![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি পথহারা পথিক...পথে পথে ঘুরে বেড়াই, পথের নেশায়....লোকের কথা শুনি, কখনো কখনো বলার চেষ্টাও করি। আমার কথা সবার ভাল লাগবে এমনটা আশা করি না। আমি বিশ্বাস করি, যে পথের নেশায় পথে পথে ঘুরে বেড়াই, সেই পথের দেখা আমি পাবই........
এইতো সে...দিন মানে গতকাল টি২০-এর উদ্বোধনী কন্সার্টখানা আমাদের কত কি শিক্ষাই না দিয়ে গেল...!!! আহা...!! মরি...মরি.... রুপের কি ছটা..। বিশ্বের মাঝে প্রমান হয়ে গেল আমরাও পারি। *ত্যানাধারী যুব উচ্ছাসে ভেসে গেল বঙ্গবন্ধু ষ্টেডিয়ামের প্রতিটি বালুকোণা। মিথ্যা বলবনা অনুষ্ঠান দেখছিলাম আর হৃদয় আবেগে ভাসছিলাম....আনন্দে চোখে পানি চলে আসছিল। চিন্তা করছিলাম...দেশ কত এগিয়েছে.....এই যুবশক্তিই পারবে দেশ কে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করতে।
প্রার্থনা করি, এগিয়ে যাও তোমরা.... এখনই সময়।তোমরা কেন মান্ধাত্বার আমলের সেকেলে অন্ধ বিশ্বাসের কাছে মাথা নত করবে? তোমরা( যুবক-যুবতীরা) হাতে হাত ধরে হিন্দি- ইংরেজি-বাংলা মিশিয়ে নাচ-গান করে জীবন কে উপেভাগ কর, ইচ্ছা করলে লিটনের ফ্লাটে যাও কােন সমস্যা নাই....কিন্তু খবরদার...!! আমার ত্যানা নিয়ে প্রশ্ন করবা না ... কারন ত্যানা আমার স্বপ্ন দেখায়.... ত্যানা আমায় হাঁসায়.. ত্যানা আমায় কাঁদায়.....
যখন তােমাদের লক্ষ কন্ঠে গেয়ে ওঠার কথা এ আর রাহমান ''কাউয়ালী-ভাউয়ালী, প্যা-প্যা, চ্যা-চ্যা'' .... অথবা AKON এর "I WANNA FUCK YOU ... FUCK YOU ....I WANNA FUCK YOU ... FUCK YOU" তখন কী...না তোমরা বাংলা গান... আইয়ু বাচ্চুদের অপমান নিয়ে ত্যানা পেচাও......
১৪ ই মার্চ, ২০১৪ দুপুর ২:০৭
পথহারা সৈকত বলেছেন: কিন্তু খবরদার...!! আমার ত্যানা নিয়ে প্রশ্ন করবা না ... কারন ত্যানা আমার স্বপ্ন দেখায়.... ত্যানা আমায় হাঁসায়.. ত্যানা আমায় কাঁদায়.....
২| ১৬ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৫৪
আদম_ বলেছেন: ত্যানাআআআআআ............
৩| ১৬ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:০৬
মদন বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৪ ই মার্চ, ২০১৪ দুপুর ২:০৫
নিশাত তাসনিম বলেছেন: আপনাকে বাঁচতে হলে মানতে হবে, যে তারুণ্য একদিন উর্দুকে তাড়িয়েছিলো সে তারুণ্যকে চেতনার পরিপূর্ণ বহিঃপ্রকাশ ঘটানোর জন্য হৃদয়ে হিন্দিকে লালন করতে হবে। খবরদার তারুণ্য কখনো যেন প্রশ্ন করোনা হিন্দিকে বুকে লালন করার জন্যই কি উর্দুকে তাড়িয়েছিলাম ?
এমন প্রশ্ন করলে ত তে তারুণ্য তুই রাজাকার তুই ছাগু ।