![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি পথহারা পথিক...পথে পথে ঘুরে বেড়াই, পথের নেশায়....লোকের কথা শুনি, কখনো কখনো বলার চেষ্টাও করি। আমার কথা সবার ভাল লাগবে এমনটা আশা করি না। আমি বিশ্বাস করি, যে পথের নেশায় পথে পথে ঘুরে বেড়াই, সেই পথের দেখা আমি পাবই........
"সকল নাস্তিক, মুরতাদ ও ব্লগারদের ফাঁসি চাই" এই লাইনটার কি ব্যাখ্যা হতে পারে ? আমার মনে হচ্ছে মিছিলকারীরা ৩ শ্রেনীর মানুষের ফাঁসি চান
০১. নাস্তিক।
০২. মুরতাদ।
০৩. ব্লগারদের।
আমি ব্যাক্তিগত ভাবে প্রথম দুই শ্রেনীর না হলে ও ৩য় শ্রেনীর ব্লগার। তারা কি আমার ও ফাঁসি চায় ? তারা কি জানে তারা কি চায় ?
একবার একটা মিছিলে এক লোক বিপুল-বিক্রমে, চেঁচাচ্ছে.....
মিছিলকারীঃ
আমাদের দাবি,আমাদের দাবি,
মানতে হবে,মানতে হবে।
প্রোশ্নকারীঃ
কি দাবী মানতে হবে ভাই ?
মিছিলকারীঃ
জানি না, জানি না....।
আমাদের দাবি,আমাদের দাবি,
মানতে হবে,মানতে হবে।
ওরে...........কেউ কি আছিস...?
ওদের থামিয়ে দে..
না পারলে রি্কসা ভাড়া দিয়ে বাসায় পাঠাইয়া দে........
১৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৫
পথহারা সৈকত বলেছেন:
২| ১৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২২
টাইম পাস বলেছেন:
তারা কি আমার ও ফাঁসি চায় ?
১৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৪
পথহারা সৈকত বলেছেন:
৩| ১৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৪
অগ্নি সারথি বলেছেন:
১৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৬
পথহারা সৈকত বলেছেন:
৪| ১৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৬
তাসজিদ বলেছেন: আমরা আস্তিক না নাস্তিক তা আল্লাহ জানে। কোন ধর্ম ব্যবসায়ী কাছ থেকে সার্টিফিকেট নেয়ার প্রয়োজন নেই।
আল্লাহ ধর্ম ব্যবসায়ী দের মুল উদ্দেশও জানেন। তার শাস্তির হাত থেকে ধর্ম ব্যবসায়ীর রক্ষা নেই।
১৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৭
পথহারা সৈকত বলেছেন:
৫| ১৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৭
টাইম পাস বলেছেন: তা হলে সামুর কি হবে?
১৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৯
পথহারা সৈকত বলেছেন:
সামু নিরব কেন ......??
জবাব চাঁই,জবাব চাঁই,
সামুর কি হবে ?
জবাব চাঁই, দিতে হবে....!!
৬| ১৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩১
লিংকন১১৫ বলেছেন: হুম আমিও চাই
আমার ফাঁসি চাই , ফাঁসি তো গাছে ধরে
১৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭
পথহারা সৈকত বলেছেন:
ফ-তে ফাঁসি, ফাঁসি চাই,ফাঁসি চাই
আমার আমি, ফাঁসি চাই।
ফাঁসি চাই, দিতে হবে...!!
এক দফা এক দাবী, কবে আমার ফাঁসি দিবি....?
৭| ১৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬
গান পাগলা বলেছেন: হুযুরদের মাথায় মেডিসিন একটু কম।
১৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯
পথহারা সৈকত বলেছেন: ম-তে মেডিসিন, তুই কম**...... তুই কম**
৮| ১৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯
বিডি আমিনুর বলেছেন:
১৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪১
পথহারা সৈকত বলেছেন:
৯| ১৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৪
এ্যানড্রোমিডা বলেছেন: ভাই ডরইছি, আর ব্লগে লেখতাম না। আমি নিরিহ ব্লগার আমারে ফাসিতে ঝুলাই তো ক্যারে?
