![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জানালার ধারে একটু উঁকি দিয়ে
সহসা সন্ধ্যার অন্ধকারে ডুবে গেল সূর্যটা,
বিছানায় শুয়ে স্মৃতির খড়কুটো নেড়ে
কেটে যায় কিছুটা সময়।
ঝরাপাতার মর্মরে মনে হয়-
একদিন নির্জনে আমিও ঝরে যাবো
রাতের কোন এক নক্ষত্রের মতো।
কয়েক জোড়া চোখে ঝরবে জল কিছুদিন-
অতঃপর চোখের আঙিনার সকল কান্না
ধুয়ে যাবে বংশীর জলে।
সময়ের সুবাতাস ধীরে ধীরে
মুছে দিবে তাহাদের হৃদয়ের ক্ষত।
শুধু অসমাপ্ত পড়ে থাকবে কিছু কবিতা
আর কবিতার খাতা।
২| ০৯ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৫
আমি মিন্টু বলেছেন: বাহ অসাধারন লিখছেন ।
৩| ০৯ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৭
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: খুবই ভালো লাগলো । ধন্যবাদ কবি ।
©somewhere in net ltd.
১|
০৯ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১১
কল্লোল পথিক বলেছেন: ভাল লেগেছে
অনিঃশেষ শুভ কামনা জানবেন।