| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পথহারা সৈকত
আমি পথহারা পথিক...পথে পথে ঘুরে বেড়াই, পথের নেশায়....লোকের কথা শুনি, কখনো কখনো বলার চেষ্টাও করি। আমার কথা সবার ভাল লাগবে এমনটা আশা করি না। আমি বিশ্বাস করি, যে পথের নেশায় পথে পথে ঘুরে বেড়াই, সেই পথের দেখা আমি পাবই........
ছিলাম একা, থাকব একা,
মিছে কেন শুধু স্বপ্ন দেখা?
আমার স্বপ্ন গুলি কেন আমার নয়?
পৃথীবি কেন নাট্যশালা?
কেন সব কিছুতেই অভিনয়?
স্বপ্ন আর দেখব কত?
স্বপ্নের নাই শেষ।
ঘুমেই থাকি আর জেগেই থাকি
এই তো আছি বেশ।
১৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫২
পথহারা সৈকত বলেছেন:
নাম তার লাবনী আক্তার,
পেশা হয়তবা দাঁতের ডাক্তার।
ব্লগের পাতায় পুরাতন কবি,
স্বপ্ন দেখা তাহার হবি।
[ উৎসর্গ: মহাকবি
লাবনী আক্তারকে
]
২|
১৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৯
ফারজানা শিরিন বলেছেন: হু শেষ নাই !
১৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০১
পথহারা সৈকত বলেছেন: হু আমার মতই অন্তহীন............শুরু আছে শেষ নাই।
৩|
১৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৩
কান্ডারি অথর্ব বলেছেন:
এত প্রশ্নের উত্তর কে দেবে ?
১৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৯
পথহারা সৈকত বলেছেন: কেন
? উনি দেবেন।
কিন্তু সমস্যা হল উনি আমার ব্লগ পড়েন না।
৪|
১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৮
রাইসুল নয়ন বলেছেন: ঘুমেই থাকি আর জগেই থাকি
আশা করি অন্যভাবে নিবেন না, চোখে পড়লো তাই !!
আবেগি লেখায় +++
ভালো থাকুন কবি ।।
৫|
১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৪
পথহারা সৈকত বলেছেন: @রাইসুল নয়ন
ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২২
লাবনী আক্তার বলেছেন: স্বপ্নের আসলেই শেষ নেই। স্বপ্ন আছে বলেই আমরা বেঁচে আছি।