নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেক্কল!

আমি অমানুষ, সব মানুষের সাথে আমার বাস। নাকি মানুষ আমি, আমার বসবাস সব অমানুষের সাথে

মোঃ তারিফ হাসান

অলস মানুষ

মোঃ তারিফ হাসান › বিস্তারিত পোস্টঃ

ঢাকায় ভাল কোন Counseling + mental docktor এর ঠিকানা বা লিংক দিতে পারবেন কেউ। উপকৃত হব।

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২০

ঢাকায় ভাল কোন Counseling + mental docktor এর ঠিকানা বা লিংক দিতে পারবেন কেউ। উপকৃত হব।

রোগীর একচুয়ালি মানসিক প্রবলেম না। বয়স কম, ক্লাস এইটের জে এস সি প্রাথী। কথায় কথায় রেগে যায়। মাঝে মাঝে অযুক্তিক তর্ক করে। যখন যা পেতে চাই তাই চাই এই টাইপের। পিটনা দিয়ে্ও লাভ হয়না।

কেউ যদি Counseling + mental docktor এর ঠিকানা জানেন তাহলে একটু জানান প্লিজ।

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৯

স্বপ্নবিলাসী আমি বলেছেন: বয়ঃসন্ধিকালীন এরকম সমস্যা বেশ স্বাভাবিক এবং কমন। ধৈযর্ ধরে পিচ্চিটার প্রতি পরিবারের সিনিয়রদের বন্ধুত্তসূলভ আচরণ সমস্যাটা অনেকাংশেই সমাধান করে দিতে পারে।

২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: তাকে ভালবাসা দিন।

তাকে বন্ধুসুলভ মানসিকতায় মিশূন। তার ভেতরের ক্ষোভ, অভাব, শুন্যতাটা বের করে আনুন।
তারপর বাস্তবতার সত্যটা তুলে ধরুন।
তাকেই সিদ্ধান্ত নিতে দিন
দেখবেন চমৎকারভাবে সে সঠিকটাই বেছে নেবে।

৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

মোঃ তারিফ হাসান বলেছেন: স্বপ্নবিলাসী আমি ,,,,,, বিদ্রোহী ভৃগু,,,,,, আপনারা ঠিকই বলেছেন। ১০০% ঠিক। দুজনই যেই সাজেশনগুলি দিয়েছেন
যেমন:
ধৈযর্ ধরে পিচ্চিটার প্রতি পরিবারের সিনিয়রদের বন্ধুত্তসূলভ আচরণ
এবং বন্ধুশুলভ মানসিকতায় তার ভেতরের পরিস্থিতি বের করতে


এর কোন কিছুই বাদ দেয়া হয় নি।
তবে এখন এই জেদী সমস্যাটা কিছু করেছে। কিন্তু সামনে জে এস সি এক্সাম, এখন বলছে, যে খোব বেশি পড়তে পারছেনা। মডেল টেস্ট এর পরীক্ষার হলে কোন কারনে যদি মেজাজ খারাপ হয় তবে খাতা দিয়ে এসে পড়ে। এখন সেই বলছে ওকে ভাল একজন ডাক্তার দেখাতে।
তবে বাইরের সবাই সবসময় ওর প্রশংসা করে কারন বাইরের সে খুবই ভাল, সমাজিক, মেচিউরড, এবঙ বিভিন্ন অনুষ্ঠারে তার অরগানাইজিং পা্ওয়ার ও খুব ভাল।
তাই ভাবছি, আমাদের কথায় খুব একটা কাজ হচ্ছেনা এজন্য ওকে নিয়ে ভাল একজন ডাক্তারের সঙ্গে কাউন্সিলিং করলে হয়তো ব্যাপার টা ভাল হবে।

৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭

ভোরের সূর্য বলেছেন: আপনার রোগির জন্য দরকার আসলে কাউন্সেলিং এবং এর জন্য দরকার একজন physiologist। আর মেহতাব খানম যিনি প্রতি শুক্রবার বাংলাভিশন এ আমি এখন কি করবো এবং প্রথম আলোর ছুটির দিনে মনের জানালা নামক পাতায় কিছু সমস্যা ও সমাধান তুলে ধরেন।

৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: @তারিফ ভাই, ধন্যবাদ।

আচ্ছা একটু বলবেন -সে কোথায় থাকে? মানে শহরে না গ্রামে?

যেখানেই হোক তার রিভার্স কোন স্থানে সপ্তাহ খানেক বেড়িয়ে নিযে আসুন।
আর এক্সাক্টলি তার মূল সমস্যাটা ট্রেস করার চেষ্টা করুন।
সেকি শারিরীক ভাবে আনফিট?
তার মানসিক ষ্টেমিনা কি খুবই কম?
তার বিগত ফলাফল কেমন?

ইন্ডিয়ার আমির খানের তারে জামিন পর সিনেমাটি দেখেছেন কি?

সেখানে চাইল্ড সাইকোলজি নিয়ে দারুন কাজ দেখিয়েছে।

আসলে আমরা আমাদের মতো করে শিশুদের কাছে আউটপুট চাই-মনের অজান্তেই।
অথচ তা তাদের কাছে পুরাই অসম্ভব।

শিশুদের আত্ম বিশ্বাস গড়ে তোলায়ও আমরা অনেকটাই বেখেয়াল।

দেখুন,
Click This Link

লিংকে প্রচুর ডাক্তারের ডিটেইলস আছে.. আলাপ করে দেখুন..

৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমার এক কাজিন ঠিক জে এস সির সময়ই এরকম প্রবলেম হয়েছিল, ধীরে ধীরে সমস্যা আরো বাড়ে। আপনি তাড়াতাড়ি ডক্টর দেখান, আর কখনও মারবেন না।

৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২২

কৈশর বলেছেন: বিদ্রোহী ভৃগু । ধইন্যবাদ ।

৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩২

মোঃ তারিফ হাসান বলেছেন: বিদ্রোহী ভৃগু
ভাই অপনাকে ধন্যবাদ। আপনার সাইটটা মানে লিাংটা আমি আজ দুপুরেই দেখেছি।
যার কথা বলছি সে আমার বোন। আমরা চার ভাই বোন। সে তৃতীয়। শারীরিক ভাবে মারে তার ফিজিক্যাল ফিটনেস আমাদের মাঝে ওরই সবচেয়ে ভাল। তবে মেনটাল স্টেমিনা একটু কম বলতে হবে। আর বিগত ফলাফল বলতে যদি একাডেমিক রেজাল্ট বোঝিয়ে থাকেন তাহলে বলব খুবই ভাল। আমাদের বাড়ী মোফসসল এরিয়াতে। সে ক্লাস ফাইেভে টেলেন্টপুলে বৃত্তি পেয়েছে। এখন বাংলাদেশ গ্যাস ফিল্ড স্কুল এন্ড কলেজে পড়ছে , ক্লাস পারফরমেন্স , বন্ধু বান্ধব শিকক্ষক সবার সাথেই ভাল । উপস্থিত বুদ্ধি, মেমোরাইজিং পা্ওয়ার ভাল। তবে এখন রেগুলার স্কুলে যায় না। সমস্য একটাই তার কিছু ভাল লাগে না। আজ বলছে সে ঘরে যা যা এত দিন করেছে তা ঠিক করেনি। ডাক্তার দেখানোর কথা সেই এখন বার বার বলছে।
তবে আমরা ভাবছি মেডিসিন বাদ দিয়ে কাউন্সিলিং করে দেখতে। এর পর যদি ডাক্তার অর্থাত যার সঙ্গে কাউনি্সলিং করব সে যা ট্রিটমেন্ট দেয় তা করাতে। আমি অবশ্য কিছু লিংক পেয়েছি...দেখি কি করা যায়

৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪০

মোঃ তারিফ হাসান বলেছেন: @ভোরের সূর্য
আমি যদ্দুর জানি,

ড. মেহতাব খানম দীর্ঘদিন ধরে কাউন্সেলিং সাইকোলজি বিষয়টি পড়াচ্ছেন। তবে তিনি কি ফেসই টু ফেইস কাউন্সিলিং করেন? করলে আমি কি ভাবে ্ওনার দারস্থ হতে পারি?

১০| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৫

রাজীব বলেছেন: চাপ কমিয়ে ফেলুন, কোন কিছু নিয়ে চাপ দিবেন না।

১১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪০

খাটাস বলেছেন: এই বয়সে বাবা মা বন্ধু হতে চাইলে অনেকের কাছে তা বিরক্তির কারন হয়ে যায়। অন্য কেও তাকে বোঝাতে চেষ্টা করলে কাজে দিতে পারে, তবে সেই মানুষ টির বেক্তিত্ত তার পছন্দ হতে হবে।
আমার নিজের বোন কে নিয়ে বর্তমানে এই সমস্যা ফেস করতে হচ্ছে। আমি ডাক্তার দেখান টা সমর্থন করি না, কারন এটা তার কাছে একটা অক্ষমতা হয়ে থাকবে। তবে উপায় না থাকলে physiologist এর শরণাপন্ন হউয়া যেতে পারে। কিন্তু সব physiologist এর ব্যাবহার ভাল হয় না। জেনে শুনে খবর নিয়ে যাবেন। শুভ কামনা।

১২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪০

খাটাস বলেছেন: এই বয়সে বাবা মা বন্ধু হতে চাইলে অনেকের কাছে তা বিরক্তির কারন হয়ে যায়। অন্য কেও তাকে বোঝাতে চেষ্টা করলে কাজে দিতে পারে, তবে সেই মানুষ টির বেক্তিত্ত তার পছন্দ হতে হবে।
আমার নিজের বোন কে নিয়ে বর্তমানে এই সমস্যা ফেস করতে হচ্ছে। আমি ডাক্তার দেখান টা সমর্থন করি না, কারন এটা তার কাছে একটা অক্ষমতা হয়ে থাকবে। তবে উপায় না থাকলে physiologist এর শরণাপন্ন হউয়া যেতে পারে। কিন্তু সব physiologist এর ব্যাবহার ভাল হয় না। জেনে শুনে খবর নিয়ে যাবেন। শুভ কামনা।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৪

মোঃ তারিফ হাসান বলেছেন: আপনাকে আমি সমর্থন করছি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.