নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশী পুলা

সত্য বলতে কখনো ভয় পাই না আমার ফেইজবুকের ইউ আর এল http://www.facebook.com/asad.bd.927

বাংলাদেশী পুলা › বিস্তারিত পোস্টঃ

◘ ইসলামে এবং গণতন্ত্রে আইনেরউৎস ◘

০৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৭

◘ ইসলামে এবং গণতন্ত্রে আইনের



উৎস ◘







● ইসলামে আইনের উৎস হচ্ছে কোরআন



ও সুন্নাহ | আর গণতন্ত্রে আইনের



উৎস হচ্ছে মানুষের খেয়াল



খুশী |



● আল্লাহ তা'লা বলেছেন, আল্লাহ ছাড়া



আর কারো আইন বা বিধান দেয়ার



ক্ষমতা নেই | (সূরা ইউসূফ আয়াত নং



৪০ | সূরা কাসাস আয়াত নং ৬৯-৮৮) |



পক্ষান্তরে গণতান্ত্রিক ব্যবস্থা



বলছে পার্লামেন্টে বসে এম পি



সাহেবরা যেমন ইচ্ছে আইন বানাতে



পারেন |



● আল্লাহ তা'লা বলেছেন, আল্লাহ যা



অবতীর্ণ করেছেন, তদানুযায়ী



যারা বিচার ফায়সালা করে না,



তারাই কাফের ( সূরা মায়েদা আয়াত



নং ৪৪) আল্লাহ যা



অবতীর্ণ করেছেন, তদানুযায়ী



যারা বিচার ফায়সালা করে না,



তারাই জালেম (সূরা মায়েদা আয়াত নং



৪৫ )



আল্লাহ যা



অবতীর্ণ করেছেন, তদানুযায়ী



যারা বিচার ফায়সালা করে না,



তারাই ফাসেক ( সূরা মায়েদা আয়াত



নং ৪৭)



পক্ষান্তরে গণতান্ত্রিক ব্যবস্থা



বলছে, কোর্ট কাচারীতে আল্লাহর



বিচার ব্যবস্থা চলতে পারে না |









● আল্লাহ তা'লা বলছেন, আর যারা

পুনরায় সুদ নেয়, তারাই দোযখে

যাবে (সূরা বাকারা আয়াত নং ২৭৫)

একি আয়াতে এরশাদ হচ্ছে, আল্লাহ তা'লা ক্রয় বক্রয় বৈধ করেছেন, এবং সুদ হারাম করেছেন,

(সূরা বাকারা আয়াত নং ২৭৫)

পক্ষান্তরে ফেরাউন রুপী

গণতান্ত্রিক ব্যবস্থা বলছে,

অর্থনীতিতে সুদের লেনদেন চলবে |



● আল্লাহ তা'লা বলেছেন, তোমরা জেনার কাছেও যেও না,

(সূরা ইসরা আয়াত নং ৩২)

আর বর্তমান রাষ্ট্র ব্যবস্থা

সহশিক্ষা, ডিশ কালচার, নারী

ক্ষমতায়ন ইত্যাদি বিভিন্ন ফন্দির

মাধ্যমে জেনাকে প্রতিষ্ঠানিক

রুপ দেয়ার কাজ করছে |



● আল্লাহ তা'লা মহিলাদের হিজাব পরার

ব্যাপারে বলেছেন,

আর মুমিন নারীদেরকে বলুন,

তারা তাদের দৃষ্টিকে সংযত

রাখবে এবং তাদের লজ্জাস্থানের

হেফাজত করবে, আর যা সাধারণত

প্রকাশ পায় তা ছাড়া তাদের

সৌন্দর্য তারা প্রকাশ করবে না |

তারা যেন তাদের উড়না দিয়ে

বক্ষদেশকে আবৃত করে রাখে |

(সূরা নূর আয়াত নং ৩১)

পক্ষান্তরে গণতান্ত্রিক সরকাররা

দেশে দেশে মেয়েদের হিজাব পরার

ব্যাপারে নিরুৎসাহিত করছে,

কোথাও কোথাও বাঁধা সৃষ্টি

করছে, এবং অনেক দেশে হিজাব

নিষিদ্ধ পর্যন্ত করার দুঃসাহস

দেখিয়েছে |

● ইসলামের লক্ষ্য আত্মিক, পরকাল

এবং পার্থিব উন্নতি, আর

গণতন্ত্রের লক্ষ্য শুধু

ক্ষমতার রাজনীতি |

● ইসলামের শিক্ষা নিঃস্বার্থ

আত্মত্যাগ | আর গণতন্ত্রের

শিক্ষা ব্যক্তিস্বার্থ ভোগবাদ |

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২৪

এম আর ইকবাল বলেছেন:
বলুন তো র্বতমান স্ংকটে আল্লাহর দেওয়া ফয়সলা কি ?

২| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮

বাংলাদেশী পুলা বলেছেন: আমি শুধু বাংলাদেশ নিয়ে কথা বলছি না, বরং সার
বিশ্বের কথা বলছি, আমাদের এখন যার যত টুকু সম্বব
জিহাদের প্রস্তুতি নেওয়া জরুরী,
এবং জিহাদের প্রতি মুসলিম উম্মাহ কে উত্‍সাহিত করা,
কারণ বাংলাদেশে বর্তমান
যে সংকট চলতেছে, এটা সারা
জীবণ থকবে, চাই ক্ষমতায়
বিএনপি আসুক বা আওয়ামী লীগ আসুক, এবং যতক্ষন পর্যন্ত
আলাহর দেয়া বিধান কোর'আন কে
আমদের জীবণ ব্যবস্থা
হিসেবে গ্রহণ না করব

৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০২

বাংলাদেশী পুলা বলেছেন: ততক্ষন পর্যন্ত আমাদের কে এই সংকটের মধ্যে থাকতে হবে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.