![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি পথহারা পথিক...পথে পথে ঘুরে বেড়াই, পথের নেশায়....লোকের কথা শুনি, কখনো কখনো বলার চেষ্টাও করি। আমার কথা সবার ভাল লাগবে এমনটা আশা করি না। আমি বিশ্বাস করি, যে পথের নেশায় পথে পথে ঘুরে বেড়াই, সেই পথের দেখা আমি পাবই........
ষ্টিকি পোষ্ট:
এই সেই ষ্টিকি পোষ্ট:
পাঠকের করা মন্তব্য :
প্রত্যাবর্তন@ বলেছেন:
অনেক পরিশ্রমসাধ্য লেখা ।
মোহাম্মাদ রাকিবুল হাসান বলেছেন:
জানেন তো কষ্টে কেষ্ট মেলে...
চোরাবালি- বলেছেন:
কপি পেষ্ট মারলেন কোথত্থেকে? একই জিনিস দুইবার
# ভাবতেও অবাক লাগে, নিজেকে নিজে ধর্মত্যাগী (বা মুরতাদ) ঘোষণা না করা পর্যন্ত অন্যের ঘোষণায় কেউ ‘মুরতাদ’ হয় কীভাবে?
** আমি মুরতাদ শুধু এইকথাটা বলা কি জরুরী নাকি তার কাজ কর্ম আচার আচরণ কথাবার্তার উপর নির্ভর করে বিচার করবেন?
ইসলামে একটি নির্দেশ আছে আগে সেটি পালন করুন তার পর লেকচার শুরু করুন-
অন্যায়ের প্রতিবাদ করতে হবে স্বশরীরে, সম্ভব না হলে মুখে আর তাও সম্ভব না হলে মনে মনে আর সেটি দুর্বল ঈমানের পরিচয় মাত্র।
আমি আপনার বাবাকে নিয়মিত উদ্দেশ্যপ্রণিত ভাবে গালি দিলাম আপনি কি করবেন?
লাইট ইয়ার বলেছেন:
কপিপেস্ট পোস্ট স্টিকি হইলো কেমনে.........!!!!
চোরাবালি- বলেছেন:
ধর্মপ্রাণ- যত বিপদই আসুক নিকেকে নিজ সৃষ্টিকর্তাকে স্মরণ করে
ধর্মবিদ্বেষী- বিপদে পড়লেই ধর্মপ্রাণদের ভাই বোন বাবা চাচা খালু বানিয়ে রক্ষা পেতে চায়
ধর্মপ্রাণ- সর্বদা গোছানো কথাবার্তা বলে এবং সমাজ সেবায় নিজেদের নিমোজ্জিত রাখে কম প্রচার করে
ধর্মবিদ্বেষী- সর্বদা বিদ্বেষমূলক কথাবার্তা বলে আর ভং ধরে নিজেদের সমাজ সেবক বলে দাবি করে।
ধর্মপ্রাণ-ধর্মপ্রাণ লোকেরা যখন নিজ ধর্মের আঘাত সহ্য করতে করতে এসময় প্রতিবাদি হয়ে ওঠে এবং কঠোর প্রতিবাদ করে।
ধর্মবিদ্বেষী- ধর্মপ্রাণ যখনই প্রতিবাদি হয়ে ওঠে তখনই তোমাদের ধর্মে এগুলা করা নিষেধ ওগুলা করা নিষেধ ধর্মে কোথাও এইটা বলা নাই ইত্যাদি বলে রুখতে চাই বা বাঁচতে চাই।
মহাপাগল বলেছেন:
এই পোষ্ট ষ্টিকি হওয়ার মতো নয়। সামহয়্যার আরেকটি বিতর্ক তৈরী করল। রিপোষ্ট করলাম।
রাতুল রেজা বলেছেন:
অনেক কষ্ট করে আমাদেওর ইসলামের সত্যটাকে তুলে ধরেছেন বলে অশেষ ধন্যবাদ। আমি আশা করবো যাতে এই কথা গুলা শুধু সামুর স্টিকি পোস্ট হিসেবেই থাকবেনা, বরং বিভিন্ন পত্র পত্রিকাতেউ ছাপা হবে কারন বাংলাদেশের সবাই ব্লগ পরেন না, পরে পত্রিকা। আর দুর্ভাগ্য বশত কোনো পত্রিকাই বর্তমান প্রেক্ষাপটে সঠিক ইসলাম কে তুলে ধরছেনা। আর যে কারনেই অল্প শিক্ষিত গ্রামের মানুষ এবং সাধারন মানুষ ঐ জামাত, হেফাজতের ভুল ইসলাম কে গ্রহন করে সহিংস হয়ে উঠছে। মহানবি কে একবার আঘাত করে দার পবিত্র দাত ভেঙ্গে দেয়া হয়েছিল, এর পরে কি সে সেই ব্যাক্তিকে মৃত্যুদন্ড দিয়েছিল? না। ইসলামে কোথাউ নাই নাস্তিক্কে ফাসিতে ঝলাতে হবে। তাই যদি হত তাহলে সৃষ্টি কর্তা সব মানুষকেই মুসলিম হিসেবে দুনিয়ায় পাঠাতেন। তিনি বলেছেন, অবিশ্বাসিদের সাথে সংযত ভাবে কথা বলতে।
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন:
তাহলে দেশে শরিয়া আইন চালু হোক। কোরআন-এ যা আছে তা'ই হবে, এর বাইরে কোন দাবী দাওয়া থাকবে না। আমাদের নবী-রসুল'দের কেউ গালিগালাজ করবে আর আমরা আঙ্গুল চুষবো।কিন্তু খবরদার হাসিনা-খালেদা'কে গালিগালাজ করবেন না, নইলে এরেস্ট করা হবে।
কালের কলস বলেছেন:
"ভাবতেও অবাক লাগে, নিজেকে নিজে ধর্মত্যাগী (বা মুরতাদ) ঘোষণা না করা পর্যন্ত অন্যের ঘোষণায় কেউ ‘মুরতাদ’ হয় কীভাবে?"
