![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রযুক্তির কল্যানে বিশ্ব আজ ঘরের ভিতরে৷ মাউসের এক ক্লিকে আজ বিশ্ব আজ হাতের কাছে৷ কিন্তু তাই বলে মঙ্গল! সৌজন্য মাইক্রোসফটের ‘হলোলেন্স’৷মাইক্রোসফট তাদের নয়া আবিস্কারের উইন্ডোজ হলোগ্রাফিক ওয়্যারাবল ‘হলোলেন্স৷
হলোলেন্স হল এখন পর্যন্ত পৃথিবীর মধ্যে সর্বাধুনিক হলোগ্রাফিক কম্পিউটার৷ এই স্বয়ংসম্পূর্ণ কম্পিউটার যাতে থাকছে সিপিইউ, জিপিইউ এবং হলোগ্রাফিক প্রসেসর৷ থাকছে ডিসপ্লে’র সুবিধাও৷ এছাড়া থাকছে এনভারমেন্ট সেন্সর৷ এই হলোলেন্স এর সাহায্যে লিভিং রুমে বসে গেম খেলা এমনকি মঙ্গল গ্রহে ঘোরার মত সব অভিজ্ঞতা নেওয়া যাবে৷ এর মাধ্যমে আপনি আপনার কম্পিউটারের অ্যাপগুলোকে চোখের সামনে বাস্তবের মতো দেখতে পাবেন৷ ২১ জানুয়ারির বিশেষ উইন্ডোজ ১০ ফিচার প্রদর্শনীতে উইন্ডোজ ১০, হলোগ্রাফিক হেডসেট ‘হলোলেন্স’, উইন্ডোজ ১০ মোবাইল সহ বেশ কিছু নতুন প্রযুক্তি প্রদর্শন করেছে মাইক্রোসফট৷
পূর্বে প্রকাশিত এখানে
©somewhere in net ltd.