নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পথের মাঝে খুজে পাবে আসল ঠিকানা...

আমি পথহারা পথিক...পথে পথে ঘুরে বেড়াই, পথের নেশায়....লোকের কথা শুনি, কখনো কখনো বলার চেষ্টাও করি। আমার কথা সবার ভাল লাগবে এমনটা আশা করি না। আমি বিশ্বাস করি, যে পথের নেশায় পথে পথে ঘুরে বেড়াই, সেই পথের দেখা আমি পাবই........

পথহারা সৈকত

আমি পথহারা পথিক...পথে পথে ঘুরে বেড়াই, পথের নেশায়....লোকের কথা শুনি, কখনো কখনো বলার চেষ্টাও করি। আমার কথা সবার ভাল লাগবে এমনটা আশা করি না। আমি বিশ্বাস করি, যে পথের নেশায় পথে পথে ঘুরে বেড়াই, সেই পথের দেখা আমি পাবই........

পথহারা সৈকত › বিস্তারিত পোস্টঃ

আবার আসছে বাকশাল...... !:#P !:#P !:#P !:#P !:#P পথ চেয়ে বসে আছি প্রিয় বাকশালের জন্য :!> :!> :!>

১৩ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৩

ক্যাচালবাজ ব্লগার বন্ধুরা দুরে থাকুন..... X( X( এই বাকশাল সেই বাকশাল নয় ;) এই বাকশাল আমার বাক্তিগত বাকশাল। সাত সকালে মনের সুখে ঘুমাচ্ছিলাম, একটা বিরক্তিকর কল। বিগত ৪-৫ বছর ধরে সকাল বেলার এই অত্যাচার সয্য করে আসছি :(( । আর সয্য হয়না X( একটা পেত্নি ফোন করেছে। প্রিয় পাঠক একটু অপেক্ষা করুন.... ফোনালাপটা শেষ করি।



আমি: কিরে পেত্নি.......এই সাত সকালে জ্বালাচ্ছিস কেন ?X((X((X((



পেত্নি: ও...ই ছেমড়া তোরে না কইছি আমারে পেত্নি কইবি না..!! X(



আমি: ছড়ি....পেত্নি, এখন থেইক্যা তোরে মটকু পেত্নি ডাকুম.... ;) কি খুশি..? :P :P



পেত্নি: তোর কাছে আমার কল দেওয়াটাই ভুল হইছে....X((X(( আজকের সকালটা..ই মাটি হল। আমি না ডাকলে তুই তো তোর অফিস মিস করতি...বসের ঝাড়ি খাইতি.....এই কান ধরলাম....আর তোর কাছে ফোন করব না.... তুই জাহান্নামে যা..... X( X( X( X( তাতে আমার কী??



আমি: আলহামদুল্লিলাহ্ ..... এতদিন পর তোর সুবুদ্ধি হল। তুই ফোন না করলে আমি যে কি শান্তিতে থাকব..... আহ্....... ভাবতেই মনটা ভরে যাচ্ছে.......... !:#P !:#P



পেত্নি: তোর শান্তির গুষ্টি কিলাই........ তোর জীবন টা আমি ছারখার করব... তোর ঘাড় না মটকানো পর্যন্ত আমি তোকে ছারছি না। আজকেই খালাম্মাকে কল দেব B-)) B-))



আমি: দে....দে.... এখনই কল দে...... :) :) :) কল দিয়ে কোন লাভ নাই... আব্বু আমার জন্য মেয়ে দেখা শুরু করেছে... তার একটা বন্ধুর মেয়েকে না কি তার খুব পছন্দ হইছে.... :P :P :P :P আর মেয়েটা নাকি খুবই সুন্দর.... :D :D :D



পেত্নি: কি ????? মেয়ে দেখতেছে..... X( X( X( X( তুই আব্বুকে আমার কথা বলিস নাই.......X(X(



আমি: বলেছি তো........B-)B-)



পেত্নি: কি বরেছিস....???



আমি: বলেছি..... তুই আমার খুব ভাল বন্ধু.........আমার খুব কেয়ার নিস।

এ ছাড়া আর কি বলার আছে বল....? :P আর তোর সাথে তো চুক্তিই ছিল যে, যত দিন আমার বিয়ে হয়নি তুই আমার কেয়ার টেকার হয়ে থাকবি:P। নতুন সরকার (বউ) আসলে ক্ষমতা হস্তান্তর করে তুই বিদায় নিবি...:D



পেত্নি: এই দামড়া ছেমড়া.... তোর বিয়ের সখ আমি মিটাচ্ছি...হতচ্ছড়া কোথাকার....X((.বাকশালের নাম শুনছস...?X(( প্রয়োজনে তোর আম্মু-আব্বুর সাথে গোলামীর চুক্তি করুম....তোরে অবৈধ ট্রানজিট দিব....:P:P তারপর তোর ঘরে বাকশালী কায়দায়....একনায়কতন্ত্র কায়েম করব.....X(X(X( আজীবন তোরে আঁচলে বেঁধে রাখব।:):)



আমি: অবৈধ ট্রানজিট দিবি.........???:P:P:P:P



পেত্নি: ও........রে আমার পিতলাঘুঘু সোনার চাঁন......অবৈধ ট্রানজিট নিবি ??X(X( আগে লোকজন ডেকে তিন বার কবুল বলে আজীবনের জন্য চুক্তি কর।



আমি: আইচ্ছা........ ট্রানজিট না দিবি, না দে, কোন সমস্যা নাই কিন্তু ট্রানজিটের জন্য জরীপ করতে দিবি........??



