নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পথের মাঝে খুজে পাবে আসল ঠিকানা...

আমি পথহারা পথিক...পথে পথে ঘুরে বেড়াই, পথের নেশায়....লোকের কথা শুনি, কখনো কখনো বলার চেষ্টাও করি। আমার কথা সবার ভাল লাগবে এমনটা আশা করি না। আমি বিশ্বাস করি, যে পথের নেশায় পথে পথে ঘুরে বেড়াই, সেই পথের দেখা আমি পাবই........

পথহারা সৈকত

আমি পথহারা পথিক...পথে পথে ঘুরে বেড়াই, পথের নেশায়....লোকের কথা শুনি, কখনো কখনো বলার চেষ্টাও করি। আমার কথা সবার ভাল লাগবে এমনটা আশা করি না। আমি বিশ্বাস করি, যে পথের নেশায় পথে পথে ঘুরে বেড়াই, সেই পথের দেখা আমি পাবই........

পথহারা সৈকত › বিস্তারিত পোস্টঃ

"গ্রাফিক্যাল ভালবাসা" চিনে নিন আপনার ভালবাসার প্রকার। [ বি:দ্রঃ জ্যামিতির জ্ঞান না থাকলে পোষ্টে ঢুকার দরকার নাই। ]

২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১০

এই থিওরি কিন্তু আমার কোন মৌলিক আবিস্কার নয়। এটা মূলত লাভ গুরু খ্যাত Robert Sternberg এর। আমি শুধু মাত্র তার থিওরি টা বাংলায় উপস্থাপন করলাম।

এই থিওরি অনুসারে তিনি ৭ প্রকার ভালবাসার কথা বলেছেন এবং এই প্রকার ভেদের ভিত্তি হিসাবে নিয়েছেন ৩ টি বিষয় কে, বিষয় গুলি হল

০১. অন্তরঙ্গতা।

০২. আবেগ।

০৩. অঙ্গীকার।

আসুন চিত্রের দিকে মনযোগ দেই এবং ৭ প্রকার ভালবাসা অবলোকন করি এবং সেই সাথে নিজেদের ভালবাসার প্রকারটা ও নির্নয় করি। চিত্রঃ



০১. পচ্ছন্দের ভালবাসাঃ





০২. প্রমত্তা ভালবাসাঃ





০৩. শূন্যগর্ভ ভালবাসাঃ





০৪. আবেগপ্রবণ ভালবাসাঃ





০৫. সহচারী ভালবাসাঃ





০৬. জড়বুদ্ধি ভালবাসাঃ







০৭. সুসম্পূর্ণ ভালবাসাঃ





এক নজরে সব ধরনের ভালবাসাঃ







আপনার ভালবাসার প্রকার নির্নয় করতে ভুলে ও আপনার বয়ফ্রেন্ড/ গার্লফ্রেন্ডের মতামত নিতে যাবেন না, এতে ভুল বুঝা-বুঝির অবতারনা হতে পারে যার জন্য আমাকে কোন ভাবেই দায়ী করা যাবে না। তো......বন্ধুরা এখন ঝটপট বলে ফেল কার ভালবাসা কোন গ্রুপে.....?





[বি:দ্রঃ আমার গার্লফ্রেন্ড নাই ,তাই ভালবাসার কোন গ্রুপ নাই।]







মন্তব্য ২৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৬

রসিক বাঙ্গাল বলেছেন: বুঝলাম, ভালবাসা হইলো একটা মুরগির ডিম... একটা তিনকোণা বাক্সের মইধ্যে ঘুইরা বাড়ায় :D

২৪ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২০

পথহারা সৈকত বলেছেন: ভালবাসা হইলো একটা মুরগির ডিম... একটা তিনকোণা বাক্সের মইধ্যে ঘুইরা বাড়ায় ?............... X( X( অন্নে ডাহা ফেল মারছেন..... :D

বি:দ্রঃ জ্যামিতির জ্ঞান না থাকলে পোষ্টে ঢুকার দরকার নাই।

২| ২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৮

তামজিদা সুলতানা বলেছেন: রসিক বাঙ্গাল বলেছেন: বুঝলাম, ভালবাসা হইলো একটা মুরগির ডিম... একটা তিনকোণা বাক্সের মইধ্যে ঘুইরা বাড়ায় :D

২৪ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২০

পথহারা সৈকত বলেছেন: ভালবাসা হইলো একটা মুরগির ডিম... একটা তিনকোণা বাক্সের মইধ্যে ঘুইরা বাড়ায় ?............... X( X( অন্নে ডাহা ফেল মারছেন..... :D

বি:দ্রঃ জ্যামিতির জ্ঞান না থাকলে পোষ্টে ঢুকার দরকার নাই।

৩| ২৪ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪

স্পাইসিস্পাই001 বলেছেন: আমারতো সবগুলা কমন পড়ছে..... আমার কি হপে....;)/:);)

ভাল লাগলো .....ধন্যবাদ....

২৪ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০২

পথহারা সৈকত বলেছেন:


আহেন ভাই আন্নের চাঁন মুখ খান একবারেরলাই দেখতাম চাই তার লগে লগে দোয়া নিবার চাঁই। অ্যার একগা কমন পরে না , তেন্যার নাহি সবটা কমন পড়ে !!

