![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি পথহারা পথিক...পথে পথে ঘুরে বেড়াই, পথের নেশায়....লোকের কথা শুনি, কখনো কখনো বলার চেষ্টাও করি। আমার কথা সবার ভাল লাগবে এমনটা আশা করি না। আমি বিশ্বাস করি, যে পথের নেশায় পথে পথে ঘুরে বেড়াই, সেই পথের দেখা আমি পাবই........
আজ আমার জন্মদিন, অবশ্য এটা এই বছরে আমার দ্বিতীয় জন্মদিন । আপনি প্রশ্ন করতে পারেন একই বছরে দুইটা জন্মদিন কামনে হয় ? এটা তেমন বেশি কিছু নয় জনাব ! আপনি হয়ত জেনে থাকবেন বাংলাদেশে একজনের (পড়ুন ৮ পাশ ) এক বছরে ৫টি জন্মদিন পালনের রেকর্ড আছে, সুতরাং আপনার প্রশ্ন অবৈধ (পড়ুন ৫ % )
এটা বাংলাদেশ, এখানে সব সম্ভব। এই ধরুন আপনি রাজাকার, শুধু আপনি নয় আপনার চৌদ্দপুরুষ রাজাকার, এখন শুধু একজনের কোলে গিয়ে বসুন.... সাথে সাথে আপনি ধোয়া তুসশী পাতা হয়ে যাবেন। আপনি নষ্ট বাম/ নাস্তিক ? নো প্রবলম, থুতু বাবার আর্শিবাদ নেন সাথে সাথে আস্তিকতার সার্টিফিকিট পাবেন, মাজারে মাজারে আপনার নামে জয়ধ্বনী দেওয়া হবে, উল্টা-পাল্টা ইতিহাস বলা শুরু করুন... লন্ডন থেকে সয়ং আবাল বাবা আপনাকে তার দরগায় (পড়ুন গান্জা পার্টি) দাওয়াত দিবেন। আর ক কি কি সম্ভব তা না হয় না...ই বললাম(এতে আমার সহ অনেকের ধুতি খুলে যেতে পারে)।
বাদ দেন এই সব রাজনৈতিক প্যাচাল, আসুন সবাই আমাকে শুভেচ্ছা জানান। আপনার কাজ সহজ করার জন্য আমি শুভেচ্ছাবানী লিখে দিলাম,
" শুভ জন্মদিন, অনেক ভাল কাটুক আপনার আগামী দিনগুলি "
আপনি শুধু কপি এবং পেষ্ট করুন। আর আপনাদের মধ্য যারা একটু অলস তারা শুধু লাইক বাটনে চাপ দিয়া শুভেচ্ছা জানান।
[ বি:দ্র: এটা আমার ভুয়া, মানে সার্টিফিকেটের জন্মদিন। ]
২| ২৩ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৫৪
খেলাঘর বলেছেন:
শুভেচ্ছা, অনেক শুভেচ্ছা
৩| ২৬ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪
খেলাঘর বলেছেন:
শুভেচ্ছা তো জানালাম।
এবার নতুন কিছু ছাড়েন, আবার শুভেচ্ছা জানাই।
৪| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ২:১১
বাংলার ফেসবুক বলেছেন: hahaha vua.ortathat sartifiket
©somewhere in net ltd.
১|
০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:০৫
নুর ইসলাম রফিক বলেছেন: hahaha vua.ortathat sartifiket