![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিপ্রা,
তুমি চাইলে-
আমি মন্ত্রীসভার রীতিনীতি উপেক্ষা করতে পারি।
তুমি চাইলে-
আমি প্রধানমন্ত্রীর সাক্ষাত প্রত্যাখান করতে পারি।
শিপ্রা,
তুমি চাইলে-
আমি স্বর্গের সব জানালা নির্দ্বিধায় ভাঙতে পারি।
তুমি চাইলে-
আমি জাহান্নামে অসংখ্য গোলাপ ফোটাতে পারি।
শিপ্রা,
তুমি চাইলে-
আমি আমেরিকার ভিসা ছুঁড়ে ফেলতে পারি।
তুমি চাইলে-
আমি তোমার করুণ দু'চোখে স্বপ্ন হতে পারি।
শিপ্রা,
তুমি চাইলে-
আমি তোমার উর্বর দেহে দুর্বার নদী হতে পারি।
তুমি চাইলে-
আমি তোমার বুকে নক্ষত্রের চাষ করতে পারি।
©somewhere in net ltd.
১|
১৩ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:২৫
কানিজ রিনা বলেছেন: শিপ্রারতো কিছু চাওয়া ছিলনা। শুধু বিশ্বাস
টুকু তবুও কতশত বিশ্বাস ভাঙা নিয়ে আবার
ছলনায় ভুলত। শেষ অবধি আগ্নেয় গীরির
অগ্নুৎ পাতেনীপতিত হল।