নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পথের মাঝে খুজে পাবে আসল ঠিকানা...

আমি পথহারা পথিক...পথে পথে ঘুরে বেড়াই, পথের নেশায়....লোকের কথা শুনি, কখনো কখনো বলার চেষ্টাও করি। আমার কথা সবার ভাল লাগবে এমনটা আশা করি না। আমি বিশ্বাস করি, যে পথের নেশায় পথে পথে ঘুরে বেড়াই, সেই পথের দেখা আমি পাবই........

পথহারা সৈকত

আমি পথহারা পথিক...পথে পথে ঘুরে বেড়াই, পথের নেশায়....লোকের কথা শুনি, কখনো কখনো বলার চেষ্টাও করি। আমার কথা সবার ভাল লাগবে এমনটা আশা করি না। আমি বিশ্বাস করি, যে পথের নেশায় পথে পথে ঘুরে বেড়াই, সেই পথের দেখা আমি পাবই........

পথহারা সৈকত › বিস্তারিত পোস্টঃ

রাজধানীতে জামায়াত-শিবিরের তান্ডব : ৯জন গুলিবিদ্ধ

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৭

রাজধানীর মতিঝিল, ফকিরাপুল ও পল্টনে সকাল থেকেই তান্ডব চালিয়েছে জামায়াত-শিবির কর্মিরা। এসময় পুলিশের ছোড়া ফাঁকা গুলির মুহূর্মুহু শব্দে প্রকম্পিত হয়ে উঠে এসব এলাকা। সাড়ে ১০টার দিকে ফকিরাপুলে জামায়াত-শিবিরের সাথে পুলিশের সংঘর্ষ বাঁধে। এসময় বাস রণক্ষেত্রে রূপ নেয় ফকিরাপুল। পুলিশের গুলিতে এসময় ৯জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

জামায়াত-শিবির ঘোষিত বুধবারের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতা ও মিছিল-সমাবেশ ঠেকাতে পুলিশ শত শত রাউন্ড ফাঁকা গুলি ছুড়ছে বলে জানা গেছে।



এদিকে, পল্টন, বায়তুল মোকাররম, ফকিরেরপুল, আরামবাগ ও মতিঝিল এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। এসব এলাকায় মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ-ৠাবসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।



প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এর আগে মতিঝিল এলাকায় শিবিরের ঝটিকা মিছিল থেকে গাড়ি ভাঙচুরের চেষ্টাকালে পুলিশের ধাওয়ায় পালিয়ে যান শিবিরের নেতাকর্মীরা। তবে শিবির কর্মীরা ফকিরেরপুল ও আরামবাগের বিভিন্ন অলিতে-গলিতে আশ্রয় নিয়েছেন। তারা জনতার ভিড়ে মিশে গিয়ে ফের নাশকতা চালাতে পারেন বলেও ধারণা করছে পুলিশ। এ কারণে বিভিন্ন গলিতে পুলিশি তল্লাশি চলছে।



মতিঝিল, পল্টন ও এর আশপাশের এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। যে কোনো মুহূর্তে শিবির ও পুলিশের মধ্যে সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে।



এদিকে অফিসপাড়া মতিঝিলগামী লোকজন পড়েছেন সবচেয়ে বেশি বিপাকে। তারা পল্টন, ফকিরেরপুল, আরামবাগ, দৈনিক বাংলার মোড় এলাকায় রাস্তার পাশে ও বিভিন্ন গলিতে অবস্থান নিয়েছেন। অফিসগামীরা মতিঝিলের তাদের অফিসে যেতে না পেরে দাঁড়িয়ে রয়েছেন।



নাশকতার আশঙ্কায় বুধবার ভোর থেকেই এসব এলাকায় অভিযান চালিয়ে শিবির কর্মী সন্দেহে শতাধিক জনকে আটক করেছে মতিঝিল থানা পুলিশ।



মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হায়াতুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।



সকালে মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল জানান, সকাল ৮টার দিকে মতিঝিল শাপলা চত্বর এলাকায় শিবিরের এক থেকে দেড়শ’ নেতাকর্মী লাঠিসোটা নিয়ে একটি ঝটিকা মিছিল বের করেন। এ সময় মিছিল থেকে গাড়ি ভাঙচুরের চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়

তথ্য সুত্র: রাইজিংবিডি২৪.কম

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৪

স্টেনটোরিয়ান বলেছেন: আপাতত পুলিশ প্র্যাকটিস করছে। পাবলিক নামলে শিবির কাবাব খাওয়া হবে।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৮

পথহারা সৈকত বলেছেন: =p~ =p~

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩০

ত্যাড়া ব্যাকা বলেছেন: প্রতিদিন শতাধিক শিবির কর্মী ধরে পুলিশ রাখে কোথায়?