হায়! নিজেকে যারা ধর্মত্যাগী ঘোষণা করেছে, তাদের বিচারই তো চায় হেফাজত।পোষ্ট আমাকে অবাক করেনি, চালিয়ে যান।
রুচি বলেছেন:
আগে ভাবতাম সামু নাস্তিকদের জন্য ছায়া স্বরুপ এখন মনে হচ্ছে ইসলাম বিদ্বেসীদের ছায়া। হেফাজতে ইসলামের কোন পোষ্ট তো ষ্টিকি হতে দেখলাম না ইসলাম বিরোধি কিছু লিখলেই তার পোষ্ট ষ্টিকি হয়। ইসলাম বিদ্বেষী কেউ আটক হলে কার জন্য নোটিস বোর্ড টানানো হয়। দিন দিন সামু আমাদের শুধু হতাশ হরে চলছে।
উযায়র বলেছেন:
কিসের মধ্যে কি ????????????????????????
কোথায় মুরতাদ আর কোথায় রাজীব-আসিফ - দাড়িপাল্লা ???মুরতাদ ধর্ম ত্যাগ কারী, এতটুকুই ।আর ইসলাম নিয়ে কটুক্তিকারীরা তো সাম্প্রদায়িক বিদ্বেষী ! কোরাণ অবমাননাকারী, রসুলকে কটুক্তিকারী । এরা সমাজে শান্তি নিরাপ্ত্তা বিনষ্টকারী । শাস্তি তো এদের চাওয়া হচ্ছে !শত শত লোক ইসলাম ত্যাগ করে খ্রীষ্টান হয়ে গেছে, এদের শাস্তি তো কখনই চাওয়া হয় নি । ব্লগে অনেক নাস্তিক অগ্ঘেয়বাদী আছে যারা সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোয় কাজে নিয়োজিত না, এদের শাস্তি কখন চাওয়া হল ?
উযায়র বলেছেন:
বুখারীসহ অন্য চারটি উল্লেখযোগ্য হাদীস গ্রন্থে এটি সংকলিত হওয়া সত্ত্বেও কোরআনের শিক্ষা পরিপন্থি হবার কারণে হাদীসটি আক্ষরিক অর্থে গ্রহণযোগ্য নয়।
হাদীসটি ইমাম বুখারী গ্রহণ করেছেন, আপনি গ্রহণ করছেন না । আপনার কল্পিত মতানুসারে এটা কোরাণ বিরোধী! সুবহানাল্লাহ !! আপনার অগাধ বিদ্যা দেখে ভিমরী খেলাম!
হাদীসটি কোরাণ বিরোধী - ইমাম বুখরী আর বড় বড় চার মুহাদ্দিস বুঝেন নি, আপনি বুঝেছেন ! ( দয়া করে একটা রুবেল শরীফ লিখে ফেলুন )
মজার মন্তব্য:
আমার মন্তব্য:
পথহারা সৈকত বলেছেন: একটা পোস্ট প্রশব করে কই গেলেন দাদা ? আসা করি বোনস সহ পাবেন
দারুন একটা কপি-পেষ্ট.........মাইরি.....একটা রুবেল শরীফ লিখে ফেলুন দারুন কাটতি হবে........সাথে পেমেন্ট তো আছেই........