১৬ ই মার্চ, ২০১৩ সকাল ৯:২০
পথহারা সৈকত বলেছেন: ডরানোর কিছু নাই..... .পথহারা সৈকত আপনার সাথে আছে
।
১০| ১৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৬
পরিবেশ বন্ধু বলেছেন: যে লিখল ফাঁসি চাই
সেও ব্লগার
যে চিল্লায় তুই রাজাকার
সেও রাজাকার
উল্টা পালটা মানুষের
বেহুদা চিৎকার
১৬ ই মার্চ, ২০১৩ সকাল ৯:২২
পথহারা সৈকত বলেছেন: তাই নাকি?
১১| ১৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১০
এম. মাসুদ আলম. বলেছেন: ওরা নির্বোধ, ওদের তোমরা ক্ষমা করে দাও। ওরা মাসুম, শিবির তাদের বিভ্রান্ত করতেছে।
১২| ১৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১০
নিয়েল ( হিমু ) বলেছেন: চাদে ছাইদী দর্শন থেকে যেই বিনোদনের শুরু সেই বিনোদনের শেষ কোথায় ?
১৩| ১৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৭
ফার্ুক পারভেজ বলেছেন: ব্লগার বলতে এখানে নাস্তিক ব্লগারদের দিকে আংগুল তোলা হয়েছে।
নাস্তিক ব্লগাররা ইসলাম বিদ্বেষ, মহানবী স. সম্পর্কে অশ্লীলতা, কটুক্তি করে ব্লগিংয়ের মত উন্মুক্ত গণমাধ্যমকে প্রশ্নবিদ্ধ করেছে।
তাই আমরা ব্লগাররা ও ঐ ঘৃণ্য, নোংরা, বিকারগ্রস্হ মানসিকতার নাস্তিকদের বিচার এবং ব্লগ থেকে তাদের বহিস্কার দাবি করছি।
১৪| ১৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩১
লুকার বলেছেন: ব্লগাররাও বলতে পারে- মোল্লাদের ফাঁসি চাই।
১৫| ১৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫
উলাম বলেছেন: ব্লগারা বলতে পারে যে, যারা চাদে সাইদীর ছবি দেখে তাদের ফাসি চাই।
১৬| ১৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮
মনে নাই বলেছেন: শুধু বাংলাদেশের ব্লগার নাকি যে কোন দেশের ব্লগারদের ওনারা ফাসি চান!!!
১৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৪৯
পথহারা সৈকত বলেছেন: ঝাতি জানতে চায় ???
১৭| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:০৭
এই আমি সেই আমি বলেছেন: ভাই , কার দোষ দিবেন , দেখেন খালেদায় কি কয়
১৮| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:২১
খইকাঁটা বলেছেন: ৩য় শ্রেনীর ব্লগার
১৯| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:২৬
লিঙ্কনহুসাইন বলেছেন: সকল নাস্তিক, মুরতাদ 'ও ব্লগারদের' ফাঁসি চাই , এই ধর্মান্ধের ব্লগ সম্পর্কে কোন ধারনাই নাই , আমি তাদের সামনে পাইলে জিগাইতাম ব্লগ শব্দের অর্থ কি ?
হেফাজতে ইসলাম নামে এই সংগঠন টি গতকাল রাতে বলেছে চিটাগাং গণজাগরণ মঞ্চে ব্লগার ছাড়া যে কেউ ভাষণ দিলে তারা বাধা দিবেনা , তার মানে কি ব্লগার সবই নাস্তিক ?, আর এই ব্যানারে কি লিখেছে "সকল নাস্তিক, মুরতাদ ও ব্লগারদের ফাঁসি চাই ! দেশে ব্লগারের সংখ্যা কত তারা কি জানে , সবাই যদি মাঠে নামে এই শুকুরদের খুজে পাওয়া যাবে নাকি :/ তবে খারাপ হবেনা আমার ফ্রেন্ড লিস্টে ৩৫৫ জনের মধ্যে ৩৩০ জনই ব্লগার তারাও নাস্তিক
তাদেরও ফাসি হবে
আমি দেশের বাইরে আমি আমার কিছুই হপেনা হু হু হু
মাওলানাদের অনেক শ্রদ্ধা করতাম এই সব ফাউল ছাগুদের কারণে মানুষ এখন দাড়ি এলা দেখলেই ভয় পায়
১৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৪৮
পথহারা সৈকত বলেছেন: আমি তাদের সামনে পাইলে জিগাইতাম ব্লগ শব্দের অর্থ কি ? ঝাতি জানতে চায় ???
©somewhere in net ltd.
১|
১৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২০
?জকির! বলেছেন: