নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পথের মাঝে খুজে পাবে আসল ঠিকানা...

আমি পথহারা পথিক...পথে পথে ঘুরে বেড়াই, পথের নেশায়....লোকের কথা শুনি, কখনো কখনো বলার চেষ্টাও করি। আমার কথা সবার ভাল লাগবে এমনটা আশা করি না। আমি বিশ্বাস করি, যে পথের নেশায় পথে পথে ঘুরে বেড়াই, সেই পথের দেখা আমি পাবই........

পথহারা সৈকত

আমি পথহারা পথিক...পথে পথে ঘুরে বেড়াই, পথের নেশায়....লোকের কথা শুনি, কখনো কখনো বলার চেষ্টাও করি। আমার কথা সবার ভাল লাগবে এমনটা আশা করি না। আমি বিশ্বাস করি, যে পথের নেশায় পথে পথে ঘুরে বেড়াই, সেই পথের দেখা আমি পাবই........

পথহারা সৈকত › বিস্তারিত পোস্টঃ

ধর্মের মধ্যে রাজনীতি বা ধর্মের মধ্যে সেক্স ঢুকানোর অভিযোগ করে একটা গোষ্টি আপনাকে আমাকে ধর্ম থেকে দুরে রাখার প্রচেষ্টায় লিপ্ত।

০৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫৭

আমার ধর্ম জ্ঞান নেহাত অল্প তাই ধর্ম নিয়া বেশি কথা বলব না। যারা সামুতে নিয়োমিত আছেন তারা খেয়াল করে থাকবেন যে, অতি সম্প্রতি আমাদের একজন ব্লগার তা পোষ্টে খুব চমৎকার ভাবে সেক্স লাইফে ইসলামের বিধান আলোচনা করেছেন এবং ব্লগ কর্তীপক্ষ সেটাকে প্রমোট করার জন্য ষ্টিকি করেছিল। এটা নিয়ে দুই একটা অতিমানব যারা নিজেদের মুক্ত চিন্তার ধারক বাহক মনে করেন তারা হই চই করা শুরু করেছেন। ব্লগ ছাগুতে ভরে গেল.... ধর্মের মধ্যে সেক্স ঢুকিয়ে আপনাকে ধর্মহীন করে দিল.... ব্লা.... ব্লা.....



এদের ধর্মের প্রতি দরদ দেখে আমি পুরাই টাস্কিত। আপনি রাষ্টিয় বা সামাজিক সমস্যাগুলিকে ধর্মের আলকে আলোচনা করতে চান তাহলে এরা আপনাকে জাশি ট্যাগ দিবে...ব্যক্তিগত বিষয় নিয়ে ধর্মের আলকে কথা বলেন আপনাকে ধর্মান্ধ বলবে। এদের মতে ধর্ম খুবই স্পর্শকাতর বিষয় এটা নিয়ে আলোচনা করা যাবে না।



এরা আগে বলত রাজনীতির ভিতর ধর্মকে টানা যাবে না। ধর্ম যার যার রাজনীতি সবার। রাষ্টিয় জীবনে ধর্মের কোন স্থান নাই, ধর্ম ব্যক্তিগত ভাবে পালনের বিষয়। কিন্তু ইদানিং ঐ একই গোষ্টি বলাশুরু করছে, ধর্মের মধ্যে সেক্স ঢুকিয়ে একটি পক্ষ নাকি আমাদের মাথা নষ্ট করছে।



ধর্মের মুল উদ্দশ্যই হল মানুষের জীবনের সুন্দর বিন্যাস। যদি কেউ ধর্মকে বিশ্বাস করেন তাহলে তার জীবনের প্রতিটি কাজেই তার প্রতিফলন পাওয়া যাবে। সেটা রাষ্টিয়, সামাজীক বা একান্ত ব্যাক্তিগত জীবন যা..ই হউক না কেন। আর ইসলাম এমন একটা ধর্ম যেখানে আমাদের জীবনের প্রতিটি কাজের মুলনীতি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বলা আছে।