এইবার আসুন জনা আপুর মন্তব্য দেখি:
জানা বলেছেন:
পোস্টটি কোনভাবে দু'বার এসেছে। এটা আমরা যেমন এডিট করতে পারিনা তেমনই আমরা সবাই সহজেই বুঝতে পারছি যে এটা লেখকের অনিচ্ছাকৃত ভুল। আশা করি উনি তাড়াতাড়ি পোস্টটি এডিট করে নেবেন।
লাইট ইয়ার বলেছেন: কপিপেস্ট পোস্ট স্টিকি হইলো কেমনে.........!!!!
@লাইট ইয়ার, এই লেখাটি আমি নিজে কোথাও এখনও পাইনি। যেহেতু আপনি সরাসরি এটাকে কপি-পেস্ট বলছেন, অনুগ্রহ করে লিঙ্কটি এখনই দিয়ে দিন। পাশাপাশি লেখককেও অনুরোধ করছি, এই পোস্টে দায়িত্বশীল আলোচনায় অংশ নিতে।
০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩২
পথহারা সৈকত বলেছেন: অন্যের পশ্চাৎদেশ বাচানোর আগে নিজেরটার দিকেও খেয়াল রাখা জরুরী
২| ০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩১
চোরাবালি- বলেছেন: চোরাবালি- বলেছেন: জানা @
আপনি একবার চিন্তা করে দেখুন যে কপি পেষ্ট ছাড়া একই লেখা দুইবার আসা অসম্ভব। কারণ আপনি নিশ্চয় দু'বার টাইপ করবেন না।
৯ই এপ্রিল ৯-২৮ এর প্রকাশ হওয়া পোষ্ট কটার সময় স্টিকি হল খেয়াল আছে? স্টিকি হওয়ার আগে এই পোষ্টে কোন মন্তব্য ছিল না অর্থাৎ লেখাটি লেখায় হল স্টিকি করার জন্য এবং আপনাদের মডারেটর টিমের সহায়তায়।
আমি জানি আপনি আমাকে ব্লক, ব্যান, জেনারেল করতে পারেন কিন্তু এটা সত্য
০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৫
পথহারা সৈকত বলেছেন: @চোরাবালি-
জনা আপুর উত্তর তো দেওয়া আছে পোষ্টে
৩| ০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৪
একজন ঘূণপোকা বলেছেন: ++++
০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৭
পথহারা সৈকত বলেছেন:
@একজন ঘূণপোকা
ভাই পেলাচ কেন
লজ্জা পাইলাম
৪| ০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪২
বিডি আমিনুর বলেছেন: জাত ভাইয়েরা অনেকেই জেলে তাই মডুরা কি দিয়ে কি করবে হুঁশ পাছহে না ।
গরু হারালে এমনি হয় ................
০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৩
পথহারা সৈকত বলেছেন: @বিডি আমিনুর
++++++++++++++
৫| ০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৫
মদন বলেছেন: সেখানে আমার মন্ব্য
চক্ষু বন্ধ রাখলেই প্রলয় বন্ধ হয় না।
হেফাজতে ইসলামের কার্যক্রম নিয়ে কিছু বলতে চাই না, কিন্তু তাদের জনসমুদ্রকে যখন বলা হয় কিছু সংখ্যক বা হাজার হাজার। তখন লেখাটি বায়াসড হয়ে একপেশে লেখা এতে সন্দেহ নেই।
লেখাটি লেখা হয়েছে ৯:২৮ এ আর স্টিকি হয়েছে সম্ভবত ৯:৪০ এ। এর মধ্যে মাত্র কয়েকটি মন্তব্য এসেছিলো।
কিছু পোষ্টকে স্টিকির আবেদন জানিয়ে মুখে ফেণা তুলে ফেলতে হয়, এই পোষ্ট দেবার সাথে সাথে আঠা পেয়ে গেছে।
যেহেতু এখানে কোরআন হাদিসের আলোকে কিছু কথা এসেছে। এসেছে বেঠিক হাদিস সঠিক হাদিসের কেচাল। এমন একটি পোষ্ট কিভাবে স্টিকি হলো? সামহোয়্যার কি নিশ্চিত যে লেখকের লেখা ১০০% সঠিক আর হেফাজতের বলা হাদিস জাল। সামহোয়্যার কবে থেকে মুফতি হলো? ধর্মীয় বিতর্কিত একটি লেখা কিভাবে স্টিকি হলো?
