![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি পথহারা পথিক...পথে পথে ঘুরে বেড়াই, পথের নেশায়....লোকের কথা শুনি, কখনো কখনো বলার চেষ্টাও করি। আমার কথা সবার ভাল লাগবে এমনটা আশা করি না। আমি বিশ্বাস করি, যে পথের নেশায় পথে পথে ঘুরে বেড়াই, সেই পথের দেখা আমি পাবই........
"যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে এবং আপনি মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবেন, তখন আপনি আপনার পালনকর্তার পবিত্রতা বর্ননা করুন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয় তিনি ক্ষমা প্রদানকরী" (আল কোরআন, সূরা নাসর, ১-৩)
আসুন আমরা তওবা করি সেই মহান সত্বার কাছে, যিনি আমাদের জান ও সম্পদের মালিক.......
১৭ ই জুন, ২০১৩ সকাল ১১:১৩
পথহারা সৈকত বলেছেন: Good observation
©somewhere in net ltd.
১|
১৬ ই জুন, ২০১৩ দুপুর ২:২৬
নিষ্কর্মা বলেছেন: আয়াতটায় দেখুন খেয়াল করে, "যখন আল্লাহর সাহায্য"-এর সাথে "বিজয় আসবে", তখন রাসুল (সাঃ ) দেখবেন "এবং আপনি মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ" করছে। একটা স্থানীয় সরকারের নির্বাচনে এই আয়াতের মর্ম কি বুঝলাম না।
এখানে আল্লাহর সাহায্য এসে থাকলেও বিজয় আসে নি। জামাতিদের জন্য বিজয় তখনই আসবে যখন তারা বিম্পিকে ল্যাং মেরে ফেলে মসনদে বসবে। যেটা মওদুদী বলে গেছে, কিন্তু জামাতিরা বার বার ভুল করে মসনদে বসতে পারতেছে না।
এর মানে বলা যায় যে, জামাতিরা কখনোই আল্লাহর সাহায্য পায় নাই।