![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি পথহারা পথিক...পথে পথে ঘুরে বেড়াই, পথের নেশায়....লোকের কথা শুনি, কখনো কখনো বলার চেষ্টাও করি। আমার কথা সবার ভাল লাগবে এমনটা আশা করি না। আমি বিশ্বাস করি, যে পথের নেশায় পথে পথে ঘুরে বেড়াই, সেই পথের দেখা আমি পাবই........
একটু একটু করে চোখ মেলে তাকালেন আব্দুল মালেক, ঠিক বুঝতে পারছেন না তিনি কোথায়। শরীরের নীচের অংশের কোন সাড়া পাচ্ছেন না। তবে তিনি যে বেঁচে আছেন এটা অনুভব করতে পারছেন,এই অনুভুতিই তাকে খুব বেশি যন্ত্রনা দিচ্ছে। এমন তো হওয়ার কথা ছিল না, তবে কি তার মিশন ব্যর্থ ? এই মিশনটা অনেক পরিকল্পনা ও ত্যাগের ফসল। তিল তিল করে গড়ে তোলা একটা মিশন এই ভাবে ব্যার্থ হতে পারে না। সে মনে করার চেষ্টা করছে.. হামলার আগে ঠিক কি কি করেছিল.... প্রতিটি টাইমিং সার্কিট, ইগনেশন প্লাগ.. এইচ-ই-এন-বি-সি ( Highly explosive nanosilicon-based composite ) চেম্বার শেষ বারের মত চেক করে একত্রে সংযোগ করার সময় কিছুটা অন্যমনস্ক হয়ে পড়েছিল কিন্তু সব কিছু ঠিক মত করতে পেরেছিল, সঠিক সময়ে, সঠিক স্থানে গিয়ে সেই লাল পুশ বাটন টেপার সময় হাত একটু কেঁপে উঠেছিল কিন্তু ঠিকই পুশ করতে পেরেছিল..... তারপর বিকট শব্দ... হাজার হাজার বজ্রপাতের ঝলকানী.....আর কিছু মনে নাই..... প্রচন্ড ব্যাথা অনুভব হচ্ছে শরীরের মধ্যে...চোখের সামনে সব ঝাপশা হয়ে যাচ্ছে... হঠাৎ ধপ করে সবগুলি আলো নিভে গেল......
( আপনাদের মতামত প্রয়োজন চলবে....)
©somewhere in net ltd.