নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়াই এবং অবসরে কবিতা লেখার চেষ্টা করি।

মোঃ সফি উদ্দীন

মোঃ সফি উদ্দীন › বিস্তারিত পোস্টঃ

তিলোত্তমা বাংলা

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৫

তিলোত্তমা বাংলা,
যত সহজে তোমাতে কথা বলতে পারি,
কল্পনায় ভাসতে পারি, স্বপ্ন দেখতে পারি,
আর কোন ভাষায় তা’ পারি না।
যত সহজে বাতাসের সুগন্ধ অনুভব করতে পারি,
দেখতে পারি অবারিত সবুজ আর হলুদের সমারোহ,
বুঝতে পারি পদ্মা-মেঘনা-যমুনার অন্তঃসলীলা গান,
আর কোন ভাষায় তা’ পারি না।

তিলোত্তমা বাংলা,
যত সহজে ভালোবাসতে পারি,
পড়তে পারি রমণীর গভীর মৌনতা,
ছুঁইতে পারি বসন্ত মনের স্নিগ্ধতা,
গাইতে পারি হৃদয় নিংড়ানো কোন গান,
আর কোন ভাষায় তা’ পারি না।

তিলোত্তমা বাংলা,
যত সহজে তোমাতে দুঃখের কথা কইতে পারি,
ব্যথা বেদনার ভার কমাতে পারি,
শোকে সহজে কাঁদতে পারি,
যন্ত্রনায় চিৎকার করতে পারি,
আর কোন ভাষায় তা’ পারি না।

তিলোত্তমা বাংলা,
তুমি আছো বলেই
শিহরিত হই কোকিলের কুহুতানে,
মুখরিত হই আমের বনে বনে,
ভেসে বেড়াই বুড়ী বংশীর জলে;
তুমি আছো বলেই
মুগ্ধ হই জোনাকীর আলোয় অন্ধকারে,
রোমাঞ্চিত হই লক্ষীপেঁচার ডাকে।

তিলোত্তমা বাংলা,
তুমি আছো বলেই
ভালোলাগে কাশবনে কাশফুল,
বক বলাকার উড়ে চলা;
তুমি আছো বলেই
শীতে জর্জরিত ধূসর দেহে
কুয়াশা ঢাকা পৌষের ভোরে
একটু উষ্ণতা খুঁজে পাই।

তিলোত্তমা বাংলা,
তুমি আছো বলেই
নিজেকে প্রকাশ করতে পারি
ব্যথা-বেদনায়, আনন্দ-হাসিতে,
প্রাপ্তি-অপ্রাপ্তিতে, প্রেম-অপ্রেমে,
নিরলস প্রতীক্ষায় অথবা আজন্ম প্রতিজ্ঞায়।

তিলোত্তমা বাংলা,
তুমি আছো বলেই
আমি আজো আছি এই বাংলায়,
আমি থাকবো আমৃত্যু তোমার বর্ণমালায়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.