![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি পথহারা পথিক...পথে পথে ঘুরে বেড়াই, পথের নেশায়....লোকের কথা শুনি, কখনো কখনো বলার চেষ্টাও করি। আমার কথা সবার ভাল লাগবে এমনটা আশা করি না। আমি বিশ্বাস করি, যে পথের নেশায় পথে পথে ঘুরে বেড়াই, সেই পথের দেখা আমি পাবই........
শান্ত সকাল অথবা রোদেলা দুপুর,
ছোট্ট জলা অথবা দীঘল পুকুর।
একটা কিছু তো চাই, ঠিক তোমার মত,
বিলিয়ে দেব হৃদয়ের ভালবাসা আছে যত।
০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫১
পথহারা সৈকত বলেছেন: কত লম্বা করতে হইব ?
কত আরও চাই?
ভাব আমার শেষ হয়েছ,
ভাব কোথা পাই।
[বি:দ্র: ভাবের সল্পতা জনিত কারনে লেখক ( ) ক্ষমাপ্রার্থী ]
২| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৪
পরিবেশ বন্ধু বলেছেন: হৃদয়ে এত ভালবাসা
০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০০
পথহারা সৈকত বলেছেন: হৃদয় ভরা ভালবাসা,
তবুও মেটেনা পিপাসা।
৩| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৯
মেঝদা৬১ বলেছেন: ছোট্ট হলে ভাল লেগেছে। ধন্যবাদ
০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৪
পথহারা সৈকত বলেছেন:
৪| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪০
রাইসুল নয়ন বলেছেন: এডিট করে আর একটু বাড়ানোর অনুরোধ রইলো ।।
যদি করেন তবে দাওয়াত পাবো আশা রাখছি ।
অপেক্ষায় থাকলাম কবি ।।
শুভ কামনা রইলো ।।
০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১১
পথহারা সৈকত বলেছেন: পথহার সৈকত একটা কবি,
তেলাপোকা্ ও একটা পাখি।
এত সন্মান দিলা বন্ধু,
হৃদয় মন্দিরে কোথায় তোমায় রাখি?
৫| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৩
রাইসুল নয়ন বলেছেন: যেথায় খুশী সেথায় রাখো !
মন্দিরে ঠাই না পাই,
ধুলোয় রাখো ।
তবুও বন্ধু-
কোথাও তো রাখো !!
০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৬
পথহারা সৈকত বলেছেন: কলিজার মধ্যে বাধি রাইখুম তোমারে....!
সীনার লগে গাথী রাইখুম তোমারে........!!
৬| ১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৮
রাইসুল নয়ন বলেছেন: ভাবলাম অনুরোধ রাখবেন !!
কিন্তু পাত্তাই দিলেন না !!
আবার বন্ধু বলেও ডাকেন?
বন্ধু হলে হয়তো পাত্তা পেতাম !!
ভালো থাকুন ।।
১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৯
পথহারা সৈকত বলেছেন:
বন্ধু তুমি ভাল থেক,
যেমন ইচ্ছা কবিতা লিখ।
©somewhere in net ltd.
১|
০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩২
লাবনী আক্তার বলেছেন: আর একটু লম্বা হলে ভালো লাগত আরও।