আজকের সমাজে অবাধ জৈনাচার সামাজের একটা বিরাট ব্যাধী। আজ যেখানে অবৈধ ও আবাধ জৈনাচার, নগ্নতা, বেহাল্লোপনায় ছেয়েে যাচ্চে সমাজ, সেখানে কেউ একজন মুসলিমরা কিভাবে এই সব আপদ থেকে রক্ষা পাবেন এবং মুসলিমদের যৌন জীবন কেমন হবে বা মুসলিমরা কিভাবে তাদের যৌন জীবন উপভোগ করবে তা সুন্দর ভাষায় আলোচনা করতেছেন সেখানে এই অতি মুক্তমনা গোষ্টির চুলকানী শুরু হয়েছে।



ওহে তথাকথিত মুক্তমনা সুশিল সমাজ, তোমাদের কাছে আমার অনুরোধ তোমরা যদি ধর্মকে সয্য না করতে পার তাহলে বাংলাদেশে অনেক সংগঠন আছে যারা নিজেদের ধর্মহীন দাবী করে তাদের সাথে যোগাযোগ কর। তোমরা নিজেদের মধ্যে এন্যাল, ওরাল, মাষ্টার যা খুশি কর আমাদের কোন বাধা নাই। তবে দয়ে করে যার তাদের পিছু লেগে থেক না যারা তাদের ধর্মের অনুভূতি নিয়ে এবং নিজেদের বাক্তিগত জীবনে ইসলাম মেনে চলতে চায়।



ইসলামে যৌন আচরন একটা বৈধ বিষয়। এই বিষয় নিয়ে সয়ং রাসূল তার সাহাবাদের সাথে আলোচনা করেছেন, সঠিক যৌন আচরনের পদ্ধতি বাতেলে দিয়েছেন। সুতরাং এই বিষয়গুলি নিয়ে সালীন ভাষায় আলোচনা অবশ্যই কোন খারাপ কাজ না যার কারনে ধর্মে কালীমা লগে।আমারা সমাজে, পরিবিরে বা ব্যক্তিগত জীবন সব যায়গাতেই ইসলামে ধারন করতে চাই, আমরা বিস্বাস করি গোপনে বা প্রকাশ্যে আমরা যা করি মহান সৃষ্টিকর্তা তা দেখেন।







মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:০৪

সোহানী বলেছেন: সহমত

২| ০৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম..কালকে দেখেও ইগনোর করে গেছি!!!

কারণ বানরকে লাই (প্রশ্রয়) দিলে মাথায় ওঠে...

ঐসব পোষ্টকে জাষ্ট ইগনোর করে যাবেন...

০৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪০

পথহারা সৈকত বলেছেন: উত্তম প্রস্তাব

৩| ০৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪৩

সজিব ইসলাম বলেছেন: সহমত
তবে ঐ পোস্টটিতে যারা মন্তব্য করেছে তাদের ৯৫% ই ঐ লিখার সমালোচনা করেচে।

৪| ০৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:১৪

bakta বলেছেন:





সেক্স যদি নাই করবা
পোলা হইবা কেমনে,
পোলা না রইলে ধরায়
কে রবে ধর্ম পালনে ।

ঘরের কোণে পাঁদার পাশে
যেথাই যেবা করুক না,
আপনি ভাই আচড়ি ধর্ম
জোর করি তা গেলামু না।

ধর্মে ব্যবসা, ব্যবসায় সেক্স
সেক্সেই আবার ধর্ম,
ভূত,বিজ্ঞান,ঈশ্বর,শয়তান
করছে দেখো আপন কর্ম।

আদি যুগেও ছিল ভাই যা
কালও থাকিবে নিশ্চয়ই,
সব শাস্ত্রেই আছে এ বাখ্যা
নয়ত ভাববার কোন বিষয় ই।

যার নাই ভাই আপন স্ত্রী
সে কি করবা ভাবো না,
বৈধ অবৈধ সমাজ বেড়া
আল ডিঙাইয়া খাবা না।

তাই বইল্যা স্বাদ নেমু না
হেই ভাই কেমন কথা,
নাগ-নাগিনী হইলে রাজি
অাটকাবে কোন লতা ?

৫| ০৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৪২

আর্টিফিসিয়াল বলেছেন: হুম।সহমত

৬| ০৫ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:১০

মদন বলেছেন: ++++++++++++++++++++

০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:৫৫

পথহারা সৈকত বলেছেন: :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.