নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়াই এবং অবসরে কবিতা লেখার চেষ্টা করি।

মোঃ সফি উদ্দীন

মোঃ সফি উদ্দীন › বিস্তারিত পোস্টঃ

এর চেয়ে ঢের ভালো ঘরে ফেরা

০৬ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:২৯

আর কত লবণাক্ত পিচ্ছিল পথ,
অহরহ শৈত্য প্রবাহ,
হুল ফোটানো মন্দ বাতাসঃ
এসব তো আমার জন্য নয়,
হয়তো তোমার জন্যও নয়-
তবে কেন অস্থি মাংশ চামড়ায়
শুধু শুধু বয়সের ছাপ ফেলা?
এর চেয়ে ঢের ভালো ঘরে ফেরা।
আর কত ছিন্ন-ছেঁড়া আকাশ,
ন্যাড়া বন,বিপন্ন বিরূপ চাঁদ,
বরফবন্দী নদী অন্ধ জানালাঃ
এসব তো আমার জন্য নয়,
হয়তো তোমার জন্যও নয়-
তবে কেন স্বপ্নকে মেরে ফেলে-
শুধু শুধু জীবনন্মৃত বেঁচে থাকা?
এরচেয়ে ঢের ভালো ঘরে ফেরা।
আর কত নিরানন্দ জীবন,
বার, ক্যাসিনো, পাব,
মদের আড্ডা, যৌন নৃত্য, জুয়া-
এসব তো আমার জন্য নয়,
হয়তো তোমার জন্যও নয়-
তবে কেন শুধূ শুধু
আত্মাকে কুঁড়ে কুঁড়ে খাওয়া?
এর চেয়ে ঢের ভালো ঘরে ফেরা।
আর কত হৃদয়ে রক্ত ক্ষরণ,
কর্মহীন দিনক্ষয়, বিরূপ ভ্রূকুটি,
সূর্যের তাপদাহ, অরণ্যে রোদন-
এসব তো আমার জন্য নয়,
হয়তো তোমার জন্যও নয়;
তবে কেন শুধু শুধু
উদ্দেশ্যবিহীন পথ চলা?
এর চেয়ে ঢের ভালো ঘরে ফেরা।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:৩৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অনেক সুন্দর! +++

০৭ ই আগস্ট, ২০১৬ রাত ১:২৩

মোঃ সফি উদ্দীন বলেছেন: ধন্যবাদ।

২| ০৬ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:৫৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লেগেছে।

০৭ ই আগস্ট, ২০১৬ রাত ১:২৫

মোঃ সফি উদ্দীন বলেছেন: অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.