![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
......... ”ক্ষুদ্র করো না হে প্রভু আমার হৃদয়ের পরিসর, যেন সম ঠাঁই পায় শত্রু-মিত্র-পর .........
সামনের মাসে অমুক সিনেমাটা রিলিজ হবে। পেপারে পড়লাম সেখানে তমুক নায়িকা একটা সাহসী দৃশ্যে অভিনয় করেছে।
.
- সাহসী দৃশ্য? কী করেছে? আগুনে পোড়া ঘর থেকে বাচ্চাকে বাঁচিয়েছে? ছিনতাইকারীকে ঠেকিয়ে দিয়েছে? ডাকাত দলকে পুলিশে ধরিয়ে দিয়েছে? নদীর উপর ভাঙা ব্রিজ লাফিয়ে পার হয়েছে? গাড়ি নিয়ে চলন্ত ট্রেনের সামনে দিয়ে গিয়েছে?
.
: আরে না, না। উলঙ্গ হয়ে বাথটাবে শুয়ে গোসল করেছে।
.
- এটা সাহসী দৃশ্য কেমনে? বল যে বেহায়া দৃশ্যে অভিনয় করেছে।
.
: আরে পত্রিকার ভাষা ওইরকমই।
.
- পত্রিকার ভাষা?...ওওওও এবার বুঝেছি!
.
: কী?
.
- এক লোক ধর্মীয় চরিত্রগুলো নিয়ে ব্লগে চটি লিখতো। আর মাঝেমাঝে নাস্তিকতার পক্ষে বিভিন্ন বৈজ্ঞানিক হাইপোথিসিস কপি পেস্ট করতো। সে খুন হওয়ার পরে পত্রিকায় লিখলো "শহীদ হলেন একজন অসাম্প্রদায়িক মুক্তবুদ্ধি চর্চাকারী মুক্তমনা প্রগতিশীল বিজ্ঞানমনস্ক দ্বিতীয় প্রজন্মের মুক্তিযোদ্ধা"। এই শিরোনামটাও মনে হয় ওই নায়িকার 'সাহসী' দৃশ্যের মত।
.
: হুম, ভাবালি বেশ।
২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৪
কাক ??? বলেছেন:
©somewhere in net ltd.
১|
৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৭
সুলতানা সালমা বলেছেন: সাহসি লেখা। (
thumbs up)