![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মায়ের মুখে শুনা গল্পটা মনে পড়ে গেল.......
সাময়িক পরীক্ষা,মায়ের এক বান্ধবী গণিত পরীক্ষায় একটি প্রশ্নের উত্তর দুইবার লিখেছিলেন--
তিনি প্রথমে মনে করেছিলেন আনসার করেছেন হান্ড্রেডে হান্ড্রেড।নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগে সমস্ত উত্তর লিখে উত্তর পত্র যখন রিভিউ করছেন তখন চোখে পড়লো একটি অংক দুইবার লেখা হয়েছে,তখনকার সময় বীজগণিত অংকের সাবজেক্টে ছিল না শুধু পাটীগণিতই ছিল।হঠাৎ ঘন্টা বেজে উঠলে মানসিক দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে গিয়ে দু'টি অংক'ই কেটে দিয়েছিলেন তিনি,বাদ যাওয়া অংক কষবেন তো দুরের কথা লিখে কেটে দেওয়া অংকটি কষার সময় ছিলনা।অলরেডি শিক্ষকগণ খাতা কালেকশনে নেমে পড়েছেন তাৎক্ষণিক বুদ্ধি খাটিয়ে কেটে দেওয়া দু'টি অংকের মধ্যে একটির নিচে তিনি লিখে দিয়েছিলেন ‘এই কাটা সেই কাটা নয় এটা ভুলবশত কাটা হয়েছে’ ।অবশ্য ছাত্রীটির প্রত্যুৎপন্নমতি গুণে মুগ্ধ হয়ে প্রধান শিক্ষক ক্লাশের ছাত্রছাত্রীদের নিয়ে খুব সুন্দর একটি ফয়সালা দিয়েছিলেন.........
দেশের রাজনৈতিক অঙ্গনে নেতাকর্মীদের সময় কাটছে রাজনৈতিক দ্বন্দ্বের মধ্য দিয়েই যদিও একদিন না একদিন অবসান ঘটবে।তবে এসব দ্বন্দ্বের মধ্যে যে ছন্দ আছে কথাটি অস্বীকার করা অসমীচীন....
এবারের বাংলা বছরের শুরুতেই দেশের বেশ কয়েকটি জেলায় হাওর ডুবলো ফসল ডুবলো স্বপ্ন ডুবলো,কৃষকের ধানের গোলা খালি পরে থাকলেও হৃদয় ভরেছে আক্রোশে।শুনতেছি হাওরের বাঁধ নির্মাণের টাকা লুটপাটের মামলার কার্যক্রম শুরু করেছে দুদক, টিভির পর্দায় দেখেছি বেশকজন গ্রেফতার হয়েছেন।কৃষকের চোখেমুখে কিছুটা স্বস্তি মনে এখন একটাই আশা ‘সঠিক বিচারটা যেন পাই’।
রাজনৈতিক দলের মুষ্টিমেয় কিছু লোকের ভাষ্য এটি নাকি রাজনৈতিক দ্বন্দ্বের ফল,আমিও এখন এই মূহুর্তে স্বীকার করছি হ্যাঁ ভাই এটা সত্যিই দ্বন্দ্ব;তবে এই দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব নয়,হাজার হাজার ক্ষতিগ্রস্ত মানুষের মনে ছন্দ ও মুখে হাসি ফুটানোর দ্বন্দ্ব.......
২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:১৮
রাজীব নুর বলেছেন: ওকে। পড়লাম।
©somewhere in net ltd.
১|
১৯ শে আগস্ট, ২০১৭ রাত ১১:০৪
উদাস মাঝি বলেছেন: এই কাটা সেই কাটা নয় এটা ভুলবশত কাটা হয়েছে

বুদ্ধি আছে মেয়েটার !
গুছিয়ে লিখেছেন । ভাল লাগল