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৭

পথহারা সৈকত বলেছেন: প্লিজ আমাকে বিশ্বাস করুন। আমিও জানি না তাদের কই রাখে ? =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫২

তীর্যক১০ বলেছেন: শিরোনাম হলো "রাজধানীতে জামায়াত-শিবিরের তান্ডব : ৯জন গুলিবিদ্ধ"; এই ৯ জন গুলিবিদ্ব কারা ? তারা যদি জামায়াত শিবির হয় তবে তান্ড়ব চালালো কে? পুলিশ না জামায়াত শিবির?

কারো গনতান্ত্রিক আন্দোলনে নির্বিচারে গুলি করা কি ধরনের গনতন্ত্র? শাহবাগের মোড়ে একদল কে ফ্রী খড়-কুটো অক্সিজেন দিয়ে জিইয়ে রাখবেন আর আরেক দলকে দেখা মাত্র গুলি করবেন এটার নাম কি গনতন্ত্র ?

কোন বিচারে যদি নির্বিচার ফাঁসির দাবী বৈধ হয় তবে বিচার বাতিলের দাবী তোলা্ও বৈধ। গায়ের জোরে গলাবাজি - গালিবাজি করা যায় কিন্তু কোন আদর্শকে দমিয়ে রাখা যায়না।

যারা আজকে পুলিশ প্রহরায় সরকারি সেবা পরিচর্যায় হুয়াক্কা হুয়া রব তুলে তৃপ্তিতে গদগদ তাদের বলি, মুরোদ থাকে তো

১. পদ্মাসেতুর দুর্নীতির মাধ্যমে দেশ ও দশের সম্মানহানীর জন্য আ্ওয়ামিলীগের বিচার চান।
২. সাগর-রুনী হত্যার বিচার চান।
৩. হলমার্ক কেলেংকারির মাধ্যমের সোনালী ব্যাংক লুটেরাদের বিচার চান।
৪. শেয়ার কেলেংকারির মাধ্যমে ৩০ লক্ষ জনতাকে সর্বস্বান্ত করার বিচার চান।
৫. কুইক রেন্টালের মাধ্যমে দেশের অর্থনীতিকে ফোকলা বানানোর বিচার চান।
৬. সিমান্তে নির্বিচারে মানুষ হত্যার বিচার চান।
৭. তিস্তা নদীকে দ্বিখন্ড়িত করে ভারতকে করিডোর দানের বিচার চান।
৮. দেশব্যাপী ক্ষমতাসীনদের খুন, রাহজানি, চাঁদাবাজি, টেন্ড়ারবাজি, ধর্ষন, পর্নোগ্রাফী পতিতাবাজির বিচার চান।
৯. শিক্ষাঙ্গনে ছাত্র শিক্ষকদের উপর ছাত্রলীগের অব্যাহত সন্ত্রাসী হামলার বিচার চান।
১০. রাজপথে বিরোধি রাজনীতিকদের মামলা হামলার বিচার চান।
১১. পিলখানার বিডিআর গনহত্যার বিচার চান।

৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৭

ত্যাড়া ব্যাকা বলেছেন: তান্ডব চাইলাইতে গিয়া পুলিশের গুলিতে আহত হইছে ৯ জন। তাতে কি? শিবির মানেই তান্ডব। শিবিরের জন্য কোন গণতন্ত্র না, ওদের জন্য হইল ইসলামী আইন। আর ইসলামী আইন মানে ধর আর ঝুলাও

৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩২

লিন্কল্ন বলেছেন: গনতান্ত্রিক আন্দোলনর নাম জামাত শিবির যা করছে সেটা আমারা সবাই জানি। নতুন করে বলতে চাই না। তারা সংবিধান কে নির্দেশ করে আন্দোলনর করছে। সেটা কি করে গনতান্ত্রিক আন্দোলনর হয়? নষ্ট-আদর্শ সব সময় নষ্টামি থাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.