![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি পথহারা পথিক...পথে পথে ঘুরে বেড়াই, পথের নেশায়....লোকের কথা শুনি, কখনো কখনো বলার চেষ্টাও করি। আমার কথা সবার ভাল লাগবে এমনটা আশা করি না। আমি বিশ্বাস করি, যে পথের নেশায় পথে পথে ঘুরে বেড়াই, সেই পথের দেখা আমি পাবই........
শতকোটি টাকার মিগ-২৯ জঙ্গীবিমান কেনার
সামর্থ্যআছে
-রাশিয়া থেকে ৮০০০ কোটি টাকার অস্ত্র কেনার
সামর্থ্য আছে
-বাংলাদেশ গেমস এ ১০ কোটি টাকার
উদ্বোধনী অনুষ্ঠান করার সামর্থ্য আছে
-হাজার কোটি টাকার টিয়ারশেল, বুলেট, পিপার
স্প্রে কেনার সামর্থ্য আছে
-ভারতকে ৩০০ কেজি ইলিশ মাছ গিফট দেবার
সামর্থ্য আছে
-ভারতীয়
কোম্পানীকে দয়া দেখিয়ে বিনাশুল্কে বাণিজ্য
করতে দেবার সামর্থ্য আছে
-১২শতকোটি টাকা খরচ করে বিমানবন্দরের নাম
পরিবর্তনকরার সামর্থ্য আছে
-শাহরুখ খান কে এনে কনসার্ট করানোর
ক্ষমতা আছে ।
অথচ, কয়েকলাখ টাকার কাটিং মেশিন কেনার
সামর্থ্য নেই???
৫০ টা টর্চ লাইট কিনতেও চাঁদা তুলতে হয়।।!!
তার পরও
আমাদের অনেক সামর্থ.............কোন ভয় নাই......এগিয়ে যা্ও উদ্ধারকারী বীর ভাইয়েরা......তোমাদের সালাম.....
২৬ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৪
পথহারা সৈকত বলেছেন:
২| ২৬ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৬
এল এইচ, জুয়েল বলেছেন: আমাদের অনেক সামর্থ.............কোন ভয় নাই......এগিয়ে যা্ও উদ্ধারকারী বীর ভাইয়েরা......তোমাদের সালাম...
২৬ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:১১
পথহারা সৈকত বলেছেন: .তোমাদের সালাম...
৩| ২৬ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২২
অরন্য জীবন বলেছেন: যারা জীবন বাজি রেখে সবাইকে উদ্ধার করল, তাদের কে বলব আমাদের ধ্বসে যাওয়া দেশটাকে বাচাতে এগিয়ে আসেন।
২৬ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪০
পথহারা সৈকত বলেছেন: দেশটাকে বাচাতে এগিয়ে আসেন।
©somewhere in net ltd.
১|
২৬ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৮
নুরুল_হুদা বলেছেন: ভাই সাবধান, র্যাব আশেপাশেএ আছে। আপনি ওদের ইনকাম নিয়ে কথা বল্লেন