় ২৭ জন মারা গেছে। এই ঘটনা আগে দেখা যায় নি।

৪| ০৪ ঠা অক্টোবর, ২০২৪ সকাল ১০:৫৬

প্রহররাজা বলেছেন: যারেই নিয়োগ দিবেন সেই ধান্দা খুজবে, সৎ থাকলে বাটে মারা পড়বে।

০৪ ঠা অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:০৯

এম ডি মুসা বলেছেন: স্বচ্ছতা খুঁজেছি

৫| ০৪ ঠা অক্টোবর, ২০২৪ বিকাল ৫:০৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: অতি উত্তম প্রস্তাব। তবে সেই সিআইডি সৎ হওয়া জরুরী। নতুবা ক্রিমিনাল ও সিআইডি ভাগাভাগি করে খাবে। তখন হবে-সিআইডি-ক্রিমিনাল ভাই ভাই জনগণের উপায় নাই।

৬| ০৪ ঠা অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:০৯

এম ডি মুসা বলেছেন: খেজুর খাচিয়া তাজা ইলিশ পাওয়া যায়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.