(প্রিয় লেখক,ব্যক্তি আপনার প্রতি আমার কোনো ক্ষোভ নেই, আপনার লেখা নিয়েও আপত্তি নেই। আপত্তি সামহোয়্যার কার্যক্রমে)
০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫০
পথহারা সৈকত বলেছেন: ছড়ি মদন ভাই..... আপনার মন্তব্য না উঠানোর জন্য।
৬| ০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৭
ডক্টর স্ট্রেঞ্জলাভ বলেছেন: সামু খুবই নার্ভাস আচরন করছে । সামুকে ঠিক করতে হবে সে কি করবে । একবার এই কূলে আরেকবার ঐকূলে যেতে চাইলে মাঝনদীতেই সারাদিন কাটাতে হবে ।
০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫০
পথহারা সৈকত বলেছেন: সামু খুবই নার্ভাস আচরন করছে ।
৭| ০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫২
চোরাবালি- বলেছেন: মদন@ আমি যখন স্টিকি দেখি তখন অবিধি কোন মন্তব্য ছিল না
৮| ০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৩
ধৈঞ্চা বলেছেন: পোষ্টাটি মনে হয় কিছুক্ষনের জন্য রিমাণ্ডে গেছিল, আবার ফেরৎ এসেছে।
যাইহোক, সামুর মনে হয় শিক্ষা হবে না, ছলে-বলে-কৌশলে তারা অপরাধীদের পক্ষে প্রপাগাণ্ডা চালিয়েই যাচ্ছে। সামু কলন্কমুক্ত হওয়ার একটা সুযোগ পেয়েছিল কিন্তু নিজেরাই কলন্কমুক্ত হতে চাইল না। গত ৬ তারিখে দেখলাম অনেক ব্লগার অভিমান করে ব্লগ থেকে চলে গিয়েছিল। সামুর বিতর্কিত কর্মের সিপোর্ট দিতেই কি না তারা আবার ফিরে এসেছে।
০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৯
পথহারা সৈকত বলেছেন: তাই নাকি
৯| ০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৭
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: সামুতে যখন ইসলাম ধর্ম নিয়ে অবমাননা করা হয় তখন কিন্তু ধর্মের প্রতি এত দরদ কিংবা কোরান হাদিসে কি আছে না আছে সেসব নিয়ে সামুকে ভাবতে বিন্দুমাত্র দেখা যায়নি, আজ তারই কোলে লালিত কিছু নাস্তিকদের বাচাঁতেই কোরান হাদিসের রেফারেন্স খুঁজে বেড়ায়। নাস্তিকদের বিরুদ্ধে হেফাজতে ইসলামের আন্দোলন, আর এই পোষ্ট তাদের বিরুদ্ধে, তাদের সমালোচনা বলেই স্টিকি হয়েছে। কিন্তু এর আগে কোরান হাদীস নিয়ে এর চেয়ে হাজার গুন উন্নত পোষ্ট সামুতে এসেছে। কৈ একটাওতো স্টিকি হতে দেখা যায়নি।
১০| ০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৮
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: চোরাবালি- বলেছেন: মদন@ আমি যখন স্টিকি দেখি তখন অবিধি কোন মন্তব্য ছিল না
হাসিটা আপনার জন্য না @ চোরাবালি, সামুর মডুর জন্য
০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০০
পথহারা সৈকত বলেছেন: @বৃষ্টি ভেজা সকাল ১১
হাসিটা আপনার জন্য
১১| ০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০১
চোরাবালি- বলেছেন: ৭১'র মুক্তিযোদ্ধারা দাঁড়ান রক্ষাব্যুহ হয়ে ১৩'র মুক্তিযোদ্ধাদের পাশে-
০টি মন্তব্য ২৮বার পঠিত
ভূঞাপুরে ১১৯ বছরের পুরনো মন্দির পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা
০টি মন্তব্য ২৪বার পঠিত ০
পুলিশকে পিটিয়ে অস্ত্র ছিনিয়ে নিল শিবির পুলিশকে পিটিয়ে অস্ত্র ছিনিয়ে নিল শিবির
৩টি মন্তব্য ৪৬বার পঠিত
সংশপ্তক কামাল লোহানী এবং শহীদ জননী জাহানারা ইমামের আন্দোলন
০টি মন্তব্য ২বার পঠিত
মুক্তিযুদ্ধের দিনগুলো
০টি মন্তব্য ১৯বার পঠিত
স্টিকি পোষ্টের মালিকের আগের পোষ্টগুলির মন্তব্য আর দিলাম না কারণ আমারও লজ্জা আছে।
০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১২
পথহারা সৈকত বলেছেন: আমারও লজ্জা আছে।
১২| ০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৬
আলোকন বলেছেন: বিডি আমিনুর বলেছেন: জাত ভাইয়েরা অনেকেই জেলে তাই মডুরা কি দিয়ে কি করবে হুঁশ পাছহে না ।
গরু হারালে এমনি হয় ................
আমার প্রশ্নটা একটু দেখবেন
০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৩
পথহারা সৈকত বলেছেন:
©somewhere in net ltd.
১|
০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩০
ডক্টর স্ট্রেঞ্জলাভ বলেছেন: তথাকথিত নাস্তিক আবার কি জিনিস ? সুশীল হতে গেলে কি মিথ্যা বলা জরুরী ? অন্যের পশ্চাৎদেশ বাচানোর আগে নিজেরটার দিকেও খেয়াল রাখা জরুরী ।