![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
«»«» হাদীসে এসেছে যখনই মানুষ দিনে অথবা রাত্রে একটি গুনাহ করে তার অন্তরে একটি কলো দাগ পরে যায় । এ ভাবে আরেকটা গুনাহ করে আরেকটা কালো দাগ পরে,আরেকটা গুনাহ করে আরেকটা কালো দাগ পরে , এভাবে গুনাহ করতে করতে যখুন পুরো অন্তরটাই কালো দাগে ভরে যায়, তখন ঐ ব্যাক্তি মারাক্তক ক্ষতিগ্রস্ত হয়ে যায় ।। কি ক্ষতিগ্রস্ত ? যখন পুরো অন্তরটা কালো দাগে ভরে যায়,তখন তার আর ভাল কাজ ভাল লাগেনা, খারাপ কাজ খারাপ লাগেনা ।। আর তাই তো কিছু মানুষ আছে,যারা টুপিওয়ালা দাড়িওয়ালা হক্কানী আলেমওলামা পীর মাশায়েখ ও তাবলীগকে দেখতে পারেনা ।। যারা হক্কানী পীর মাশায়েখ দেখতে পারেনা এবং তাবলীগকে দেখতে পারেনা,তাদের অন্তরটা গুনাহ করতে করতে কালো দাগে ভরেগেছে, এই জন্যই ভাল কাজ আর ভাল লাগেনা খারাপ কাজ আর খারাপ লাগেনা আর তাই তো টুপি দাড়ি সয্য করতে পারেনা,এগুলো হলো ডিজিটাল যুগের,ডিজিটাল মানুষ ।।
©somewhere in net ltd.