![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।
আজকের বাস্তবতায় আমরা দেখতে পাচ্ছি, ইসরাইল তাদের জাতিকে রক্ষার জন্য ‘আয়রন ডোম’ নামক শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে, যা আকাশপথে হামলা প্রতিহত করতে সক্ষম। অথচ, মুসলিম বিশ্বে এমন কোনো উন্নত প্রযুক্তি ও প্রতিরক্ষা ব্যবস্থা নেই, যার ফলে গাজার মতো অঞ্চলে হাজার হাজার নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছে।
এটাই প্রমাণ করে, আমাদের—মুসলিম জাতির—জাগরণের সময় এসেছে। আমাদের নিজেদের নিরাপত্তার জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, বিজ্ঞানে বিপ্লব ঘটাতে হবে। শুধু আত্মরক্ষার জন্য নয়, জ্ঞানের প্রতিযোগিতায়ও আমাদের আমেরিকা ও পশ্চিমা বিশ্বকে ছাড়িয়ে যেতে হবে। আমাদের তরুণ প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তিতে পারদর্শী হতে হবে। এমন প্রতিরক্ষা প্রযুক্তি উদ্ভাবন করতে হবে, যা মুসলিম জাতিকে সুরক্ষা দিতে পারবে—যেমনটি ইসরাইল তার জাতিকে দিচ্ছে।
মুসলিম বিজ্ঞানীদের এগিয়ে আসতে হবে, চিন্তা করতে হবে, উদ্ভাবন করতে হবে, নেতৃত্ব দিতে হবে। একমাত্র জ্ঞানই পারে জাতিকে শক্তিশালী করতে। এখন সময় এসেছে মুসলিম বিশ্বে একটি বৈজ্ঞানিক জাগরণ ঘটানোর।
লাম্বা লাম্বা ওয়াজে আল্লাহর আরশ কাঁপিয়ে ফেলে। তাদের দেখছি না কেন ? একটু আরশ কাঁপিয়ে দেন। গাজাবাসীর উপর জুলুম । নাকি পাবলিক এর কাছে বীর সাজেন? খোদার কাছে বীর না । সেই সব ঈমানদার দের দেখছি না, যারা নিজেদের বড় দাবি করেন?’ আল্লাহ নাকি এসব কারণে মুখ ফিরিয়ে রাখছে। দয়া করে অনেক অহংকার করছেন তওবা করে খোদার কাছে বলেন, গাজাবাসীদের বাঁচাতে।
২| ০৭ ই এপ্রিল, ২০২৫ দুপুর ২:১৭
রাজীব নুর বলেছেন: সেই ৫৭০ সাল থেকেই মুসলিম জাতি ভালো নেই। এর কারন তাদের ধর্ম।
৩| ০৭ ই এপ্রিল, ২০২৫ দুপুর ২:৩১
রাসেল বলেছেন: হে আল্লাহ আমাদের আপনার উপর ভরসা করার জ্ঞান, সাহস দিন।
©somewhere in net ltd.
১|
০৭ ই এপ্রিল, ২০২৫ দুপুর ১২:৩১
অগ্নিবাবা বলেছেন: আপনি একটা পরামানিক বোম নিয়ে ঝাঁপায়ে পড়েন।