![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি পথহারা পথিক...পথে পথে ঘুরে বেড়াই, পথের নেশায়....লোকের কথা শুনি, কখনো কখনো বলার চেষ্টাও করি। আমার কথা সবার ভাল লাগবে এমনটা আশা করি না। আমি বিশ্বাস করি, যে পথের নেশায় পথে পথে ঘুরে বেড়াই, সেই পথের দেখা আমি পাবই........
আমি একজন নাদান ব্যক্তি, আমার কাছে আমার এই ছো্ট্ট একটা স্বাধীন জীবন ছাড়া আর কিছুই নাই। আমার কাছে হয়তবা অনেক ধন-সম্পদ নাই, কিন্তু স্বাধীন একটা জীবন আছে, স্বাধীনভাবে কথা বলার ক্ষমতা আছে, আর আমার আছেএকটা স্বাধীন আকাশ , যেখানে আমার রয়েছে অবাধ বিচরণ। কিন্তু আমার এই স্বাধীনতা মানতে পারছেনা কতিপয় হিংস্যুক মানুষ। তারা বিভিন্ন্য সময় আকার ইঙ্গিতে অনেক কিছু বলার চেষ্ঠা করত, কিন্তু আমার প্রবল প্রতিবাদের মুখে পিছু হটেছে কাপুরুষের ন্যায়। আমার স্বাধীনতা চেতনার কাছে পরাজিত হয়েছে তারা বারবার, তার পরও তারা থেমে নাই চক্রান্তের জাল বুনেই চলেছে............
গোপন সুত্রে খবর পেলাম এই চক্রান্তের সাথে একত্বা ঘোষণা করেছে আমার প্রাণ প্রিয় আব্বু- আম্মু। হায় খোদা......!!! এটাও কি আমাকে দেখতে হবে.....?শেষ পর্যন্ত জন্ম দাতা পিতা-মাতা ও চক্রান্তে লিপ্ত ?
আমি কোথায় যাব ? কার কাছে যাব ? কে আমাকে এই চক্রান্ত থেকে রক্ষা করবে ?
................. আমি কি হেরে যাব ?
লন্ঠিত হবে কি আমার স্বাধীনতা ?
[ বি:দ্র: বাসায় ঘটক মামার যাওয়া-আসা ইদানিং কালে নাকি ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে ]
০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৯
পথহারা সৈকত বলেছেন: আমিনুর রহমান বলেছেন: ব্যফুক মজা পাইছি
অন্যের বিপদে হাঁসতে হয় না....হু........
২| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০২
রাইসুল সাগর বলেছেন: হা হা, দাওয়াত না দিলে খবর আছে তোমার। ষড়যন্ত্র সফল হোক।
০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৭
পথহারা সৈকত বলেছেন: র-তে রাইসুল,
খুব খারাপ.......খুব খারাপ......
৩| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪০
পথ-হারা এক পথিক বলেছেন: শিরোনামটা ঝাঁঝাঁ। পোস্টে প্লাস।কিছু হলে মিস্টি যেন মিস নাঅয়
০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫২
পথহারা সৈকত বলেছেন:
©somewhere in net ltd.
১|
০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৫
আমিনুর রহমান বলেছেন: ব্যফুক মজা পাইছি