নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।
মাটির প্রদাহ থেকে বেরিয়ে এসেছে সৃষ্টির নৈপুণ্য,
ভেদ করে ফুটে ওঠে আবছায়া মূর্ত দূর্বল আকার,
কুঞ্জবন থেকে দ্রুম কোলাকুলি করে জীবন্ত উষসী
নীহার ছুঁয়েছে দূর্বার তরুণ প্রজন্মে সম্প্রতি শরীর।
মাটির গোড়ায় নেই বিরক্ত জুড়ান জাবনা অভাব
জলঘোলা নেই আর ক্লোরোফিল নিয়ে সংশয় দিবস,
সৃষ্টির জীবন্ত প্রাণ জেগেছে আবার আগামী আয়েন্দা
বাংলার প্রকৃতি ধরে মার্জিত শোভায় প্রীতির সরস।
স্নেহশীল স্বপ্নবোধ নিয়ে যায় দূরে বাঁচার সংগ্রামে
যৌবনে আঠারো ফিরে দ্রুম সম্পৃক্ততা স্বপ্নীল সুঠামে,
বীজকণা থেকে সৃষ্টি আগামীর শিশু কিশোর কিশোরী
বেড়ে উঠে ফুরফুরে মেজাজে ছড়ায় শাবকে কাঠামে।
২| ২৮ শে নভেম্বর, ২০২৪ রাত ১১:১৪
সৈয়দ কুতুব বলেছেন: খুব সুন্দর!
©somewhere in net ltd.
১| ২৮ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:১৭
এসো চিন্তা করি বলেছেন: সুন্দর লিখেছেন ভাই ❤️