নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পথের মাঝে খুজে পাবে আসল ঠিকানা...

আমি পথহারা পথিক...পথে পথে ঘুরে বেড়াই, পথের নেশায়....লোকের কথা শুনি, কখনো কখনো বলার চেষ্টাও করি। আমার কথা সবার ভাল লাগবে এমনটা আশা করি না। আমি বিশ্বাস করি, যে পথের নেশায় পথে পথে ঘুরে বেড়াই, সেই পথের দেখা আমি পাবই........

পথহারা সৈকত

আমি পথহারা পথিক...পথে পথে ঘুরে বেড়াই, পথের নেশায়....লোকের কথা শুনি, কখনো কখনো বলার চেষ্টাও করি। আমার কথা সবার ভাল লাগবে এমনটা আশা করি না। আমি বিশ্বাস করি, যে পথের নেশায় পথে পথে ঘুরে বেড়াই, সেই পথের দেখা আমি পাবই........

পথহারা সৈকত › বিস্তারিত পোস্টঃ

খেলাটা কেউ ধরতে পেরেছেন? বাংলাদেশ ক্রিকেটের অনিশ্চিৎ গন্তব্য....(চুচিলরা দুরে থাকুন)

২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০১

ঘটনা হলো আগামী টি-টুয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশে হবার কথা !

আই রিপিট হবার কথা !

যদি ভারতের সাজানো ছকে ছাহবাগীদের ( আপনাদের নিশ্চয় মনে আছে রেন্ডিয়ার এক পত্রিকা বলেছিল শাহাবাগে রেন্ডিয়া সমর্থনপুষ্ট )পাকিস্তান দুতাবাস আক্রমন ,হাসিনা সরকারের রিভার্স জঙ্গী নাশকতা, একদলীয় নির্বাচন করে দেশকে অব্যহত সংঘাতের দিকে ঠেলে দেয়া যায়........



নিরাপত্তার অজুহাতে পাকিস্তানসহ কয়েকটা বড় দেশ যেমন ভীতু ইংল্যান্ড,অস্ট্রেলিয়া আসন্ন বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানাবে ....



ফলাফল :

জরুরিভিত্তিতে বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরিয়ে পাশ্ববর্তী দেশ ভারতে স্থানান্তর করবে আইসিসি !



বিশ্বকাপ আয়োজন করার ক্ষেত্রে স্পন্সর মানি , বিদেশী পর্যটক ইত্যাদি ক্ষেত্রে থেকে দেশের বেশ ভালো টাকা আয় হয় । তার থেকে বড় কথা আমাদের দেশের ব্রান্ডিং হয় । বিদেশীরা আমাদের দেশে আসতে উৎসাহ পায় । কিন্তু এখন?



এমনেই আমদের সাথে হারার ভয়ে কেউ আমাদের মাটিতে খেলতে চায় না ! :D এরফলে ভবিষ্যতে আরো অনেক দেশই আমাদের দেশে খেলতে চাবেনা !অর্থাৎ এখন যেমন কেউ পাকিস্তানে খেলতে চায় না ভবিষ্যতে কেউ বাংলাদেশে খেলতে চাবে না!



মানে একচেটিয়া ভাবে সব সুযোগ সুবিধা ভারত ভোগ করবে!!!



হায়রে ভন্ড দেশ প্রেমিকরা আর কত আমার দেশকে _*_ মারবি ? তোদের কাছে নিজের দেশের থেকে আসলে ভারত ই বড়! তো ভারত চলে যাস না কেন?





[ বি.দ্র: মুল লেখা কিন্চিৎ সংকলিত ]



মন্তব্য ২৪ টি রেটিং +০/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫১

বিলাসী বলেছেন: ভারত কি তাহলে ছক একে সব কিছু করছে? আমরা তো তাহলে নাদান হয়ে আছি।

২১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৬

পথহারা সৈকত বলেছেন: আমরা তো তাহলে নাদান হয়ে আছি। :( :( :( :(

২| ২১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৫

মোঃ আনারুল ইসলাম বলেছেন: আজকে খেলার নিউজ দেখে পুরাই টাসকি খাইলাম। ভারত নিজের সার্থের জন্য কত নিচে নামতে। ছি ছি ছি ছি

২১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৬

পথহারা সৈকত বলেছেন: হায়রে ভন্ড দেশ প্রেমিকরা আর কত আমার দেশকে _*_ মারবি ? তোদের কাছে নিজের দেশের থেকে আসলে ভারত ই বড়! তো ভারত চলে যাস না কেন?

৩| ২১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৭

ম্যাংগো পিপল বলেছেন: হায়রে ভন্ড দেশ প্রেমিকরা আর কত আমার দেশকে _*_ মারবি ? তোদের কাছে নিজের দেশের থেকে আসলে ভারত ই বড়! তো ভারত চলে যাস না কেন?