৪| ২৪ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৪

ইখতামিন বলেছেন: চমৎকার বিশ্লেষণ
+++++++++++++++ =p~ =p~ =p~

২৪ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৪

পথহারা সৈকত বলেছেন: চমৎকার মন্তব্য :D :D

৫| ২৪ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

*কুনোব্যাঙ* বলেছেন: তামজিদা সুলতানা বলেছেন: রসিক বাঙ্গাল বলেছেন: বুঝলাম, ভালবাসা হইলো একটা মুরগির ডিম... একটা তিনকোণা বাক্সের মইধ্যে ঘুইরা বাড়ায় :D

২৪ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

পথহারা সৈকত বলেছেন:

ভালবাসা হইলো একটা মুরগির ডিম... একটা তিনকোণা বাক্সের মইধ্যে ঘুইরা বাড়ায় X( X( ?............... অন্নে ডাহা ফেল মারছেন..... :D :D



বি:দ্রঃ জ্যামিতির জ্ঞান না থাকলে পোষ্টে ঢুকার দরকার নাই।

৬| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা হা, ভালোবাসা আপাতত কাল্পনিকই থাকুক। তারপর না হয় জ্যামিতিক বিশ্লেষনে যাব। :)

২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:২৯

পথহারা সৈকত বলেছেন: ভালবাসা কাল্পনিক ছিল, আছে এবং থাকবে.........আর বর্তমানে জ্যামিতিক বিশ্লেষনের অপচেষ্টা চলছে মাত্র। :D

৭| ২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৩

নক্ষত্রহৃদয় বলেছেন: চরম হইসে

২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৩

পথহারা সৈকত বলেছেন:

নক্ষত্রহৃদয় বলেছেন: চরম হইসে :)

কিন্তু আমি গরম হইছি। X( X( X( X( X( X(



[ বি:দ্র: ভাইজান আন্নে কি নিত্যদিনের দালাল.......? ]

৮| ২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৬

অস্থির ভদ্রলোক বলেছেন: ভাই জ্যামিতিকময় পোষ্ট। ভালো লাগলো।

২৫ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

পথহারা সৈকত বলেছেন: জ্যামিতিক ভালবাসা? :D :D

৯| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৭

রাইসুল নয়ন বলেছেন: ভালোবাসায় জ্যামিতিক কিছু নেই !

ভালোবাসা এক প্রকার---------

১। প্রকৃত ভালোবাসা ।

এটা বাদে যা আছে তার কোনটাকেই ভালোবাসা বলা ঠিক নয় ।

আর ভালোবাসা শুধু বদফ্রেন্দ/গাতফ্রেন্দ এর মধ্যে সীমাবদ্ধ না,
ভালোবাসা সার্বজনীন এবং ধ্রুব ।

আঁতেল ভাবতেছেন ! :) :)

আমার যা মনে হল তাই লিখলাম ,
অনেকদিন আপনার দেখা নেই, তাই আসলাম ।

৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০০

পথহারা সৈকত বলেছেন: রাইসুল নয়ন বলেছেন:আঁতেল ভাবতেছেন ! :D :D

মনের কথা কইছেন ভাইজান, এই লন ++++++++++++

১০| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৪

একজন ঘূণপোকা বলেছেন: *কুনোব্যাঙ* বলেছেন: তামজিদা সুলতানা বলেছেন: রসিক বাঙ্গাল বলেছেন: বুঝলাম, ভালবাসা হইলো একটা মুরগির ডিম... একটা তিনকোণা বাক্সের মইধ্যে ঘুইরা বাড়ায় :D :D

৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০২

পথহারা সৈকত বলেছেন: লেখক বলেছেন: ভালবাসা হইলো একটা মুরগির ডিম... একটা তিনকোণা বাক্সের মইধ্যে ঘুইরা বাড়ায় ?.............. X(( X(( . অন্নে ডাহা ফেল মারছেন..... :D :D

বি:দ্রঃ জ্যামিতির জ্ঞান না থাকলে পোষ্টে ঢুকার দরকার নাই। :P :P

১১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

মইন বলেছেন: একজন ঘূণপোকা বলেছেন: *কুনোব্যাঙ* বলেছেন: তামজিদা সুলতানা বলেছেন: রসিক বাঙ্গাল বলেছেন: বুঝলাম, ভালবাসা হইলো একটা মুরগির ডিম... একটা তিনকোণা বাক্সের মইধ্যে ঘুইরা বাড়ায় :D :D

ডিম ভাজি খাইবাম।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৩

পথহারা সৈকত বলেছেন: ডিম ভাজি খাইবাম। :D :D :D :D :D

১২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০০

কান্ডারি অথর্ব বলেছেন:
মইন বলেছেন: একজন ঘূণপোকা বলেছেন: *কুনোব্যাঙ* বলেছেন: তামজিদা সুলতানা বলেছেন: রসিক বাঙ্গাল বলেছেন: বুঝলাম, ভালবাসা হইলো একটা মুরগির ডিম... একটা তিনকোণা বাক্সের মইধ্যে ঘুইরা বাড়ায় :D :D

ডিম ভাজি খাইবাম।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৯

পথহারা সৈকত বলেছেন: আমারে ও দেওয়া লাকপে..........হুম......!!! :(

১৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০২

ইকরাম বাপ্পী বলেছেন: ওরে মারা খাইলাম তো...... দেখা করতে গেলে এখন মনে হচ্ছে জ্যামিতি বক্স সাথে কইরা লইয়া যাইতে হইবেক.........

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৮

পথহারা সৈকত বলেছেন: আমারে ও দেওয়া লাকপে..........হুম......!!! :(( :(( :((

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.