![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাঙালীর প্রাণের স্বাধীনতা
শুধু একটা মানচিত্র পাওয়ার নাম
স্বাধীনতা নয়!!
লাল সবুজের একটি পতাকার নাম
স্বাধীনতা নয়!!
অনাহারী শিশুর ক্রন্দন মুক্ত
ভূ খন্ডের নাম স্বাধীনতা।
দারিদ্র,ক্ষুধা,আর্তনাদ মুক্ত
বাতাসের নাম-স্বাধীনতা।
কৃষকের মুখে অনাবিল হাসি
বাঙালির প্রকৃত স্বাধীনতা।
দাসত্বের শৃঙ্খল মুক্ত হওয়া
বাঙালির প্রাণের স্বাধীনতা।
স্বাধীনতা আসুক হৃদয়ের মাঝে
মুক্ত বিহঙ্গের সুর হয়ে,
স্বাধীনতা আসুক বাঙালীর ঘরে
মানব মুক্তির দূত হয়ে।।
©somewhere in net ltd.
১|
২৬ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:০৬
বিজন রয় বলেছেন: সুন্দর।
++++