নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পথের মাঝে খুজে পাবে আসল ঠিকানা...

আমি পথহারা পথিক...পথে পথে ঘুরে বেড়াই, পথের নেশায়....লোকের কথা শুনি, কখনো কখনো বলার চেষ্টাও করি। আমার কথা সবার ভাল লাগবে এমনটা আশা করি না। আমি বিশ্বাস করি, যে পথের নেশায় পথে পথে ঘুরে বেড়াই, সেই পথের দেখা আমি পাবই........

পথহারা সৈকত

আমি পথহারা পথিক...পথে পথে ঘুরে বেড়াই, পথের নেশায়....লোকের কথা শুনি, কখনো কখনো বলার চেষ্টাও করি। আমার কথা সবার ভাল লাগবে এমনটা আশা করি না। আমি বিশ্বাস করি, যে পথের নেশায় পথে পথে ঘুরে বেড়াই, সেই পথের দেখা আমি পাবই........

পথহারা সৈকত › বিস্তারিত পোস্টঃ

"একট্যা দ্যাসের রাজা হামার মাথাত হাত থুয়ে জানবার চ্যাচিল হামি ক্যাংক্যা আছি, ত্যার কতা মনে হলে হামার মনডা ক্যান্দে উঠে বাবু...ক্যান্দে উঠে"

৩০ শে মে, ২০১৪ বিকাল ৪:১০

২০০২ বিএনপি- জামায়াত জোট সরকারের শুরুর দিকের সময়ে কি একটা কারণে আমি দেশের বাড়িতে গিয়েছিলাম। বাড়িতে গিয়ে স্থানীয় কিছু বন্ধুর মাধ্যমে এটা অনুষ্ঠানের দাওয়াত পেলাম।



আমাদের বাড়ির কাছে একটা কলেজ আছে সেখানে তারা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ২১তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে একটা সৃতিচারন ও আলোচনা সভার আয়জন করেছে। মজার বিষয় হল আমার আব্বা হুজুর সেখানে বিশেষ অতিথী, যিনি সারাজীবন নিজেকে বঙ্গ বন্ধুর সৈনিক এবং মুক্তিযোদ্ধা বলে পরিচয় দিতে পছন্দ করেন।



কিছুটা কৌতহল নিয়ে গেলাম অনুষ্ঠানে তারপর কেবল বিস্ময়...বিস্ময়.....বাবা ষ্টেজে তার সৃতিচারন করছেন আমি অবাক হয়ে শুনছি একজন বীরের কর্মগাথা... শুরু করলেন ১৯৭১ সালের ২৬শে মার্চ থেকে শেষ করলেন ১৯৮১ সালের ৩০শে মে দিয়ে ।



এর মধ্যে তার সেক্টর ১ এর অগুনঝরা দিনগুলি এবং ১৯৭৮ সালের খাদ্য বিতরন কর্মসুচীর কথা বেশি এসেছে। বক্তব্য শেষের দিকে বাবার গলা কিছুটা ধরে আসে এবং তিনি তার বিখ্যাত কালো চশমা পড়লেন। আমি ছোট কাল থেকে জানি বাবা তার চোখের জল আড়াল কারার জন্য এই কাল চশমা ব্যবহার করেন।



পেছন থেকে ফুপিয়ে কান্নার শব্দ পাচ্ছিলাম, তাকিয়ে দেখি আমাদের কলেজের সুইপার বিশুদেবের চোখ লাল হয়ে গেছে এবং টপটপ করে জল পড়ছে। আমি বললাম কাঁদছেন কেন? তিনি এবার আরোও ড়ুকরে কেঁদে উঠলেন এবং বল্লেন



"একট্যা দ্যাসের রাজা হামার মাথাত হাত থুয়ে জানবার চ্যাচিল হামি ক্যাংক্যা আছি, ত্যার কতা মনে হলে হামার মনডা ক্যান্দে উঠে বাবু...ক্যান্দে উঠে"



[ অফ টপিক : অতছ তার অনুসারীদের দেখলে লজ্জা লাগে, একজন বীরের অনুসারীরা এরকম ভীতু হয় কি করে ? এত বেহায়া হয় কি করে ? কিভাবে এত চুরি করে...???? ]

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০১৪ বিকাল ৪:১৮

গ. ম. ছাকলাইন বলেছেন: আপনের কতা শুনে হামার খুব ভাল্লাগিচ্চে । কারন হামার বাড়ীও আপনের লাকান বগড়াত ।

৩০ শে মে, ২০১৪ বিকাল ৪:২৯

পথহারা সৈকত বলেছেন: তোমাক তো হামি চিনিচ্চিনা......বগড়াত কুন্টি বাড়ি তোমার...? :D :D :D

২| ৩০ শে মে, ২০১৪ বিকাল ৪:২৩

বোধহীন স্বপ্ন বলেছেন:
দিন দিন আমাদের যে অবনতি হচ্ছে এটা তার প্রমাণ।

৩০ শে মে, ২০১৪ বিকাল ৪:৩০

পথহারা সৈকত বলেছেন: আপনার সাথে একমত

৩| ৩০ শে মে, ২০১৪ বিকাল ৪:৩৯

হতাশ নািবক বলেছেন: কে বারে আপনার বাড়ি বগোড়ত, হামার বাড়িও তো ওটি।

৪| ৩০ শে মে, ২০১৪ বিকাল ৪:৪৪

তারা চাঁন বলেছেন: হামিও কনু বগড়ার ছল। কিন্তু অ্যানা বাইরে। তোমাকেরে কতা শুনা হামারও ভাল্লাগিচ্চে।

৩০ শে মে, ২০১৪ বিকাল ৫:০৩

পথহারা সৈকত বলেছেন: শুনে হামারও ভাল্লাগিচ্চ..তোরা সব কুন্টি আছিলু....
:D :D :D :D

৫| ৩১ শে মে, ২০১৪ সকাল ১০:৫৯

কর্পোরেট ভালোবাসা বলেছেন: হামার বাড়িও বগড়ো. মোকামতলা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.