পেত্নি: বেয়াদ্দপ ছেমড়া ফোন রাখ.........X((X((X(( (ঘ্যাচ্যাং....)



মন তো আর মানে না... :!> আর কত দিন আমার পেত্নির বাকশালের অপেক্ষা করব?:((:(( মন চাচ্ছে... সেনা অভু্যত্থান ঘটিয়ে এক দিনেই আমার পেত্নিকে দখল করি...... B-)B-)



[বি:দ্রি: ওই পেত্নিই আব্বুর বন্ধুর মেয়ে :D ]

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪০

বিজন শররমা বলেছেন: প্রধান মন্ত্রী ছাড়া অন্য সব মন্ত্রীদের পদ এই মুহুর্তে শুন্য । তবে এ কারনে দেশের রুটিন কাজে শুন্যতা তৈরীর হবে না। কারন মন্ত্রীদের অবর্তমানে সেক্রেটারীগন প্রেসিডেন্টের অধীনে ও তত্ত্বাবধানে কাজ করতে পারেন । বরঙ পদত্যাগী মন্ত্রীদের অধীনে কাজ করাই হবে তাদের জন্য বিপজ্জনক । রাজনীতিকরা না হয় পরে দল বদল করে, রাজনীতি ছেড়ে দিয়ে অথবা বিদেশে গিয়ে জবাবদিহি এড়াতে পারবেন, কিন্তু প্রজাতন্ত্রের সরকারী কর্মচারীরা কি ভাবে তা এড়াবেন ?
আওয়ামী লীগ চেয়েছিল দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে, এটা সংবিধান সম্মত । আর বি এন পি চাচ্ছে তত্ত্বাবধায়ক সরকার, তা এই মুহুর্তে সংবিধান বহির্ভূত । আবার অবস্থা বেগতিক দেখে এখন আওয়ামী লীগ চাচ্ছে বহুদলীয় সরকারের অধীনে নির্বাচন করতে, এটা সংবিধান বহির্ভূত । এটা করতে হলে সংবিধান সংশোধন করতে হবে । আর সংবিধান সংশোধন করতে হলে তত্ত্বাবধায়ক সরকারই যুক্তিযুক্ত । কারন আওয়ামী লীগ জনগনের ম্যান্ডেট ছাড়াই তত্ত্বাবধায়কের বিধান বাতিল করেছে, যা দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের পছন্দ ছিল ।

১৩ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪৯

পথহারা সৈকত বলেছেন: @বিজন শররমা ,

পোস্ট পরুন তারপর মন্তব্য করুন...........মনে হচ্ছে আপনি পেইড এবং মাল্টি নিক :P :P ঘ্যাচ্যাং... ঘ্যাচ্যাং... ঘ্যাচ্যাং... ঘ্যাচ্যাং...




২| ১৩ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪৪

শাহাদাৎ অালম বলেছেন: ভাইের চরম হেয়েছ েলখাটা।মন চাচ্ছে... সেনা অভু্যত্থান ঘটিয়ে এক দিনেই আমার পেত্নিকে দখল করি...... :P :P

১৩ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫৩

পথহারা সৈকত বলেছেন: কি করব বলেন ? মন তো আর মানে না........:P ২৮ টা বছর চলে যাচ্ছে..... :((:((

ধন্যবাদ আপনাকে

৩| ১৩ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫৯

জনাব মাহাবুব বলেছেন: [img|http://cms.somewhereinblog.net/ciu/image/158045/small/?token_id=f7dbd0917ceb1af98aa44e90d8c40494 :P :P :P :P :P :P :P :P :P :P :P

১৩ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:২৬

পথহারা সৈকত বলেছেন: :P :P :P :P

৪| ১৩ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:০১

জনাব মাহাবুব বলেছেন: একটা ফটো দিতে চাইছিলাম কিন্তু ফটো মিস হইয়া গ্যাছে :(( :(( :(( :(( :((


পেত্নির জন্য শুভ কামনা। দুইজনে মিল্লা এবার বাকশালের হুকুম জারী করেন। আমরা মিষ্টি নিয়া আইতাছি। ;) ;) ;) ;) ;)

১৩ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:১১

পথহারা সৈকত বলেছেন:

গুড....... ভেড়ি.....গুড.... মিষ্টি আনবেন ভাল কথা... :D :D :D কিন্তু টাংগাইলের চমচম আনবেন........... :P :P টাংগাইলের চমচম তিনার খুবই পছন্দ...... :D :D :D


৫| ১৩ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪১

জনাব মাহাবুব বলেছেন: তিনার সব খবরই রাখেন দেখি, তলে তলে এতদুর। :P :P :P


বুঝাই যাচ্ছে পেত্নিরে আফনে সুখেই রাখবেন। গুড ---গুড ----ভেরি গুড। !:#P !:#P !:#P


আহা! পেত্নির চাঁন কপাল। B-) B-) B-) B-) B-)

১৩ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৯

পথহারা সৈকত বলেছেন: আহা! পেত্নির চাঁন কপাল। B-) B-) B-) B-) B-)

৬| ১৩ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:২৯

শাহাদাৎ অালম বলেছেন: েগালােপর জন্য ধন্যবাদ। অাপনার হেলা চান কপাল । অাপনার একটা েপত্নী অােছ। অামার তা ো েনই।থাকেল অািম ো বাকশাল কােয়ম করতাম। :P :P

১৩ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২৩

পথহারা সৈকত বলেছেন: অাপনার একটা েপত্নী অােছ। অামার তা ো েনই।


:(( :(( :(( :(( :(( :((

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.