নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পথের মাঝে খুজে পাবে আসল ঠিকানা...

আমি পথহারা পথিক...পথে পথে ঘুরে বেড়াই, পথের নেশায়....লোকের কথা শুনি, কখনো কখনো বলার চেষ্টাও করি। আমার কথা সবার ভাল লাগবে এমনটা আশা করি না। আমি বিশ্বাস করি, যে পথের নেশায় পথে পথে ঘুরে বেড়াই, সেই পথের দেখা আমি পাবই........

পথহারা সৈকত

আমি পথহারা পথিক...পথে পথে ঘুরে বেড়াই, পথের নেশায়....লোকের কথা শুনি, কখনো কখনো বলার চেষ্টাও করি। আমার কথা সবার ভাল লাগবে এমনটা আশা করি না। আমি বিশ্বাস করি, যে পথের নেশায় পথে পথে ঘুরে বেড়াই, সেই পথের দেখা আমি পাবই........

পথহারা সৈকত › বিস্তারিত পোস্টঃ

সংহতি জানাতে গিয়ে সিলেটে সুরঞ্জিত লাঞ্চিত ;)

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৩

কেন্দ্রীয় শহীদ মিনারে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবির আন্দোলনে সংহতি প্রকাশ করতে এসে জুতা প্রদর্শনের শিকার হলেন দফতরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্ত।



রাবিবার রাত নয়টার দিকে তিনি সংহতি প্রকাশ করতে এলে জনতা তাকে জুতা প্রদর্শন করে। এ সময় জনতা ‘কালো বিড়াল, কালো বিড়াল’-বলে স্লোগান তুললে মন্ত্রী দ্রুত স্থান ত্যাগ করতে বাধ্য হন।



প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সোয়া নয়টায় যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনরতদের সংহতি জানাতে আসেন সুরঞ্জিত। তিনি বেশ কিছু সময় সড়কে দাঁড়িয়ে থাকলেও আন্দোলনরতরা তাকে সম্মান প্রদর্শন করেননি এমনকি কথা বলতেও দেননি।



তবে দু-তিন মিনিট পর উপস্থাপক মাইকে মন্ত্রী আগমন ও সংহতি কথা জানালে জনতা উত্তেজিত হয়ে উঠে। এসময় তারা ‘কালো বিড়াল, কালো বিড়াল’ বলে স্লোগান তোলে ও জুতা প্রদর্শন করে।



একপর্যায়ে মন্ত্রী আন্দোলনরতদের কাছ থেকে দ্রুত সরে যেতে বাধ্য হন



তথ্য সুত্র: রাইজিংবিডি২৪.কম

মন্তব্য ২০ টি রেটিং +৫/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৯

ফারযানা বলেছেন: লাকী লান্চিত - শাহবাগ ভিডিও

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২২

পথহারা সৈকত বলেছেন: :D :D

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২০

খুব সাধারন একজন বলেছেন: রাজনৈতিক নেতাদের এই আন্দোলনে স্থান নাই।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২১

পথহারা সৈকত বলেছেন:


রাজনৈতিক নেতাদের এই আন্দোলনে স্থান নাই।
রাজনৈতিক নেতাদের এই আন্দোলনে স্থান নাই।
রাজনৈতিক নেতাদের এই আন্দোলনে স্থান নাই।
রাজনৈতিক নেতাদের এই আন্দোলনে স্থান নাই।
রাজনৈতিক নেতাদের এই আন্দোলনে স্থান নাই।
রাজনৈতিক নেতাদের এই আন্দোলনে স্থান নাই।
রাজনৈতিক নেতাদের এই আন্দোলনে স্থান নাই।
X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X((

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২১

খুব সাধারন একজন বলেছেন: ফারযানা,
একটা দুইটা লিঙ্ক দেন।
সব পুস্টে না।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৩

পথহারা সৈকত বলেছেন: খুব সাধারন একজন বলেছেন: ফারযানা,
একটা দুইটা লিঙ্ক দেন।
সব পুস্টে না।

৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৯

ওয়াচডগ৫৭ বলেছেন: চোর আর রাজাকার
এক মার পেটের খালাতো ভাই...

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৪

পথহারা সৈকত বলেছেন: ওয়াচডগ৫৭ বলেছেন: চোর আর রাজাকার
এক মার পেটের খালাতো ভাই... =p~ =p~ =p~

৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৯

িশশু দর্পন বলেছেন: শালার লজ্জা নাই মোটে ও ।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৬

পথহারা সৈকত বলেছেন: চোর+সুরঞ্জিত = চোরঞ্জিত :P

৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩১

...ধরলা পারের ছেলে বলেছেন: তৃতীয় শক্তির উত্থান খুব কাছে। আর আমার ইচ্ছে ঐটাই।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৭

পথহারা সৈকত বলেছেন: ...ধরলা পারের ছেলে বলেছেন: তৃতীয় শক্তির উত্থান খুব কাছে। আর আমার ইচ্ছে ঐটাই। :D

৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪২

ক্যাতক্যাতা বলেছেন: চোরঞ্জিত = চুরি কৈরা ধরা পড়ার পরেও যার হয় জিত।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৭

পথহারা সৈকত বলেছেন: ক্যাতক্যাতা বলেছেন: চোরঞ্জিত = চুরি কৈরা ধরা পড়ার পরেও যার হয় জিত। =p~ =p~ =p~ =p~ =p~ =p~

হারলে ও জিৎ
জিতলে ও জিৎ
চোরঞ্জিত ! চোরঞ্জিত !! চোরঞ্জিত!!!

৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৯

খুব সাধারন একজন বলেছেন: লাঞ্চিত মানে কী?

তিনি ওইখানে লাঞ্চ করেছেন?

ঝাতি ঝান্তে চায়।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫১

পথহারা সৈকত বলেছেন: ???????:( :(

৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০০

কেএসরথি বলেছেন: রাজাকারের ফাসি চাই! কোন দল/লীগ/জাশি এটাকে নিজের সম্পত্তি বানাইলে, কুপায়ে ফালামু।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৯

পথহারা সৈকত বলেছেন: কুপা সামছু কুপা.......

১০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৫

হাবিব০৪২০০২ বলেছেন: খুব সাধারন একজন বলেছেন: লাঞ্চিত মানে কী?

তিনি ওইখানে লাঞ্চ করেছেন?

ঝাতি ঝান্তে চায়।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৮

পথহারা সৈকত বলেছেন: লাঞ্চইতে লাঞ্চইতে আচ্ছাদিত = লাঞ্চিত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.