![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি পথহারা পথিক...পথে পথে ঘুরে বেড়াই, পথের নেশায়....লোকের কথা শুনি, কখনো কখনো বলার চেষ্টাও করি। আমার কথা সবার ভাল লাগবে এমনটা আশা করি না। আমি বিশ্বাস করি, যে পথের নেশায় পথে পথে ঘুরে বেড়াই, সেই পথের দেখা আমি পাবই........
ইহা কোন হাম্বা বা আবাল বান্ধব পোষ্ট নয়। ক্যাচালবাজ বন্ধুরা দুরে গিয়া মরেন। এখানে আইসা গন্ধ ছড়ানোর কোন দরকার নাই।
দুই নেত্রীর ফোনালাপ গণমাধ্যমে প্রকাশের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বুধবার চট্টগ্রামের অনুষ্ঠিত গণসংলাপে এ কথা জানান তিনি। ইনু বলেন, যারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার কথোপকথন গণমাধ্যমে প্রকাশের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে অতিদ্রুত ব্যবস্থা নেয়া হবে। কিন্তু দু-দিন আগে এই তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুই দুই নেত্রীর ফোনালাপ গণমাধ্যমে প্রকাশের পক্ষে বলেছিলে। তার কথা শুনে আমি **দনা হয়ে গেলাম
তথ্য সুত্র: রাইজিংবিডি
৩০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:১৪
পথহারা সৈকত বলেছেন: ভয় কিসের ইনু সাহেবের।
২| ৩০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:১৩
পরিবেশ বন্ধু বলেছেন: ইনু সাহেব এখন হতবিহবল
৩০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:২০
পথহারা সৈকত বলেছেন: পরিবেশ বন্ধু বলেছেন: ইনু সাহেব এখন হতবিহবল ..
কথা কি সত্য....???
৩| ৩০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:১৫
সদয় খান বলেছেন: কন কি ? আমরাও এইডা নিয়া ব্যাপক হাসি তামসা করছি । আমগোরে আবার ধরবো নাতো ?!
৩০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:১৭
পথহারা সৈকত বলেছেন: চিন্তার বিষয়........... :-& :-& :-& :-& :-&
৪| ৩০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৭
এন ইউ এমিল বলেছেন:
৩০ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২৮
পথহারা সৈকত বলেছেন:
৫| ৩০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৪
শিপন মোল্লা বলেছেন: ২৫ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় সরকারের উদ্দেশ্যে খালেদা জিয়া বলেছিলেন, আমাদের ফেলার জন্য গর্ত খুড়েছেন? সেই গর্তে আপনার নিজেরা পড়বেন! তাই হতে যাচ্ছে। ইনুর বহুল চেষ্টায় করা আইসিটি আইনের খাড়া অবশেষে তার উপরেই পড়তে যাচ্ছে!
চ্যানেল গুলো ছাড়াও এ মামলায় আসামী হবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, কারন তিনি আগেই প্রেস কন্ফারেন্স করে ঘোষনা দিয়েছিলেন, এ টেলিফোনের টেপ প্রকাশ করা হবে। সাংবাদিকরা প্রশ্ন করলে তথ্যমন্ত্রী বলেন, “দেখি- আমরাতো রেকর্ড করিনি, যারা রেকর্ড করেছে তাদের কাছ থেকে পেলে প্রকাশ করে দেব।” যদিও এখন বলছেন তিনি জড়িত নন।
চ্যানেল দু’টি লংঘন করেছে আইসিটি আইন ২০১৩, গোপনীয়তা আইন ১৯২৩ এবং বাংলাদেশ টেলিযোগাযোগ আইন ২০০১। এর শাস্তি হিসাবে চ্যানেল দু’টি বন্ধ হয়ে যেতে পারে, জড়িতদের সর্বোচ্চ ১৪ বছরের জেল ও অর্থদন্ড হতে পারে।
বাংলাদেশ জিন্দাবাদ। ইনু জাহান্নামে জাক।
৬| ৩০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৭
প্যাপিলন বলেছেন: যারা পড়েছেন তারা নিকটস্থ গরম কোন মাজারের দান বাক্সে অতিসত্বর কিছু ফেলে আসেন
৩১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৬
পথহারা সৈকত বলেছেন: বাংলাদেশ জিন্দাবাদ।
৭| ৩০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৮
মেমননীয় বলেছেন: সকালে এককথা, বিকালে আরেক।
পুরা এরশাদ স্টাইল।
৩১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:০৭
পথহারা সৈকত বলেছেন: লোল........রে.........লোল......
৮| ৩০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫২
শাহ আজিজ বলেছেন: Click This Link
বারো হাত কাকুরের তেরো হাত বিচি ।
৩০ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২৬
পথহারা সৈকত বলেছেন: শাহ আজিজ বলেছেন: Click This Link
বারো হাত কাকুরের তেরো হাত বিচি ।
৯| ৩০ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩০
©somewhere in net ltd.
১|
৩০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:১১
ডাকপিয়ন রািকব বলেছেন: ভয় কিসের ইনু সাহেবের। গোপন তথ্য ফাস হয়ছে নাকি??