![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি পথহারা পথিক...পথে পথে ঘুরে বেড়াই, পথের নেশায়....লোকের কথা শুনি, কখনো কখনো বলার চেষ্টাও করি। আমার কথা সবার ভাল লাগবে এমনটা আশা করি না। আমি বিশ্বাস করি, যে পথের নেশায় পথে পথে ঘুরে বেড়াই, সেই পথের দেখা আমি পাবই........
একাত্তরের ঘৃণ্য ঘাতক যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ সাজা ও গণহত্যায় জড়িত সংগঠন জামায়াত-শিবির নিষিদ্ধ করার দাবিতে শাহবাগে গড়ে উঠা আন্দোলনের নেত্রী মুক্তিযোদ্ধার সন্তান লাকীর উপর হামলার নিন্দা ও প্রতিবা জানিয়েছে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’। সোমবার এক প্রতিবাদলিপিতে বলা হয়, যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে রাজধানীর শাহবাগে প্রগতিশীল ছাত্র জনতার যে জাগরন সৃষ্টি হয়েছে সেখানে প্রথম দিন থেকে মুক্তিযোদ্ধার সন্তানরা একাত্মতা প্রকাশ করেছেন। সেই আন্দোলনের শুরু থেকে স্লোগানের যাদুতে সকল মুক্তিকামী মানুষকে উদ্বুদ্ধ করছে সেই অগ্নিকন্যা খ্যাত লাকীও একজন মুক্তিযোদ্ধার সন্তান। লাকীর উপর হামলার ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করার দাবি জানানো হয়।
বিবৃতিতে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ এর কেন্দ্রীয় সভাপতি সাজ্জাদ হোসেন, প্রেসিডিয়াম সদস্য ড. কাজী সাইফুদ্দীন, হামীম আহমেদ চৌধুরী তুহিন, জোবায়দা হক অজন্তা, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শাহীন, সাংগঠনিক সম্পাদক কাফি আমান, সহ-সভাপতি শফিউল বারী রানা, যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ-উল আমীন শিমুল, দপ্তর সম্পাদক আহমদ রাসেল ও কেন্দ্রীয় নেতা আবু তাহের।
তথ্য সুত্র: রাইজিংবিডি২৪.কম
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩০
পথহারা সৈকত বলেছেন: বিচার চাই ।বিচার চাই ।বিচার চাই ।
২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৩
মনোপোল বলেছেন: লাকি তো প্রতীকী, এটাতো বোধ হয় আমাদের চেতনার উপর আঘাত...তীব্র ঘৃনা এদের প্রতি...
৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২১
আব্দুল মোমেন বলেছেন: চার দিক থেকে শয়তানরা কাজ করছে। আমাদেরকে সাবধান থাকতে হবে। সবাইকে শতর্ক হওয়ার ডাক দিচ্ছি। ধন্যবাদ।
লড়াই, লড়াই, লড়াই চাই
লড়াই করেই বাঁচতে চাই।
বাঙ্গালী মরতে জানে, ইতিহাস সাক্ষী।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩১
পথহারা সৈকত বলেছেন:
লড়াই, লড়াই, লড়াই চাই
লড়াই করেই বাঁচতে চাই।
বাঙ্গালী মরতে জানে, ইতিহাস সাক্ষী।
৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৬
সাদা মনের মানুষ বলেছেন: আব্দুল মোমেন বলেছেন: চার দিক থেকে শয়তানরা কাজ করছে। আমাদেরকে সাবধান থাকতে হবে। সবাইকে শতর্ক হওয়ার ডাক দিচ্ছি। ধন্যবাদ।
লড়াই, লড়াই, লড়াই চাই
লড়াই করেই বাঁচতে চাই।
বাঙ্গালী মরতে জানে, ইতিহাস সাক্ষী।
৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৬
হাসান কালবৈশাখী বলেছেন: লাকি আক্তার ইতিমধেই বিভ্রান্তি দূর করেছেন।
ছাগুদের কাছে লাকি আক্তার এখন লাকি আপু হয়ে গেছে। কয়দিন আগে তাকে পতিতা বলে পোষ্ট করছিল বিরামহিন ভাবে। এই ছাগু বিরোধী সমাবেশে যাদের গাত্রদাহ আছে তারাই সুযোগ পেয়ে লাকি কে আঘাত করেছে। "এটা জামাত শিবির নিজেরা এসে করেনি, এটা ঠিক। ভাড়াটে যুবক ব্যবহার করেছে।
তবে এই সবাবেশ বানচাল করতে তারা সর্বচ্চ শক্তি এবং অর্থ ব্যাবহার করবে। কারন এটা তাদের অস্তিত্তের প্রশ্ন।
তাদের অর্থ শক্তিত আলজাজিরা প্রচার করেছিল ঊল্টাটা, বলেছিল 'এইসমাবেশ ট্রাইবুনালের বিরুদ্ধে, আটক যুদ্ধাপরাধি মুক্তির আন্দলন'।" টাকায় কি না হয়!
আমারদেশ একটি হারামির বাচ্চা। এই কুত্তারা সুরুথেকেই এই সমাবেশের বিরুদ্ধে অবিরাম বিষদগার করে চলেছে।
©somewhere in net ltd.
১|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০১
িশশু দর্পন বলেছেন: বিচার চাই, বিচার চাই । আমরা লাকীকে মারধর করার জন্য সংশ্লিষ্ট নেতাদের বিচার চাই ।