![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক নক্ষত্র ঝরে যায় পৃথিবীর উপত্যকায়,
অনেক মেঘ মরে যায় আকাশের শূন্যতায়;
বুকের গভীরে বাজে শুধু করুন বাঁশি,
কখনো হলো না বলা তাকে 'ভালোবাসি'।
পথ চলতে চলতে নদীও হয় ক্লান্ত,
কচুরিপানার ভীড়ে জলের গান তাই পরিশ্রান্ত;
কপোলের টোলে আর হাসে না হাসি,
কখনো হলো না বলা তাকে 'ভালোবাসি'।
বলাকার পালকে হারায় বিকেলের ব্যথিত রোদ,
পাঁজরে পাঁজরে বয়স নিয়েছে নিষ্ঠুর শোধ;
নির্জনে একা একা বসে আজ হতাশায় ভাসি,
কখনো হলো না বলা তাকে 'ভালোবাসি'।
সুদর্শন নিয়ে যায় সন্ধ্যার সকল সময়,
সাধের এ জীবন পৃথিবীর পথে হয় ক্ষয়;
চোখের কোলে স্বপ্ন ভাঙে দুরন্ত বানভাসি,
কখনো হলো না বলা তাকে 'ভালোবাসি'।
জ্যোৎস্নায় কাঁদে শিশির ঝরা পাতার গানে,
এ মন উচাটন হারায় জোনাকির প্রাণে;
শরীরের ভাঁজে ভাঁজে ধূসর অন্ধকার সর্বগ্রাসি,
কখনো হলো না বলা তাকে 'ভালোবাসি'।
১১ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:২৪
মোঃ সফি উদ্দীন বলেছেন: Yes.
২| ১১ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৪৩
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
১১ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৪৯
মোঃ সফি উদ্দীন বলেছেন: Thanks.
৩| ১১ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:০৩
এ.এস বাশার বলেছেন: অসাধারন কবিতা..... লাইকও দিয়েছি....
নিমন্ত্রণ রইলো
1. আত্ম কথন (কবিতা)
2. আনমনে পিছু ফেরার টান
3. বেহায়া মন
4. কল্পনা ও বাস্তবতার মাঝে!
৪| ১১ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:১২
বিজন রয় বলেছেন: বাংলায় উত্তর দিলে খুশি হতাম।
আপনার লেখায় জীবনানন্দের আবেশ আছে, সেজন্য জিজ্ঞেস করেছিলাম।
আরো লিখুন।
শুভকামনা রইল।
৫| ১১ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৩৩
জুনায়েদ বি রাহমান বলেছেন: ভালো লেগেছে।
৬| ১১ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতায় খুব ভাল লেগেছে! বেশ পরিনত লেখা!
৭| ১১ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১২
চাঙ্কু বলেছেন: আহারে! আফসুস!
©somewhere in net ltd.
১|
১১ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:১২
বিজন রয় বলেছেন: আপনার লেখা?