![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
☼ আল্লাহ তা'আলা সূরা মায়েদার ৫১ নং আয়াতে এরশাদ করেন,
হে মুমিনগণ ! তোমরা ইহুদী ও
খ্রীষ্টানদেরকে বন্ধু হিসেবে
গ্রহন কর না, তারা একে অপরের
বন্ধু, তোমাদের মধ্যে যে তাদের
সাথে বন্ধুত্ব করবে, সে তাদেরই
অন্তর্ভুক্ত | আল্লাহ জালেমদেরকে পথ প্রদর্শন করেন না |
↓
☼ অথচ আজকে আমাদের মধ্যে কেউ
সরাসরি ইহুদী খ্রীষ্টানদের
সাথে বন্ধুত্ব করছি,
আবার কেউ ইহুদী খ্রীষ্টানদের
পাতানো জালে পা দিয়ে তাদের সাথে
বন্ধুত্ব করছি, আজ যুব সমাজ
ধ্বংস হয়ে গেছে ইহুদী
খ্রীষ্টানদের ষড়যন্ত্র টিভি,
সিনেমা, ফিল্ম, নাটক, গান আরো অন্যান্য অশ্লীলতার শিকার হয়ে,
আসলে মুসলিম উম্মাহ কে ধ্বংস
করার জন্য এই সব অশ্লীলতা ইহুদী
খ্রীষ্টান, বেঈমানদের
ষড়যন্ত্র, কিন্তু আমরা তা
বুঝতেছি না, আল্লাহ সুবহানাহু
ওয়া তা'আলা অন্যত্র এরশাদ করেন,
হে নবী আপনি আপনার উম্মতদের
কে বলে দিন, তারা যেন আল্লাহ এবং
আপনি নবীকে অনুসরন করে,
কিন্তু এখন দেখা যাচ্ছে, আমরা
মুসলমান দাবি করি ঠিক, তবে
আল্লাহর হুকুম আল্লাহ এবং নবীকে
অনুসরন না করে, আল্লাহ এবং নবীর
দুশমন ইহুদী খ্রীষ্টান
বেঈমানদের অনুসরন করছি |
☼ আজ থেকে প্রায় এক হাজার বছর আগে খ্রীষ্টানদের সম্রাট ইসলামের অনেক বড় দুশমন
ফিলিপ অগাস্টাস বলে গেছে যে, সামনে
এমন এক সময় আসবে, যখন
মুসলমানরা নামে মাত্র
মুসলমা থাকবে, তারা কথা
বলবে আমাদের মূখে, তাদের চাল
চলন পোশাকাশ্ক আচার ব্যবহার
থাকবে আমাদের মত,
↓
☼ এখন সত্যই অগাস্টাসের কথার
অক্ষরে অক্ষরে প্রমাণ পাচ্ছি,
মুসলমানের ছেলে, দেখা হলো
আরেকজন মুসলমানের সাথে,
হায় ! হ্যালো ! হেয় !ইত্যাদি শব্দ দিয়ে
ইহুদী খ্রীষ্টানদের মত কথা
শুরু করে !! অথচ মুসলমান
হিসেবে তার উচিত ছিল, আসসালামু আলাইকুম বলে সালাম দিয়ে কথা
শুরু করা |
↓
☼ হে মুসলিম উম্মাহ !
সময় থাকতে সত্যের পথে ফিরে এস,
বেঈমানদের অনুসরন বাদ দিয়ে,
শান্তির দূত, বিস্ক্ব নবী হযরত
মুহাম্মদ মুছতাফা (সাঃ) এর
পথ অনুসরন করে পরকালের ধন
কামায় করার চেষ্টা কর,
অন্যথায় তোমাদের জন্য
জাহান্নামের এমন আগুন অপেক্ষা
করছে, যার জ্বালানী হবে মানুষ
এবং পাথর…
আল্লাহ আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন, আমীন
©somewhere in net ltd.