| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পথহারা সৈকত
আমি পথহারা পথিক...পথে পথে ঘুরে বেড়াই, পথের নেশায়....লোকের কথা শুনি, কখনো কখনো বলার চেষ্টাও করি। আমার কথা সবার ভাল লাগবে এমনটা আশা করি না। আমি বিশ্বাস করি, যে পথের নেশায় পথে পথে ঘুরে বেড়াই, সেই পথের দেখা আমি পাবই........
আমার বাড়ির সামনে এক টুকরো জমি আছে সেখানে একটি যৌথ ফ্যাক্টরী নির্মানের প্রস্তাব দিয়েছে আমার পরিচিত একজন মানুষ
প্রস্তাবের সারাংশ নিম্নরুপ ।
০১। ফ্যাক্টরি আমার যায়গায় হবে
০২। আমার যায়গা আর প্রজেক্ট দেখিয়ে ৭০ % টাকা আসবে লোনে ফেরত দেয়ার দায়িত্ব আমাকে নিতে হবে মাল বেচে । মাল আমাকেই কিনতে হবে । দাম হতে হবে আন্তজার্তিক মানের ।
০৩। ফ্যাক্টরি পরিচালনা করবে তারা বেতন দিতে হবে ইন্টারন্যাশনাল ষ্কেলে আমার পাড়া পড়শি আত্মীয়রা যোগ্য হলেও কম বেতনে রাজি হলেও তাদের জব হবেনা ।
০৪। তারা টাকা দিবে ১৫% । কিন্তু শেয়ার দিতে হবে ৫০%
আমি বোকা সোকা মানুষ বুঝতি পারতিছিনা কি করবো। এদিকে ছোট ভাইডা কান্না কাটি করতিছে, জমিডা ওই করে কম্মে খায় । আমার আবার কাশির ব্যারাম ফাক্টরি থেকে নাকি ধোয়া বেরুবিনে । কিন্তা বড় আপা বার বার কচ্ছে অতে কিছু হবেনা জমিডা দিয়েদে ফ্যাক্টরি কর ।তার ছেলেডা ওগে বাড়ি থেকে পড়ালেখা করিছিলতো সেইজন্য এইরাম কতিছে মনে কয়।
আপনারা কন এই ফ্যাক্টরি কি আমি করবো? আপনারা ময় মুরুব্বি যা কবেন তাই করবো।
এটা একটা ফেজবুকীয় বানোয়াট গল্প ।এই ঘটনা বাস্তবের কোন কিছুর সঙ্গে সম্পর্কিত নয়, অতএব অযথা কার্ও চুলকানী উঠলে লেখক দায়ী নয়।
[ সংগ্রহ ঃ ফেজবুক ]
০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০৮
পথহারা সৈকত বলেছেন:
২|
০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৩
সোহানী বলেছেন: @প্রভাষ প্রদৌত হাহাহা... আপনি লেখকের কথার মর্ম বুঝতে পারেন নাই।
কোন কিছুর বিনিময়ে সুন্দরবনকে দিতে চাই না..............
০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০৮
পথহারা সৈকত বলেছেন: কোন কিছুর বিনিময়ে সুন্দরবনকে দিতে চাই না.............
+++++++++++++++++++
৩|
০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১০
ম্যাংগো পিপল বলেছেন: সোহানী বলেছেন: @প্রভাষ প্রদৌত হাহাহা... আপনি লেখকের কথার মর্ম বুঝতে পারেন নাই।
কোন কিছুর বিনিময়ে সুন্দরবনকে দিতে চাই না..............
০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২২
পথহারা সৈকত বলেছেন: কোন কিছুর বিনিময়ে সুন্দরবনকে দিতে চাই না..............
৪|
০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩১
বশর সিদ্দিকী বলেছেন: আমাদের একটাই বন। আমরা কিছুত্ই এটি কারো হাতে তুলে দিত পারি না।
০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১৪
পথহারা সৈকত বলেছেন: কোন কিছুর বিনিময়ে সুন্দরবনকে দিতে চাই না..............
৫|
০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩৪
হাসান কালবৈশাখী বলেছেন: Click This Link
০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২৬
পথহারা সৈকত বলেছেন: অনেক ভাল যুক্তি.......... ফারাক্কা বাধ করলে আমাদের কোন ক্ষতি হবে না..... টিপাইমুখ বাধ করলে আমাদের কোন ক্ষতি হবে না........... সব অপপ্রচার.....................
আসুন মনে মনে জপ করি
"ভারত আমাদের বন্ধু, ভারত আমাদের বন্ধু, ভারত আমাদের বন্ধু
ভারত আমাদের বন্ধু, ভারত আমাদের বন্ধু,ভারত আমাদের বন্ধু
ভারত আমাদের বন্ধু,ভারত আমাদের বন্ধু,ভারত আমাদের বন্ধু
........................................................................................"
ভারত মাতা কি জয়..........!! ভারত মাতা কি জয়..........!!
৬|
০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪২
আহমেদ নিশো বলেছেন: বিয়া বইতে পারছ, আর অহন সংসার করবানা।
০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১৩
পথহারা সৈকত বলেছেন: বিয়া বইতে পারছ, আর অহন সংসার করবানা।
©somewhere in net ltd.
১|
০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:০১
প্রভাষ প্রদৌত বলেছেন: ভাই বাটপারের পাল্লায় পরবেন না ।