![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উৎসর্গঃ জীবনানন্দ দাশ
নক্ষত্রের চোখে আছো আজো
হে নৈশব্দের কবি, আবার জাগো
এই বাংলায় পৌষের কুয়াশা সরায়ে
বনলতা সেনের বীজমন্ত্র বুকে লয়ে।
চিলের সোনালি ডানায় উড়ে
চলে গেছ দূরে অনেক দূরে
আকাশের উপরে আকাশলীনার নীড়ে;
ফিরে এসো কবি কার্তিকের ভোরে
এই বাংলায় ধানসিড়িটির তীরে
বুনো হাঁস আর বকেদের ভীড়ে।
সুদর্শন আজো উড়িতেছে গোধূলি সন্ধ্যায়,
হিজলের পাতা আজো ঝরিতেছে হায়
অন্ধকারে নির্জন পথের বাঁকে
লক্ষীপেঁচা ঝিঁঝির করুন ডাকে;
ফিরে এসো কবি শিশিরের গানে
এই বাংলায় ঘাসের নিবেদিত প্রাণে।
জাম-বট-ডুমুরের নিরব হৃদয়
খুঁজে তোমার কবিতা চিত্ররূপময়,
ফিরে এসো কবি শঙ্খচিল শালিখের বেশে
বাংলার মাঠ-ঘাট-নদী ভালোবেসে।
০১ লা জুন, ২০১৭ সকাল ৭:৪০
মোঃ সফি উদ্দীন বলেছেন: ধন্যবাদ।
২| ২৮ শে মে, ২০১৭ রাত ১০:১৪
শাহরিয়ার কবীর বলেছেন:
খুব সুন্দর কবিতা +++
০১ লা জুন, ২০১৭ সকাল ৭:৪১
মোঃ সফি উদ্দীন বলেছেন: অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৮ শে মে, ২০১৭ রাত ১০:০৬
ধ্রুবক আলো বলেছেন: ফিরে এসো কবি আবার..
খুব সুন্দর লিখেছেন ++