ভাদাগুলিরে ভারতে রপ্তানী করে দেশকে কলংক মুক্তু করতে হবে।

২১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০২

পথহারা সৈকত বলেছেন: ভাদাগুলিরে ভারতে রপ্তানী করে দেশকে কলংক মুক্তু করতে হবে। :D :D :D

৪| ২১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৩

আতিকুল০৭৮৪ বলেছেন: sob kicui indiar icca onujayi hocce

২১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৮

পথহারা সৈকত বলেছেন: ভাদাগুলিরে ভারতে রপ্তানী করে দেশকে কলংক মুক্তু করতে হবে। :D :D :D

৫| ২১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১২

পৃথিবীর আলো বলেছেন: ভারতের দোষ দেখতেছেন, আর কিছু চোখে পড়ছে না ? দেশের যদি এই পরিস্থিতি না হতো, তবে তো এই ধরনের কোন কথাই উঠতো না। ২০১১ বিশ্বকাপ নিয়ে তো কোন কথা হয় নাই। আর পরিস্থিতি ঠান্ড না হলে, এমনিতেই সুযোগ ভারতের কাছে চলে যাবে। খেলা তো হবেই। ফাকিস্তান তো আগেই বাদ। এইবার বাংলাদেশটারে করবেন বরবাদ, তারপর তো ভারত আইসিসির কাছে ডিফল্ট চয়েস। সুতরাং যারা দেশটাকে ব্যর্থ রাষ্ট্র বানানোর জন্য খেলছে তাদের বিরুদ্ধে কথা বলেন। নিজে চালনি হয়ে আমরা শুধুই সুঁচকে বলি তোর পাছায় কেন ছেদা.... ???

বি:দ্র: আমি ভারতের পক্ষ নিয়ে কিছু বলি নাই। কেউ মাইন্ড কইরেন না।

২১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৯

পথহারা সৈকত বলেছেন: বি:দ্র: আমি ভারতের পক্ষ নিয়ে কিছু বলি নাই। কেউ মাইন্ড কইরেন না। :P :P :P

৬| ২১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৭

অগ্নি সারথি বলেছেন: যাহা কিছু হারায় গিন্নী বলেন কেষ্টা বেটাই চোর। কিছুদিন আগে মনে হয় সাউথ আফ্রিকার কুচো দল নিরাপত্তার অভাবে রনে ভঙ্গ দিয়ে চলে গিয়েছিল। তাইনা? কেনু? কিউরিয়াস মাইন্ড জানবার চায়?

২১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪১

পথহারা সৈকত বলেছেন: আপনি কি ভাদা...??? :P :P :P কিউরিয়াস মাইন্ড জানবার চায়?

ধন্যবাদ

৭| ২১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪৬

রাজীব দে সরকার বলেছেন:
সহমত উইথ পৃথিবীর আলো

২১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫৫

পথহারা সৈকত বলেছেন: বি:দ্র: আমি ভারতের পক্ষ নিয়ে কিছু বলি নাই। কেউ মাইন্ড কইরেন না। :P :P :P

৮| ২১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫৯

চাঁন মিঞা সরদার বলেছেন:
এই পরিস্থিতির জন্য একমাত্র দায়ী আউয়ামী অপশক্তি। এই সরকারের কর্ম কান্ড দেখে তাকে হিন্দুস্তানী কৃত দাসের মতন মনে হচ্ছে। আর এই একনায়ক তন্ত্রের জন্য আউয়ামী-লীগ কে যুগ যুগ ধরে পস্তাতে হবে।

২১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০২

পথহারা সৈকত বলেছেন: আসুন জোরসে বলি... ভারতমাতা কী... জয়.... :P :P :P :P

৯| ২১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৩

পৃথিবীর আলো বলেছেন: আমি বুঝলাম না কপি পেষ্ট ই যদি করবেন কমেন্ট রিপ্লাই করার দরকার কি ? কিছু বলার থাকলে সরাসরি বলাই ভাল। @ লেখক

২১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৪

পথহারা সৈকত বলেছেন: Valo khotha bolasen vai..... Thanks...

১০| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৮

কলাবাগান১ বলেছেন: বাসে আগুন, রগ কাটা, ৯০০০ গাছ কাটা, ১০০ ও বেশী মানুষ খুন পুলিশের হাত পা ভাংগা, ক্রিকেট টিমে ককটেল মারা সবই ভারত করছে,

তাহলে জামাতি রাজাকারদের অবরোধ ভারতই করে দিচ্ছে!!!!!!!!!

ভারতের বিচার চাই

২২ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪০

পথহারা সৈকত বলেছেন: তাহলে জামাতি রাজাকারদের অবরোধ ভারতই করে দিচ্ছে!!!!!!!!! :P :P :P

১১| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৬

অগ্নি সারথি বলেছেন: আপনে পাকি দালাল হলেই কি অন্যকে ভাদা ভাববেন? আমার কথাগুলো বোঝার ক্ষমতা আপনার আসলেই নাই। শোনেন মিয়া আজকের এই অবস্থার জন্য দায়ী ভারত নয়, দায়ী হল বিম্পি, আম্লীগ আর আপনার পেয়ারের ছাগুস। এইটা আগে বুইঝা লন তারপর আপনার কিউরিয়াস মাইন্ড লইয়া আইসেন আমি ভাদা না পাদা এইডা জানতে, কাডাল পাতা সমেত বুঝায়া দিমু।

২২ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪২

পথহারা সৈকত বলেছেন: শোনেন মিয়া আজকের এই অবস্থার জন্য দায়ী ভারত নয়, দায়ী হল বিম্পি, আম্লীগ আর আপনার পেয়ারের ছাগুস। :P :P :P

১২| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভারতের চাল বোঝা বড় দায়?

০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৯

পথহারা সৈকত বলেছেন: You are 100% right

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.